গল্পের বই ‘দুপুরের পাড়ে পুকুরের আড়ে’

অ+ অ-

 

ঐতিহ্য প্রকাশনী প্রকাশ করেছে জিয়া হাশানের গল্পগ্রন্থ দুপুরের পাড়ে পুকুরের আড়ে। বইতে সংকলিত হয়েছে বৈচিত্র্যময় কাহিনির চারটি গল্প। প্রথম গল্প গাড়ি-গণকের গাঁথা-এর কাহিনি গড়ে উঠেছে ঢাকা-সাভার সড়কের এক মোড়ে ঘনঘন সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে। তাতে করে বিচলতি হয়ে পড়ে দেশের সড়কের যাবতীয় কর্মকাণ্ড পরিচালনাকারী সংস্থা মিরপুরের বিআরটিএ-এর সর্বোচ্চ এক কর্মকর্তা। তাই তিনি তা তদন্তে গেলে তাঁর সাথে দেখা হয় এক আজিব লোকের। তার হাতের ইশারায় সড়ক তার রূপ বদলায়, বাঁকা-তেরা হয়ে ওঠে। ফলে সড়ক দুর্ঘটনার এক যাদুবাস্তব বর্ণনা পাওয়া যায় এ গল্পে।

বইয়ের নাম গল্প দুপুরের পাড়ে পুকুরের আড়ে। এ গল্পে উঠে এসেছে এক ব্রিটিশ-বাংলাদেশী তরুনীর ঢাকা ও তার আশপাশের তিনটি গ্রাম ভ্রমণের কাহিনি। সে তার শিশুকালের গ্রাম ও তার এক পুকুরের খোঁজে এ ভ্রমণ শুরু করে। শেষে তার কথা-বলা পুকুরের সন্ধান পেলেও তরুণীর শেষ রক্ষা হয় না। তাতেই এক দুর্ঘটনায় সে প্রাণ হারায়। তৃতীয় গল্পের নাম মাইনাসে মাইনাসে প্লাস প্রোগ্রাম। এ গল্পে দেশের ক্ষমতা-কাঠামোর মুখোশ উম্মোচন করা হয়েছে। ক্ষমতাসীন দলের একজন ইউনিয়ন চেয়ারম্যান কিভাবে তার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য ধর্মকে ব্যবহার করে তার কাবিক্য বর্ণনা পাওয়া যায় এ গল্পে।

গ্রন্থের সর্বশেষ গল্প প্রাণ প্রোডাক্ট। এতে দেশের দক্ষিণ অঞ্চলের এক নদীর তীরে ইটের ভাটা গড়ে তোলার কাহিনি বলা হয়েছে। সে ভাটায় বাঁকা-তেরা, কুঁজো-পঙ্গু ইট তৈরি হওয়া শুরু হলে তা থেকে রক্ষা পাওয়ার নানা কৌশলে আমাদের যাবতীয় অন্ধ বিশ্বাসের প্রতিফলন দেখা গেছে। বইটির প্রচ্ছদ একেঁছেন শিল্পী ধ্রুব এষ। বইটির দাম রাখা হয়েছে ১৮০ টাকা।