সমকালীন মার্কিন কবিতার অনুবাদ

অ+ অ-

মাওলা ব্রাদার্স প্রকাশ করেছে লায়লা ফারজানা অনূদিত মার্কিন দেশের কবিতা। এটি আধুনিক মার্কিন ২৫ জন কবির কবিতা নিয়ে সংকলন। বইটিতে আধুনিক মার্কিন কবিতার ক্রমবিকাশের ছোট্ট একটি প্রধান ধারা জায়মান আছে। এজরা পাউন্ডের কবিতা ইন আ স্টেশন অব দ্য মেট্রো এ সংকলনের প্রথম আর আমান্ডা গোরম্যানের দ্য হিল উই ক্লাইম্ব’ শেষ কবিতা। কবি এবং সমালোচক এজরা পাউন্ড আধুনিক কবিতার অন্যতম রূপকার; আমান্ডা গোরম্যান এখন পর্যন্ত আমেরিকার কনিষ্ঠ উত্তরাধুনিক কবি, যিনি মার্কিন রাষ্ট্রপতির অভিষেক অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেছেন।

আমেরিকান কবিতার ইতিহাস দীর্ঘ। মার্কিন সমাজ বিস্ময়করভাবে বৈচিত্র্যময়। ফলে তার কবিতাও বিচিত্রতায় ভরপুর। এই  বইটি আধুনিক মার্কিন কবিতা সম্পর্কে একটি স্পষ্ট ধারণা প্রদানে সক্ষম। অন্তর্ভুক্ত কবিদের মধ্যে রয়েছে এজরা পাউন্ড, টি এস এলিয়ট, কার্ল রকোসি, রবার্ট পেন ওয়ারেন, স্ট্যানলি কুনিৎজ, ডব্লিও এইচ অডেন, চার্লবুকোওস্কি, মায়া অ্যান্জেলো, ইসমাইল স্কট রিড, জোসেফ ব্রদস্কি, জিন লুই লেব্রিস দে কেরুয়াক, ফ্রান্সিস রাসেলফ্রান্ক ও হারা, অ্যালেন গিন্সবার্গ, জন অ্যাশবেরি, উইলিয়াম স্ট্যনলু মারউইন, বিলি কলিন্স, লুইস গ্লিক, নিকি জিওভান্নি, আন্দ্রেই কড্রেস্কু, জয় হারজো, রিচার্ড সিকেন, গ্রেগরি পার্ডলো, অ্যাডা লিমন, ওশেনভুয়ঙ ও আমান্ডা গোরম্যান।

কবি ও কবিতা বাছাইয়ের ক্ষেত্রে লায়লা ফারজানা দুটো পদ্ধতির সহায় নিয়েছেন। প্রথমত মার্কিন প্রভাবশালী আধুনিক কবিদের  কবিতা, আর দ্বিতীয়ত সাম্প্রতিক সময়ে আলোচিত মার্কিন কবিদের কবিতা। তবে সংকলনে অন্তর্ভুক্ত কবিরা নানা প্রবণতা ও ধারার কবিতা লিখেছেন। অনুবাদকও চেষ্টা করেছেন মার্কিন আধুনিক নানা কবিতার চিহ্ন ও প্রবণতাকে ধরতে। এ কথা ঠিকবিগত একশ বছরে মার্কিন যুক্তরাষ্ট্রসহ পুরো বিশ্বমঞ্চে ঘটে যাওয়া ঘটনাপ্রবাহের অভিঘাত সরাসরি মার্কিন কবিতায় পড়েছে। কবিতাও সে দেশের প্রাত্যহিকতাকে সামনে এনেছে। সে বেলায় সংকলনটি পাঠকের মার্কিন কবিতার রস-আস্বাদনের পাঠকে সহায়তা করবে। বইটির প্রচ্ছদ শিল্পী ধ্রুব এষ। দাম রাখা হয়েছে ৪৫০ টাকা।