কবিতায় সমকালীন জিজ্ঞাসা

অ+ অ-

বাহাস চলছেগুলি আর ফুলের ভেতর কে আগে ফুটবে’—এমন চমক জাগানিয়া ও সমকালীন জিজ্ঞাসা পেরিয়ে ঢুকতে হবে আবির আবরাজের হাওয়া গুমসুম, ফুটো না কুসুম কাব্যগ্রন্থে। এটি তার প্রথম বই। ৬৩ পৃষ্ঠার ৪৬ টি কবিতা নিয়ে বইটি প্রকাশ করেছে বৈভব। শিল্পী ধ্রুব এষের প্রচ্ছদে বইটির গায়ের মূল্য ২২৫ টাকা।  

বইটির নাম শুনেই পাঠক হয়তো অনুমান করে নিতে পারবেন এই বইয়ের কবিতাগুলো সম্পর্কে। কখনো লিরিক্যাল কিংবা পেলব আবার কখনো কর্কশ স্বরের উপস্থিতি আছে আবির আবরাজের কবিতায়। এই বই সাজানো হয়েছে কয়েকটি নাতিদীর্ঘ ও ছোট কবিতায়। যেখানে স্পষ্ট ফুটে উঠেছে একবিংশ শতাব্দীর এক তরুণ কবির মানস প্রতিচ্ছবি।

প্রথাগত ছন্দের পাশাপাশি ছন্দহীন কবিতাও পরিলক্ষিত হয় হাওয়া গুমসুম, ফুটো না কুসুম-এ। যেন তিনি জানাতে চেয়েছেন, তিনি দুভাবেই সচল। কবির কাজ শব্দ নিয়ে খেলা। সেই খেলাটায় খেলেছেন তিনি। সেসব কিছু উদাহরণ থাকুক, ‘যেন এক অবিশ্রান্ত দায়, দিন চলে যায়, একই রেখায় আজ ও কাল/পড়ে না আজান, ভুলে গিয়ে তান, বাঁশরি ও বাথান ছেড়েছে রাখাল।

শব্দ নিয়ে খেলার পাশাপাশি কবির কাজ প্রচল বিষয়কে প্রশ্ন করা। সেই কাজটিও জোরালোভাবে করেছেন আবির। এই প্রসঙ্গে তার এস্থেটিক মেয়েদের জন্য ভালোবাসা কবিতা থেকে কিয়দংশ উল্লেখ করা যাক, ঋত্বিক ঘটক ভাল্লাগে না সোনা?/বা ধরো তারেক?/ওরা বলবে হ্যাঁ হ্যাঁ খুব লাগে/ওরে আমার মাটির ময়নারে