তামজীদ নওরীন পূর্ণির চিত্রকর্ম প্রদর্শনী আত্মবৈরিতা

|| শিল্পী কথা ||
তামজীদ নওরীন পূর্ণি একজন ভিজ্যুয়াল আর্টিস্ট। জন্মগ্রহণ করেছেন ১৯৯৪ সালে, ঢাকায়। পড়াশোনা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের ড্রইং অ্যান্ড পেইন্টিং ডিসিপ্লিন থেকে স্নাতক এবং স্নাতকোত্তর। তিনি পেইন্টিংয়ের পাশাপাশি প্রিন্ট, স্কাল্পচার, ইনস্টলেশন, পারফম্যান্স আর্ট ও ডিজিটাল মাধ্যমসহ বিভিন্ন মিডিয়া নিয়ে কাজ করছেন। তিনি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের বেশকিছু প্রদর্শনীতে অংশগ্রহণ করেছেন। ফ্রান্সে প্রকাশিত বাংলা ওয়েবজিন ‘তরঙ্গ’-তে ২০২০ সালে ‘আমার মুখ আমার দেহ’ শীর্ষক তার একক প্রদর্শনী অনুষ্ঠিত হয়। বেশ কয়েকটি যৌথ প্রদর্শনীতে অংশগ্রহণ করেন তিনি । ২০০০ সালে ভারতের অনুষ্ঠিত ‘সাউন্ড অব সাইলেন্স’ শিরোনামের ভার্চুয়াল শিল্প প্রদর্শনীতে অংশ নেন। সর্বশেষ ভিয়েতনামের ‘হ্যানয় আর্ট কানেক্টিং’-এ তিনি বাংলাদেশ থেকে অংশগ্রহণ করেন। ২০১৯ সালে জগন্নাথ বিশ্বদ্যিালয়ের বার্ষিক শিল্প প্রদর্শনীতে সম্মাননা পদক পান। বর্তমানে তিনি একটি বিজ্ঞাপনী সংস্থায় কাজ করছেন।
|| শিল্পকর্ম প্রসঙ্গে ||
সকল শিল্পীর মতোই ছবি আঁকা আমার জন্য নিজের চিন্তা প্রকাশের মাধ্যম। যা বলতে পারি না তা বুনন করি শিল্পে। সমসাময়িক বিষয় নিয়ে কনসেপচুয়াল কাজ করি। সবচেয়ে বেশি আঁকি সেলফ পোর্ট্রট। কারণ নিজেকেই আমি সবচেয়ে ভালো জানি। নিজের ভেতরের দ্বন্দ্ব, অপ্রকাশিত কামনা, ব্যক্তিগত দ্বিধা, মত প্রকাশের বাধা, অতীতের টানাপোড়ন ফুটিয়ে তুলি শিল্পে। ফিগারেটিভ কাজের ভেতরও এই এক্সপ্রেশনগুলো তুলে ধরার চেষ্টা করি। শৈশব, কৈশোর ও যৌবন—প্রতিটি পর্বেই নিজের জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলোকে কেন্দ্র করে তুলে ধরি বোধগুলো। নারী স্বাধীনতা নামে যে কাফকায়েস্কায় আমরা বসবাস করি তাই আমার শিল্প, তাই আমার গল্প।
প্রতিধ্বনি আয়োজন করেছে শিল্পী তামজীদ নওরীন পূর্ণির একক অনলাইন চিত্রকর্ম প্রদর্শনী। প্রদর্শনীর শিরোনাম সেল্ফ অ্যান্টাগনিজম বা আত্মবৈরিতা। প্রদর্শনীটি চলবে ১৬ অক্টোবর থেকে ১৫ নভেম্বর ২০২৩ সাল নাগাদ।
শিল্পকর্ম প্রদর্শনী || সেল্ফ অ্যান্টাগনিজম || আত্মবৈরিতা || তামজীদ নওরীন পূর্ণি
আত্মবৈরিতা || ১
আত্মবৈরিতা || ২
আত্মবৈরিতা || ৩
আত্মবৈরিতা || ৪
আত্মবৈরিতা || ৫
আত্মবৈরিতা || ৬
আত্মবৈরিতা || ৭
আত্মবৈরিতা || ৮
আত্মবৈরিতা || ৯
আত্মবৈরিতা || ১০
আত্মবৈরিতা || ১১
আত্মবৈরিতা || ১২
আত্মবৈরিতা || ১৩
আত্মবৈরিতা || ১৪
শিল্পকর্মের ছবি © তামজীদ নওরীন পূর্ণি

চিন্তার খোরাক জাগানিয়া চিত্র প্রদর্শনী, অভিনন্দন শিল্পী।
Rezaur rahman
অক্টোবর ১৮, ২০২৩ ০০:৪৫

চিন্তার খোরাক জাগানিয়া চিত্র প্রদর্শনী, অভিনন্দন শিল্পী।
Rezaur rahman
অক্টোবর ১৮, ২০২৩ ০০:৪৫

চিন্তার খোরাক জাগানিয়া চিত্র প্রদর্শনী, অভিনন্দন শিল্পী।
Rezaur rahman
অক্টোবর ১৮, ২০২৩ ০০:৪৫

বাহ্! সুন্দর শিল্পকর্ম। শিল্পীর জন্য শুভ কামনা রইলো।
Fahad Kazmee
অক্টোবর ২০, ২০২৩ ২২:২৩
অসাধারন সব কাজ। শুভেচ্ছা ও অভিনন্দন তোমাকে।
ফিজা
অক্টোবর ১৭, ২০২৩ ১৩:১৯