অনন্য জীবনীগ্রন্থ খেরোখাতায় স্মৃতিকথা
সংহতি প্রকাশ করেছে লেখক ও অধ্যাপক আকমল হোসেনের আত্মজীবনীমূলক গ্রন্থ খেরোখাতায় স্মৃতিকথা। বইটি স্মৃতিকথা হলেও সেখানে তাঁর ব্যক্তিগত প্রসঙ্গ কখনোই মুখ্য হয়ে ওঠেনি। বরং আকৈশোর যে রূপান্তর সমাজ দেখেছেন, চারদিকের অসঙ্গতিতে যে প্রশ্ন মনে জন্ম নিয়েছে, নিজের সক্রিয় সন্ধানে যে উত্তর খুঁজে পেয়েছেন, খেরোখাতায় স্মৃতিকথা তারই একটি আয়না। এই অর্থে নিজের স্মৃতিকথার ছলে আকমল হোসেন বিদ্যমান রাষ্ট্রের এবং আমাদের চেনা সমাজেরই উত্থান-পতনের চিত্র এঁকেছেন।
তাঁর স্মৃতিকথাতে তাই সমাজ, রাষ্ট্র ও সমকালই প্রাধান্য পেয়েছে। অনাড়ম্বর সারল্য ও সততার সাথে তিনি বলে গেছেন নিজের অভিজ্ঞতার কথা। এতে সন্নিবেশিত হয়েছে প্রায় ছয় দশকের ইতিহাস। অধ্যাপক আকমল হোসেনের এই স্মৃতিকথাতে পঞ্চাশের দশক থেকে ঢাকা শহরের একটা চিত্র পাওয়া যাবে। কৈশোর থেকেই তাঁর সমাজ বিষয়ে সচেতনতার স্ফুরণ ঘটেছিল বলে রাজনৈতিক ও সামাজিক বিবর্তনের একটা ছাপও এখানে গভীরভাবেই মিলবে।
বহুমুখী দ্বন্দ্ব ও সংঘাতের মধ্য দিয়ে পাকিস্তানবিরোধী আন্দোলনের বিভিন্ন পর্ব কিভাবে তৈরি হয়েছিল, বিভিন্ন রাজনৈতিক ধারার মাঝে বিতর্ক ও বিরোধের জায়গা কি ছিল, সেসব বিষয়ও তিনি তুলে ধরেছেন নিজস্ব প্রেক্ষাপট থেকে। প্রসঙ্গক্রমেই লেখক উল্লেখ করেছেন নিজের রাজনৈতিক ও বুদ্ধিবৃত্তিক সক্রিয়তার কথাও। মওলানা ভাসানীর রাজনীতির প্রতি তাঁর আকর্ষণের কল্যাণে রাজনীতির এই শক্তিমান প্রবাহটি নিয়ে এমন অনেক ব্যক্তিগত অভিজ্ঞতা ও স্মৃতিচারণ এবং মূল্যায়ন এখানে মিলবে, যেটা বাংলাদেশের ইতিহাসের অপেক্ষাকৃত অনেক কম আলোচিত অধ্যায়ের ওপর আলো ফেলেছেন তিনি।
এদেশের গণতান্ত্রিক আন্দোলনে সম্পৃক্ত এবং জ্ঞানস্পৃহা ও জনমানুষের প্রতি অঙ্গীকারাবদ্ধ যে কয়েকজন বিরলপ্রজ মানুষ দেশবাসীর শ্রদ্ধা অর্জন করেছেন, অধ্যাপক আকমল হোসেন সন্দহাতীতভাবেই তাঁদের অন্যতম। তাঁর খেরোখাতায় স্মৃতিকথা গ্রন্থটি একদিকে আগ্রহী পাঠকের তৃষ্ণা মেটাবে, অন্যদিকে গবেষক, ইতিহাসবিদ ও অনুসন্ধানীদের কাছেও গুরুত্বপূর্ণ উৎস হিসেবে বিবেচিত হবে। বইটির প্রচ্ছদ করেছেন শিল্পী নির্ঝর নৈঃশব্দ্য। মূল্য রাখা হয়েছে ৩৫০ টাকা।
আপনার মন্তব্য প্রদান করুন