কামরুজ্জামান কামুর অনবদ্য কবিতার বই

অ+ অ-

 

কামরুজ্জামান কামু নব্বইয়ের আলোচিত কবি ও গীতিকার। চলতি ফেব্রুয়ারি মাসেই প্রকাশিত হলো তার দশম কবিতার বই এখানে শিয়ালমুখী ফুল হয়ে ফুটে আছো। মোট ৬৩ টি কবিতা নিয়ে ৭২ পৃষ্ঠার এই বইটি প্রকাশ করেছে বৈতরণী প্রকাশনী। তার বইটির নামায়নে এক অভিনব ব্যক্ত বাসনা আছে। দুটো কারণেপ্রথমত, শিয়ালমুখী ফুলবাংলা কাব্যে ব্যবহার বিরল। দ্বিতীয়ত, ফুল ফুটে আছোবলার ভেতরে কাব্যে এক নির্লিপ্ত প্রকৃতির সন্ধান মেলে। ফলে শিরোনামের দিক থেকে কামুর কবিতার বইটি অভিনব ও ব্যঞ্জনাময়।

কামরুজ্জামান কামুর কাব্যভাষা সহজ ও সুন্দর। সহজ এই অর্থেতিনি কবিতায় বস্তু বা ঘটনার মুহূর্তাবলি সাবলীল ভাষায় তুলে আনতে সিদ্ধহস্ত। যে বাস্তবতার ওপর ভর করে কবির জীবন-প্রকৃতি চালিত হয়, সেটাকে তিনি এড়িয়ে চলেন না, বরং ব্যক্তির এড়িয়ে যাওয়া বা অধরা বিষয়কে কবিতায় সহজে বোধগম্য করে তোলেন। তার চিন্তার জগৎ সরল এবং জটিলতাহীন। কবি সময়ের কাছে ফুটে থাকার স্থিরতা চান। যে স্থিরতার সৌরভে তিনি পাঠকের পৌঁছাতে চান। আর কবির এই অভিব্যক্তি পাঠককে দেখান ‘অদেখা শিয়ালমুখী ফুল-এর সৌন্দর্য।

সময় কামুর কাছে মুহূর্তযাপন। এমন নয় যে, কবি মুহূর্তের ভেতরে সর্বদা আচ্ছন্ন হয়ে আছেন। তার কবিতার প্রাত্যহিকতার এই সুর কখনো প্রেমের, কখনো বিষাদের, কখনো আনন্দের, কখনো বেদনার, কখনো বাস্তবতার, কখনো অবাস্তবতার, কখনো রাজনীতির, কখনো নিপীড়িত মানুষের কণ্ঠস্বর হয়ে ফোটে। মুহূর্তের এই যাপনকে কামু, সৌন্দর্যের এক আবেগমথিত ভাষায় পরিণত করেন। কামুর পূর্ণাঙ্গ এই গ্রন্থেপাঠক নানা বিষয়ের, নানা পদের, নানা বৈচিত্র্যের মনোজগতে অবগাহন করতে পারবেন। সব মিলিয়ে এখানে শিয়ালমুখী ফুল হয়ে ফুটে আছোগ্রন্থটি একটি সুন্দর প্রকাশনা। এটির প্রচ্ছদ করেছেন শিল্পী রাজীব দত্ত। মূল্য রাখা হয়েছে ২৯০ টাকা।