আশানুর রহমানের প্রথম উপন্যাস ‘লেনিন’

অ+ অ-

 

ভ্লাদিমির ইলিচ লেনিনের মৃত্যুর পরে রুশ সাহিত্যিক মাক্সিম গোর্কি আক্ষেপ করে বলেছিলেন, লেনিনের মনোজগত নিয়ে কেউ যদি একটা ফিকশন লিখতে পারত! অবশ্য তাকে নিয়ে ব্রিটিশ সাংবাদিক অ্যালান ব্রায়েন লিখেছিলেন একটি উপন্যাস, নাম—‘লেনিন: দ্য নভেল গেল শতাব্দির নব্বই দশকে সোভিয়েত ইউনিয়নের ভাঙনের পর দুই দশক পর এখন রুশ বিপ্লবের নায়ক ভ্লাদিমির ইলিচ লেনিন বাংলাদেশে তুলনামূলক কম আলোচিত এক ঐতিহাসিক চরিত্র। কিন্তু পুরো বিংশ শতাব্দি জুড়ে দেশে দেশে লেনিনের প্রভাব ছিল অবিস্বরণীয়। ঐতিহাসিক এই কিংবদন্তি নায়ককে নিয়ে এবার বাংলায় উপন্যাস লিখেছেন আশানুর রহমান। লেনিন লেখকের প্রথম উপন্যাস। বইটি প্রকাশ করেছে কথা প্রকাশ

উপন্যাসে আছেবালক ভ্লাদিমিরের লেনিন হয়ে ওঠার গল্প যেন একদিকে রুশ ইতিহাসের আলোড়ন, অন্যদিকে উলিয়ানভ পরিবারের একটানা বিয়োগান্তক কাহিনি। ইতিহাসের কামারশালার আগুনে আর পারিবারিক শোকগাঁথায় গড়ে ওঠে লেনিনের মন। জারের হাতে বিপ্লবী বড় ভাই সাশা-র মৃত্যু কিশোর লেনিনকে দেখিয়ে দেয় জীবনের দিশা। সেই জীবনে প্রেম আসে নাদিয়া ও ইনেসার আকর্ষণ নিয়ে। ভালবাসার আহ্বান ছিল ইয়াসনেভা ও এলিজাবেতের কাছ থেকেও। কিন্তু লেনিন যেন কাছে থেকেও দূরে, দূরে থেকেও অন্তর্গত রক্তের ভেতরে। শুধু প্রেমে নয়, বন্ধুত্বেও লেনিন যেন অধরা থেকে যায় ঘনিষ্ঠ সহযোদ্ধাদের কাছে। শ্রমিকের সঙ্গে তিনি শ্রমিক, অরণ্যে শিকারি, প্যারিসের আড্ডায় তুখোড় বুদ্ধিজীবী আর ব্রিটিশ মিউজিয়মের নির্জনতায় এক আচ্ছন্ন পাঠক।

উপন্যাসে ইউরোপের ভূগোল জুড়ে লেনিনের চলাচল। সাইবেরিয়ার বরফজীবনের নির্বাসন থেকে সুইজারল্যান্ড, লন্ডন, প্যারিস, ব্রাসেলস আর পুরো রাশিয়াজুড়ে ছড়ানো তার কক্ষপথ। কখনো মনে হয় তিনি নিষ্ঠুর, কখনো বিষাদময় ও নিঃসঙ্গ। ইনেসাকে কবরে শুইয়ে কাঁদছেন লেনিন। এই লেনিনই তো পিটার্সবার্গের ক্ষমতা দখলের আগে ও পরে শান্তযেন বিপ্লবের রেলগাড়িটার বিজ্ঞ চালক। ইতিহাসের শীতল বরফে মোড়ানো লেনিনের কঠিন ব্যক্তিত্বের তলায় যে উষ্ণ জীবনস্রোতএই উপন্যাস তারই নিবিড় বয়ান।

সমাজ বদলের স্বপ্নে বিভোর লেখক আশানুর রহমান একসময় একজন সক্রিয় বামপন্থি রাজনৈতিক কর্মী ছিলেন। জীবনীভিত্তিক উপন্যাস নির্মাণে লেখক আদর্শের নায়ক লেনিনকে নিয়ে জানা-বোঝা, সংগ্রাম থেকে ইতিহাস পাঠ আর কল্পনা থেকে অনন্য এক চরিত্র হাজির করেছেন। নিঃসন্দেহে বাংলাদেশে বামপন্থি আন্দোলনের নিস্তরঙ্গ সময়ে বইটি নতুন করে লেনিনকে নিয়ে ভাববার অবকাশ সৃষ্টি করবে। ‘লেনিন’ উপন্যাসটির প্রচ্ছদ করেছেন মেহেদী হাসান। বইটির মুদ্রিত মূল্য ৬০০ টাকা।