দুর্লভ চিঠিপত্রের অনন্য এক সংগ্রহ
প্রথমা প্রকাশন থেকে লেখক ও সম্পাদক মতিউর রহমানের সম্পাদনায় প্রকাশিত হয়েছে প্রিয় আনিসুজ্জান: তাঁকে ও তাঁর লেখা চিঠিপত্র বইটি। মোট ২১১টি চিঠি নিয়ে এই বই। যেখানে আনিসুজ্জামানের লেখা ২২টি চিঠি ও তাঁকে লেখা বিভিন্ন ব্যক্তির ১৮৯টি চিঠি রয়েছে। চিঠিগুলোর ব্যপ্তি ১৯৫১ থেকে ২০১৭ সাল পর্যন্ত। এসব চিঠিতে এমন এক আনিসজ্জামানকে পাওয়া যাবে যা পাঠকদের অনেকটায় অজানা। চিঠিগুলোতে পাওয়া যাবে তাঁর সময়, সাংস্কৃতিক ও রাজনৈতিক পরিমণ্ডলের নানা তথ্য, চিন্তা ও ইতিহাসের নানা উপাদান।
সাত অধ্যায়ে বিভক্ত এই বইয়ের প্রথমেই রয়েছে মুক্তিযুদ্ধকালীন অর্থাৎ ১৯৭১ সালে লেখা ৩৫টি চিঠি। চিঠিগুলোর মূল বিষয়বস্তু মুক্তিযুদ্ধকালীন সংকট, মুক্তিযুদ্ধের পক্ষে সভা-সমাবেশ ও অর্থ সংগ্রহ, বৈদেশিক জনমত গঠন, দেশীয় ও বৈশ্বিক রাজনীতি, পাকিস্তানের নির্যাতন-নিপীড়ন, মুজিবনগর সরকারের অনুমতিপত্র, ব্যক্তিগত সমস্য-সংকট ইত্যাদি। এসময়ে এসেও মুক্তিযুদ্ধকালীন এতগুলো চিঠির সন্ধান পাওয়া সত্যিই আশ্চর্য্যের ব্যাপার যা সম্ভব হয়েছে আনিসুজ্জামানের কল্যাণে।
আনিসুজ্জামানের বিপুল-বিস্তৃত জীবনের একটা বড় অংশ জুড়ে ছিল বন্ধু-বান্ধব, কবি, সাহিত্যিক, গবেষক ও সমাজের বিশিষ্টজন। তাঁর মাঙ্গলিক-কল্যাণকামী চারিত্রিক বৈশিষ্ট্যের সংস্পর্শে সবাই খুব সহজে পেয়ে যেতেন একটা মুক্তাঙ্গনের সন্ধান। ‘সাহিত্যিক-গবেষক’ ও ‘বন্ধু-স্বজন’ অংশে রয়েছে এসব প্রেরকগণের চিঠি। চিঠিগুলোতে এসব ব্যক্তির জীবনের নানা আজানা অধ্যায় উঠে এসেছে। চিঠিগুলোতে ব্যক্তিগত প্রয়োজনীয় কথাবার্তা থাকলেও প্রায়শ সেগুলো দেশ, সাহিত্য, রাজনীতি, ইতিহাস তথা সমাজের বিস্তৃতক্ষেত্রে ছড়িয়ে পড়েছে।
‘পরিবার’ অধ্যায়ে রয়েছে আনিসুজ্জামানকে লেখা তাঁর পরিবারের সদস্যদের চিঠি। এখানে ভিন্ন একজন আনিসুজ্জামান আবিষ্কৃত হবেন পাঠকদের সামনে। বিষয়বস্তুর দিক মাথায় রেখে বইয়ে রয়েছে ‘বই নিয়ে’ ও ‘প্রতিষ্ঠান ও সংগঠন’ নামে আরো দুটি অধ্যায়। আর ‘চিঠি: আনিসুজ্জামানের লেখা’ অধ্যায়ে বইয়ে স্থান পেয়েছে বিভিন্নজনের কাছে লেখা আনিসুজ্জামানের চিঠি। বইটির প্রচ্ছদ করেছেন মাসুক হেলাল। দাম রাখা হয়েছে ৬৫০ টাকা।
আপনার মন্তব্য প্রদান করুন