মানুষ, সময় আর ইতিহাসের আখ্যান
প্রথমা প্রকাশন থেকে বের হয়েছে সরদার ফজলুল করিমের নতুন বই আমার প্রিয় মুখ। বইটি সম্পাদনা করেছেন লেখক ও সম্পাদক মতিউর রহমান। বহুমুখীন ঘটনাবহুল জীবন ছিল সরদার ফজলুল করিমের। এই ঘটনাবহুল বিস্তৃত জীবনে তিনি এই ভূ–খণ্ডের নানা রূপান্তর প্রত্যক্ষ করেছিলেন–বৃটিশ ভারত থেকে পাকিস্তান, পাকিস্তান থেকে দীর্ঘ আন্দোলন–সংগ্রামের মধ্য দিয়ে আজকের বাংলাদেশ। অল্প বয়সেই সরদার ফজলুল করিম যুক্ত হয়ে পড়েছিলেন বামপন্থী রাজনীতির সঙ্গে। যা সমাজ ও মানুষ সম্পর্কে তাঁর দৃষ্টিভঙ্গি বদলে দিতে শুরু করে।
সমাজের মানুষের সার্বিক কল্যাণে সরদার ফজলুল করিম নিজেকে নিয়োজিত রেখেছিলেন সারাজীবন। কারণ, ক্ষুদ্র ব্যক্তিসুখ অপেক্ষা সমাজের বৃহৎ মানুষের মঙ্গল ও মুক্তি তাঁর কাছে অধিকতর যুক্তিযুক্ত ও প্রয়োজনীয় মনে হয়েছিল। দীর্ঘ ঘটনাবহুল জীবনে সরদার ফজলুল করিম এমন কিছু মানুষের সংস্পর্শে এসেছিলেন যাঁরা বিশেষ করে তত্কালীন পূর্ব বাংলার সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে যেমন জড়িত ছিলেন তেমনি, এই ভূখণ্ডের মানুষের মুক্তির আন্দোলনে রেখেছিলেন বিশেষ অবদান এই বই মূলত তেমন কিছু ব্যক্তিদের ঘিরেই।
যাঁদেরকে তিনি দেখেছেন বা পেয়েছেন ঘনিষ্ঠ সান্নিধ্য সহযোদ্ধা হিসেবে—কারা প্রকোষ্ঠে, দেশের সংকটে, উত্তাল দিনগুলোতে কিংবা যাঁদের আদর্শকে তিনি ধারণ করেছেন নিজেকে সমৃদ্ধ করে তুলতে। জ্যাঁ জ্যাক রুশো, সত্যেন্দ্রনাথ বসু, ধীরেন্দ্রনাথ দত্ত, মনোরমা বসু, অজয় ভট্টাচার্য, রণেশ দাশগুপ্ত, শেখ মুজিবুর রহমান, তাজউদ্দিন আহমদ, অমল সেন, বরুণ রায়, রতন সেন, সৈয়দ আলতাফ হোসেন, অধ্যাপক আবদুর রাজ্জাক, সানাউল হক, মুনীর চৌধুরী, শামসুর রাহমান এবং এম আর আখতার মুকুলসহ মোট ১৭ জন ব্যক্তিকে ঘিরে এই বই। স্মৃতিশক্তি আর ব্যক্তি অভিজ্ঞতার মিশেলে এই বইয়ে সরদার ফজলুল করিম তাঁর লেখার মাধ্যমে তাই দক্ষ নাবিকের মতো টেনে নিয়ে যায় ইতিহাসের নানা বাঁক বদল আর ঘটনার গভীরে। বইটির প্রচ্ছদ করেছেন মাসুক হেলাল। দাম রাখা হয়েছে ২৯০ টাকা।
আপনার মন্তব্য প্রদান করুন