নর্মদা মিথুনের প্রথম গ্রন্থ ‘দূরের বরফদেশ’

অ+ অ-

 

নর্মদা মিথুন দীর্ঘদিন ধরে কবিতা লিখছেন বিভিন্ন পত্র-পত্রিকায়। ছোট কাগজ দিয়ে তার কবিতার হাতেখড়ি, কিন্তু কবিতাকে সর্বজনগ্রাহ্য করে তুলতে লিখেছেন বিভিন্ন দৈনিকেও। তার কবিতার ভাষা সরল, বিষয়বস্তু সমকালীন। বাস্তবতার চেনা চিত্রকল্পে তিনি কবিতাকে ভাষা দেন। ফলে কম লিখেও মিথুন পাঠক পরিচিত হয়ে ওঠেন সহজে। এবার তার প্রথম কবিতার বই দূরের বরফদেশ প্রকাশ করেছে প্রথমা। বইটির প্রচ্ছদ করেছেন শিল্পী নিয়াজ চেীধুরী তুলি। মূল্য রাখা হয়েছে ২৫০ টাকা।

কী আছে নর্মদা মিথুনের কবিতায়? তার কবিতায় বারবার ফিরে আসে নস্টালজিয়া। লোকগান, শৈশব, মাটির ঘ্রাণ, গাজী রুমাল, পেলুন জাল, ধানখেত, ভাটির পরান, কচুরিপানা, মনজোনাকি, জোছনাজ্বলা হাত, নদী, কৃষক, মাএমন অজস্র উপাদান ঘুরেফিরে আসে। ছন্দ ও চিত্রকল্পের ব্যবহার কবিতাগুলোকে দিয়েছে আলাদা মাত্রা। তার কবিতার ভাষা সরল, কিন্তু সেই সরলতার মধ্যে আমরা খুঁজে পাব আমাদের অন্তর্গত বেদনা, হাহাকার ও ভালোবাসার গল্পগুলো।

কবিতায় নর্মদা মিথুন শব্দের চেয়ে বেশি গুরুত্ব দেন ভাষাকে, ভাষার চেয়ে জীবনবোধকে। এই বইয়ের কবিতাগুলোতে শিল্প আছে, কিন্তু লক্ষ করলে দেখা যাবে, সেই শিল্পে গভীরভাবে লুকিয়ে আছে জীবনের নানা অনুসঙ্গ। লোকায়ত জনপদের অন্তর্গত আনন্দ-বেদনার এক জারিত জীবন। পাঠক, কবিতার লাল ফিতায় বাঁধা রোদচোর বিকেল, ময়ূরপঙ্খি নাও, নাকফুল, ফ্লয়েড, সেজুঁতিদি, নিখিল, বাউলসম্রাট শাহ আবদুল করিমদের দূরের বরফদেশে স্বাগত।