ঋতুপর্ণ ঘোষকে বোঝার অন্তরঙ্গ প্রয়াস

অ+ অ-

বাতিঘর প্রকাশ করেছে চলচ্চিত্র নির্মাতা ঋতুপর্ণ ঘোষকে নিয়ে পূর্ণাঙ্গ বই ঋতুপর্ণ ঘোষ: চলচ্চিত্র, জীবন ও সাক্ষাৎকার বাংলা চলচ্চিত্রের এক সংকটময় মুহূর্তে ঋতুপর্ণ ঘোষের [১৯৬৩-২০১৩] আবির্ভাব। নির্মাণ যাত্রার শুরুতেই চলচ্চিত্রের বুদ্ধিবৃত্তিক ও বাণিজ্যিক দুইধারার মধ্যে সংযোগ স্থাপন করেছিলেন তিনি। ১৯৯৫ সালে উনিশে এপ্রিল চলচ্চিত্রের মাধ্যমে বাঙালি দর্শককে সিনেমা হলে ফিরিয়ে ছিলেন। তাঁর নির্মিত বিশটি ছবির জন্য পেয়ে ছিলেন তেরোটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার। বিষয়ের বৈচিত্র্য এবং স্বতন্ত্র নির্মাণ ভঙ্গির জন্য বাংলা চলচ্চিত্রের ইতিহাসে তাঁর বিশেষ স্থান রয়েছে।

অন্তরঙ্গ সব অনুভূতির গল্প সাবলীল সংলাপে তিনি উপস্থাপন করেছেন চলচ্চিত্রের পর্দায়। মাত্র উনপঞ্চাশ বছরের জীবনে রেখে গেছেন বিপুল সৃষ্টি সম্ভার। সুপরিচিত পত্রিকা আনন্দলোক ও দৈনিক সংবাদ প্রতিদিনের রবিবারের সাপ্তাহিক ক্রোড়পত্র রোববার সম্পাদনা করেছেন ঋতুপর্ণ ঘোষ। উপস্থাপনা করেছেন এবং ঋতুপর্ণঘোষ অ্যান্ড কোম্পানির মতো জনপ্রিয় আলাপচারিতার অনুষ্ঠান। নিজের ছবির জন্য বাংলা ও মৈথিলী ভাষায় রচনা করেছেন অনন্য সবগান। তিনটি চলচ্চিত্রে অভিনেতা হিসেবে রেখেছেন নৈপুণ্যের ছোঁয়া। শিল্প, সাহিত্য ও সংস্কৃতির নানা শাখায় স্বচ্ছন্দ বিচরণ করেছিলেন তিনি।

ঋতুপর্ণ ঘোষ ও তাঁর সৃষ্টি জগতকে গভীরভাবে বোঝার অন্তরঙ্গ প্রয়াস এই বই। ঋতুপর্ণ ঘোষের জীবনের রূপরেখা দেখানোর পাশাপাশি তাঁর বহুমুখী প্রতিভার নানাদিক উন্মোচনের প্রয়াস রয়েছে এখানে। নির্বাচিত কয়েকটি চলচ্চিত্রের বিশ্লেষণ ছাড়াও এই বইয়ে রয়েছে তাঁর অভিনয়, উপস্থাপনা ও পত্রিকা সম্পাদনা নিয়ে আলোচনা, ৫টি গুরুত্বপূর্ণ সাক্ষাৎকার ও তাঁর লেখা সবগান। বইটির প্রচ্ছদ করেছেন শিল্পী সব্যসাচী হাজরা। মুদ্রিত মূল্য ৬০০ টাকা।