বাংলা হরফ বিচার ও সংস্কার নিয়ে বই

অ+ অ-

 

সম্প্রতি প্রকাশিত হয়েছে ছাপাখানার হরফ বিন্যাস নিয়ে গবেষণাগ্রন্থ হরফ বিচার: বাঙ্গালা টাইপ ও কেস। কলকাতার বোধশব্দ কর্তৃক প্রকাশিত বইটি সম্পাদনা করেছেন লেখক আবু জার মোঃ আককাস। বইটির কেন্দ্রে রয়েছে প্রকাশক ও লেখক শ্রীঅজরচন্দ্র সরকার রচিত বাঙ্গালা টাইপ ও কেস শিরোনামের তিনপর্বের রচনা। অজরচন্দ্রের লেখাগুলো ধারাবাহিক প্রকাশিত হয়েছিল প্রবাসী পত্রিকায়। সে সময় ভাষা চর্চাকারিদের মধ্যে ব্যাপক আলোচনার সৃষ্টি করে তার উদ্ভাবনী ও চিন্তামূলক এসব লেখা। বিশেষত বাংলা ছাপাখানায় পুস্তক প্রকাশের ক্ষেত্রে যথেষ্ট প্রভাব বিস্তার করেছিল। তবে বর্তমান বইটির সম্পাদক অনেকটা প্রাচীন সিন্দুক খোলার মতো শ্রমসাধ্য কাজ করেছেন। একই সঙ্গে ভূমিকায় তিনি বাংলা বর্ণমালার প্রায়োগিক সমস্যা, ভ্রম সংশোধনের সমস্যা ও ধ্বনিগত উচ্চারণবিধি নিয়ে আলোচনা করেছেন।

নাথানিয়েল ব্রাসি হ্যালেদের যুগ থেকে শ্রীঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নাগাদ প্রায় ১২০ বছরে বাংলা হরফের সংস্কার হয়েছিল তিনবার। কিন্তু সেসব সংস্কারের পর অভিযোগ উঠেছিল, কোনো কোনো ক্ষেত্রে হরফ বিচার ও সংস্কার ঠিক বৈজ্ঞানিক পদ্ধতিতে হয়নি। খোদ হরফজ্ঞ শ্রীঅজরচন্দ্রও এমন অভিযোগ তোলেন। একথা ঠিকহরফ বিচার ও বানান বিচার কোনো কোনো ক্ষেত্রে শুধু বিতর্কেই থেকে গেছে। প্রাচীন হরফে, বিশেষত লাইনো টাইপে বাংলা হরফে ছাপাখানার বই ও প্রেসে ভুল সংশোধনের ক্ষেত্রে সমস্যা বিদ্যমান ছিল। বর্তমানে তার সঙ্গে যুক্ত হয়েছে ছাপার ক্ষেত্রে নতুন প্রযুক্তিগত উৎকর্ষতা। ছাপার ক্ষেত্রে বাংলা হরফের সহজবোধ্য প্রয়োগের বিষয়টির সংকট ও সম্ভাবনার নানাদিকের কথা সম্পাদক আবু জার তার ভূমিকায় উল্লেখ করেছেন।

হরফ বিচার: বাঙ্গালা টাইপ ও কেস বইয়ের বিশেষ গুরুত্বপূর্ণ দিক হলো, বাংলা লাইনো টাইপের উদ্ভাবন ও প্রয়োগের নানা বিষয়-আশয়ের তুলনামূলক আলোচনার সন্নিবেশ। এতে যোগেশচন্দ্র বিদ্যানিধির আলোচিত প্রবন্ধ বাঙ্গালা অক্ষর যেমন আছে, ঠিক তেমনি আছে শ্রীশুভেন্দুশেখর মুখোপাধ্যায়ের বাংলালিপি সংস্কার। পরিশিষ্টে আরো আছে শ্রীবীরেশ্বর সেন, শ্রীকালীদাস ভট্টাচার্য্য ও শ্রীসুধীর মিত্রের লেখা। পরিশেষে আছে শ্রীঅজরচন্দ্র সরকারের হস্তাক্ষর ও হরফের নকশা। বইয়ের বিশেষত্ব হচ্ছে, বাংলা কি-বোর্ড ও ইংরেজি কি-বোর্ডের তুলনামূলক আলোচনা। যা কম্পিউটার যুগে বাংলা হরফের প্রয়োগবিধি ও বানান ভুল সংশোধনের ক্ষেত্রে নতুন চিন্তার পরিসরকে প্রশস্ত করবে। বিশেষত, হরফ, বর্ণমালা, লিপিবিধি ও বানান প্রয়োগের সমস্যাগুলোকে চিহ্নিত করে সম্পাদক সমাধানের পথ খুঁজেছেন। যারা বাংলা ভাষা ও হরফ নিয়ে ভাবেন ও কাজ করেন, নিঃসন্দেহে বইটি তাদের সহায়ক হবে। বইটির মূল্য রাখা হয়েছে ৪৯০ ভারতীয় রুপি। প্রচ্ছদ সুস্নাত চৌধুরীর ।