আবুল হাসান ও ঝিনুকের সন্ধানে

অ+ অ-

 

অক্ষরবৃত্ত প্রকাশ করেছে কবি ও কথাসাহিত্যিক মোশতাক আহমদের নতুন নন-ফিকশন আবুল হাসান ও ঝিনুকের সন্ধান। বইটিতে আছে চারটি পর্বঅঙ্কুর, কিশলয়, পল্লব, শতদল। বিভিন্ন পর্বে সন্নিবেশিত হয়েছে ঝিনুক নীরবে সহোর পূর্বাপর, লিখন কৌশল, আবুল হাসানকে নিয়ে নতুন পাঁচটি গল্প, অগ্রন্থিত কবিতা, চিঠিপত্র ও ছবি। কৌতূহলী পাঠক খুঁজে পাবেন সুরাইয়া খানমকে নিয়ে একটি উপাখ্যানের বীজ। এতে লেখকের কর্কট রোগের সাথে যুযুধান অবস্থায় বইটির চূড়ান্ত রূপ দেয়ার শিল্পমণ্ডিত গল্পটি যেমন আছে, আছে আবুল হাসানের জার্মান অধ্যায়ের গল্পগুলো পাবার নেপথ্য কাহিনিও। 

লেখক মোশতাক আহমদ কবি আবুল হাসানের জীবনভিত্তিক ডকুফিকশন ঝিনুক নীরবে সহো প্রকাশের পর তুমুল প্রশংসা কুড়িয়েছেন। ঠিক তেমনি সে সময় আবুল হাসানকে নিয়ে নানা আলোচনা, নানা কৌতুহল ও নানা প্রশ্নের উদয় হয়েছিল। নানা কারণেই স্বল্পায়ু আবুল হাসান বাংলা কবিতার মিথ। তাকে নিয়ে নানা গল্প, নানা কাহিনী, নানা মিথ পাঠক সমাজে চালু আছে। লেখক নতুন বই আবুল হাসান ও ঝিনুকের সন্ধানে সেসব মিথ, কৌতুহল, আলোচনার, জিজ্ঞাসার সন্ধান করেছেন। দায়বোধ থেকে নানা তথ্য-উপাত্ত হাজির করেছেন।     

আবুল হাসান শুধু একা নন, সে সময়ে সাহিত্যাঙ্গন ও ব্যক্তিগত পরিসরে যেসব চরিত্র হাসানের সঙ্গে সম্পৃক্ত ছিলেন, সেসব চরিত্র নিয়ে লেখক মোশতাক আহমদ নতুন করে দেখার প্রয়াস নিয়েছেন। তাই বইটি শুধু মূল চরিত্র আবুল হাসানের আলোচনা নয়। আবুল হাসান ও ঝিনুকের সন্ধানে বইটিতে তিনি কোনোকোনো ক্ষেত্রে শূন্যস্থান পূরণ; কোথাও কোথাও নতুন করে কাহিনির ডালপালার বিস্তার; নতুন তথ্য, নতুন ব্যাখ্যা ও বিশ্লেষণ হাজির করেছেন। অনেকক্ষেত্রে আবুল হাসানকে নিয়ে জানা-অজানা অনাকাঙ্ক্ষিত ভ্রান্তি দূরীকরণের মতো দরকারি দায়িত্ব পালনের কাজ করেছেন তিনি। বইটির প্রচ্ছদ করেছেন শিল্পী রাজীব দত্ত। বইটির মুদ্রিত মূল্য ৪০০ টাকা।