নারগিস সোমার একক অনলাইন চিত্রকর্ম প্রদর্শনী ‘জীবনের গল্প’

অ+ অ-

 

শিল্পীকথা || নারগিস সোমা

চিত্রশিল্পী ও কবি। জন্ম ২০ আগস্ট ১৯৮৪ সালে, খুলনা জেলায়। পড়াশোনা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে প্রাচ্যকলায় স্নাকতোত্তর। জাপান, রাশিয়া ও নেপালে মোট তিনটি একক প্রদর্শনী হয় তার। উইমেন লাইফ সিরিজ-১’ শিরোনামে প্রথম একক প্রদর্শনী অনুষ্ঠিত হয় নেপালের কাঠমাণ্ডুর মিথিলা ইয়ে গ্যালারিতে। তিনি দেশে-বিদেশে অসংখ্য যৌথ প্রদর্শনীতে অংশ নেন। তার মধ্যে বাংলাদেশ, ভারত, জর্ডান, দক্ষিণ কোরিয়া, রাশিয়া, জাপান, মরক্কো, মালদ্বীপ, ইতালি, পেরু, ভেনেজুয়েলা উল্লেখযোগ্য। চিত্রকলার জন্য তিনি বিভিন্ন পদক ও সম্মাননা লাভ করেন। চিত্রকলার পাশাপাশি তিনি কবিতা চর্চা করেন। তার কাব্যগ্রন্থ একটিআরণ্যক জ্যোৎস্নায় একাকি (২০২০)। বর্তমানে তিনি রাজশাহী আর্ট কলেজের প্রভাষক হিসেবে কর্মরত আছেন। 

 

শিল্পকথা || জীবনের গল্প

ছোটবেলা থেকেই ভালো লাগত ছবি আঁকতে। তবে তখনও বুঝতাম না কেন ভালো লাগে! ছবি আঁকতে ভালো লাগত তাই আঁকতাম। বস্তুত জীবন আমাকে শিল্পের কাছে নিয়ে গেছে। প্রকৃতি আমাকে যতটা টানে, তারচেয়েও বেশি টানে অব্যক্ত মুখমণ্ডলের নীরব ভাষার কথোপকথন। মানুষের অনাবিল চেহারা আমাকে মুগ্ধ করে। প্রতিটি মানুষ কী অদ্ভুত রকমের ভয়ঙ্কর সুন্দর। চেহারার প্রতিটি রেখার গঠন বলে দেয় তার জীবনের কথা। সৃষ্টির এই অদ্ভুত রহস্য আমাকে টানে। সেই অমোঘ আকর্ষণে মানুষের চেহারার গল্প সিরিজ শুরু করি। মনে হয়, শিল্পীর নিজস্ব স্বর সৃষ্টি করতে হলে প্রথাগত চিত্রকলার নিয়ম ভাঙা প্রয়োজন। সেই তাগিদ থেকে আমি নিরীক্ষাধর্মী পেন্টিং করি। শিল্পের নানা মাধ্যমে কাজ করলেও অ্যাক্রেলিকের কাজ আমার ভালো লাগে। আসলে মানুষের চোখ মনের দর্পনএটা যেমন সত্য, তেমনি সত্যশিল্পীর শিল্পসত্তাকে বুঝতে হলে তৃতীয় নয়নের প্রখরতা জরুরি। সৌন্দর্য আসলে যে দেখছে তার দেখার দৃষ্টির ওপর নির্ভর করে। আমার কাছে মনে হয়, পৃথিবীর সব সৃষ্টিই সুন্দর। গাছের পাতার সবুজ যেমন টানে, তেমনি আকৃষ্ট হই কালো কাক থেকে জংলি ফুলের পাতায় রঙের নিপুণ কারুকাজ দেখে। শিল্পে আমি মানুষ ও প্রকৃতির সম্পর্ককে আমলে নেই। প্রকৃতির অধরা সৌন্দর্যই আমার শিল্পের আধেয়।

প্রতিধ্বনি আয়োজন করেছে শিল্পী নারগিস সোমার একক অনলাইন শিল্পকর্ম প্রদর্শনী। প্রদর্শনীর শিরোনাম ‘জীবনের গল্প’। এটি চলবে ১ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর ২০২৫ নাগাদ। 

 

চিত্র প্রদর্শনী || জীবনের গল্প || নারগিস সোমা 

 

জীবনের গল্প || ১

 

জীবনের গল্প || ২

 

জীবনের গল্প || ৩

 

জীবনের গল্প || ৪

 

জীবনের গল্প || ৫

 

জীবনের গল্প || ৬

 

জীবনের গল্প || ৭

 

জীবনের গল্প || ৮

 

জীবনের গল্প || ৯

 

জীবনের গল্প || ১০

 

জীবনের গল্প || ১১

 

জীবনের গল্প || ১২

 

জীবনের গল্প || ১৩

 

জীবনের গল্প || ১৪

 

জীবনের গল্প || ১৫

 

জীবনের গল্প || ১৬

 

জীবনের গল্প || ১৭

 

জীবনের গল্প || ১৮

ই-প্রদর্শনী © প্রতিধ্বনি || ছবি © নারগিস সোমা