কবির জীবনের মূর্ত বাসনা

অ+ অ-

 

আদর্শ প্রকাশন থেকে প্রকাশিত হয়েছে মোস্তফা হামেদীর ষষ্ঠ কবিতার বই ভুঁইচাঁপার ঘ্রাণ। প্রায় দেড় দশকে হামেদী সুরে ও স্বরে স্মিত এক কাব্যজগত তৈরি করেছেন। স্থানিক উপাদান, বিষয়-আশয়ে গড়া সে জগত আধুনিক কাব্যকলায় পরিস্রুত। প্রচলিত কাব্যভাষার দ্বিধা-দোলাচল-বিমূর্ততার বাইরে দেশজ উপাদান ও প্রকৃতির রূপরস স্বচ্ছ-সহজ ভাষায় ধরতে চেয়েছেন কবিতায়। ফলে তার কবিতা ইন্দ্রিয়ঘন ও আনন্দদায়ী হয়ে উঠেছে। ভরে উঠেছে দেশজ সুষমায় ও সুরে।

লক্ষ্যনীয়, ভুঁইচাঁপার ঘ্রাণ হামেদীর পূর্ববর্তী কাব্য থেকে ভাবে ও বৈভবে স্বতন্ত্র। আগের বইয়ের দীর্ঘকাব্যের ভ্রমণ শেষে এখানে এসে যেন জিরাতে চেয়েছেন কবি। শান্ত ভাবে ভরা এই নান্দনিক জগৎ বেশ মায়ায় গড়া। জগৎ ও জীবনের সাথে নানা ভাবে ও কৌতূহলে সম্পৃক্ত কাব্যভাষা। অলঙ্কারবহুল নয়। কিন্তু বোধে উচ্চধর্মা। হাহাকার নেই, আছে যাপনকে ঘিরে সহজ ও নির্মল পরিবেশনা।

বাহ্যিক অনুষঙ্গের দৃশ্যায়ন, মুগ্ধতা, ইমেজের ঘন অভিসার ছেড়ে হামেদী এইখানে যেন ঢুকে পড়েছেন অন্তর্লোকে। অবগাহন করতে চেয়েছেন অন্তঃপুরের মায়াসরোবরে। তাতে ডুব দিয়ে তুলে আনতে চাইছেন জাগতিকতার গভীরের কলতানকে। ভিতরের সত্যকে বাইরের বর্ণচ্ছটায় উজ্জ্বল করতে চেয়েছেন। সেখানে যে সুর আছে, তা যেন অরণ্যের গহিনে পাথরের ফোকরে বয়ে চলা ছিপছিপে জলধারার মতো মৃদুমন্দ।

নিজের যাপনকে পরিস্রুত করে দার্শনিক বোধে উপনীত হওয়ায় আকাঙ্ক্ষাও প্রবল ভুঁইচাঁপার ঘ্রাণ-এ। যেন তারুণ্যের উচ্ছলতা পার হয়ে কবি নতুন এক অভিজ্ঞতার দুনিয়ায় হাজির। পরিবার, সমাজ, সংসার, সংরাগ, বয়স সমস্ত কিছুর মিথস্ক্রিয়ায় নতুন কোনো আমির দুয়ারে উপনীত। সেই আমি সামান্য। ভাষার ঘোরপ্যাঁচ নাই। রসের দিক থেকে কবিতাগুলি শান্ত ভাবের। এক অর্থে কবির জীবন বাসনা মূর্ত হয়ে উঠেছে নাতিদীর্ঘ কবিতাগুলোতে। বইটির প্রচ্ছদ করেছেন রাজীব দত্ত। গায়ের দাম-২০০ টাকা।