নূরুল কবীরের সাক্ষাৎকারগ্রন্থ ‘কথকতা’
কথা প্রকাশ থেকে প্রকাশিত হয়েছে প্রথিতযশা লেখক ও সাংবাদিক নূরুল কবীরের সাক্ষাৎকারগ্রন্থ কথকতা। ২০০৪ সাল থেকে ২০২২ সালের বিভিন্ন সংবাদপত্র, সাময়িকী ও জার্নালে প্রকাশিত বাছাইকৃত ২২টি সাক্ষাৎকারের সংকলন এটি। কথকতায় আছে দেশের ইতিহাস, সমকালীন রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি, শিক্ষা, সাংবাদিকতাসহ জনপরিসরের নানা বুদ্ধিবৃত্তিক বিষয়আশয়ের ব্যাখ্যা ও বিশ্লেষণ। সাক্ষাৎকারগুলোতে নানা প্রশ্নের জবাবে অতীতের অভিজ্ঞতার বিশ্লেষণ, বর্তমান সংকট কেন আর ভবিষ্যতের সম্ভাবনা কোথায়—নানাদিক থেকে তার কার্যকারণগুলো চিহ্নিত করেছেন তিনি।
বুদ্ধিবৃদ্ধিক জনপরিসরে নূরুল কবীর একজন স্পষ্টভাষী বক্তা ও বিশ্লেষক। বিশেষত অসাম্য, অন্যায্য, অবিচার ও অন্যায়ের বিরুদ্ধে দেশের সংকটময় সময়ে তিনি গণতান্ত্রিক আর জনদায়বন্ধতার জায়গা থেকে প্রশ্ন উত্থাপন ও বিশ্লেষণ হাজির করেন। বইয়ে সংকলিত সাক্ষাৎকারের ক্ষেত্রেও তার ব্যত্যয় ঘটেনি। কবীরের ব্যাখ্যার লক্ষ্যই থাকে ‘সামাজিক মনন’ সৃষ্টি। কাজটা বুদ্ধিবৃত্তিক, কিন্তু ঝুঁকিপূর্ণ। তিনি সেই ঝুঁকিই নিয়ে থাকেন। কথকতা বইতে সেই সব ঝুঁকিপূর্ণ বিস্তর বিষয় নিয়ে তিনি খোলামেলা কথা বলেছেন। তার বিশ্লেষণে আছে মুক্তিযুদ্ধের ইতিহাসের তথ্যানুগ মূল্যায়ন, গণতন্ত্রের সংকট ও উত্তরণ, স্বাধীন সাংবাদিকতার সংকট ও দায়বদ্ধতা, মত প্রকাশের স্বাধীনতার পক্ষে যুক্তিযুক্ত পথ নির্মাণ, আইনের শাসনের ন্যায্যতা, সমকালীন রাজনৈতিক জনগুরুত্বপূর্ণ ইস্যুতে জনগণের মুক্তির দিশা।
সত্যের প্রশ্নে কবীর বলেন, ‘অপরাধী বুদ্ধিজীবিতাকে ইতিহাস ক্ষমা করবে না।’ শাসক শ্রেণীর কাছে নতজানু বুদ্ধিজীবিতার বিপরীতে তার অবস্থান। আজ যে ‘বুদ্ধিজীবিতা’ ‘ব্যবহারজীবিতা’য় পর্যবসিত হয়েছে, তিনি সেখানে সজাগ। প্রশ্নবিদ্ধ লেজুড়বৃত্তি বুদ্ধিজীবিতার বিপরীতে তিনি জনমুখীন বুদ্ধিজীবিতাকে আমলে নিয়েছেন। জাতীয় সংকট ও জনমুক্তির জায়গা থেকে বুদ্ধিজীবীর দায় কি—সাক্ষাৎকারে তিনি সে সবের ব্যাখ্যা-বিশ্লেষণ করেছেন। সাংবাদিকতাকেও তিনি ‘এক ধরনের বুদ্ধিবৃত্তিক রাজনৈতিক তৎপরতা’ বলে আখ্যা দিয়েছেন।
সমকালীন রাজনৈতিক ও সাংস্কৃতিক সংকটে সাংবাদিকতার ভূমিকা কেমন হওয়া দরকার কিংবা কিভাবে শাসকশ্রেণীর ভয়ভীতির পরিবেশে সঠিক তথ্য ও তত্ত্বে কেমন পন্থা অবলম্বন করেছিলেন, সে সবের অভিজ্ঞতা, বক্তব্য-বিশ্লেষণ হাজির করেছেন তিনি। কথকতায় যেমন আছে বস্তুনিষ্ঠ সাংবাদিতার ইতিহাসের সূত্রানুসন্ধান, ঠিক তেমনি আছে নিজের অভিজ্ঞতার আলোকে মুক্ত সাংবাদিকতার সঙ্গে নৈতিকতা ও মত প্রকাশের স্বাধীনতার অধিকারের জরুরি বিশ্লেষণ। বইটির প্রচ্ছদ করেছেন শিল্পী সব্যসাচী হাজরা। দাম রাখা হয়েছে ৫০০ টাকা।
আপনার মন্তব্য প্রদান করুন