চিরদুপুর ও অন্যান্য কবিতা

অ+ অ-

 

|| চিরদুপুর ||

পৃথিবীতে এত ঘটনাপ্রবাহের বাইরে
একটু দুপুর বয়ে যাচ্ছে 
কোথাও তুমি আছ সে দুপুরের ভিতর
কোথাও আমিও আছি সে দুপুরের শূন্যতায় ভরপুর
আমাদের দু'জনের এই থাকাটা নিতে পারছে না
নিঃসঙ্গ-হিংসুটে দুপুর
সে তাই চলে যাচ্ছে কোথাও
হয়তো সেখানেও খুঁজে বের করতে ব্যর্থ হবে
আমাদের ভারমুক্ত হালকা একটা বিকাল

 

|| সরলরেখা ||

মুছে যায় সব 
কিছু দাগ চাইলেও
রাখা যায় না
গা থেকে ঝরে পড়ে
নিঃসঙ্গ নভেম্বর
কয়টা কাক উড়তে উড়তে
আকাশের নীলপথে
ফেলে রাখে কৃষ্ণভার
কত কত নদী
যে যার বিভঙ্গে 
বয়ে যেতে যেতে
ফের ফিরে আসে
নিজের কাছে নিজে
চুপটি করে বসে
একটা অতিসাধারণ জীবন
পৃথিবীতে এসে
তীব্র এত প্রেম পেয়ে
এভাবে নষ্ট হয়ে গেল


|| প্রান্তে ||

সন্ধ্যারে ছেড়ে এসেছি একটু আগে
সন্ধ্যা ঠিকঠাক থাকতে পারবে তো একলা?
গোধূলির গামলায় শাগাল রেখেছি
কাঁদিনিস্কি এবং একটুখানি পল ক্লি
রংয়ের হাম্মামে হাবুডুবু খেতে খেতে
সন্ধ্যা আমাকে ভুলে যেতে পারলে ভালো
আমি মিসফিট মেঘে ও মরুতে
উড়ে উড়ে মিশে থাকি রাতের রোদনে
ধ্বংস করি পূর্বাপর, ভবিতব্য 
আত্মায় কথা বলে যে আয়াতুল্লাহ,
তাকে বলতে দিতে চাই,
আত্মায় গাইতে চায় যে কবুতর,
তাকে গান দিতে চাই,
প্রেমজ্যোতি পেরিয়ে শেষতক
আমি এমন এক নির্জন কয়লা, 
যাকে দেখে সন্ধ্যা বিভ্রমে ভাবে
আমাকে বাদ দিলে সে কতটা সন্ধ্যা থাকে!

 

|| এন্ড অব দ্য নভেম্বর ||

অসুখে চালান হয়ে অঘোর রাতের সঙ্গে কোন মুসাবিদা সেরে মুখ ০১টা এখনও আছে বটে মুখের স্বাদ ছেড়ে গেছে তোমাকে আমার সময় ইল্যুশন-রিয়ালিটি আর পোয়েট্রি কবিরা পালে পালে জন্ম নিচ্ছে তবে এক বিন্দুও মরতে জানছে না প্রতি ভোরে মানুষ ভাবে জীবনটা নতুন করে শুরু করবে আজ থেকে প্রতি রাতে আগের দিনের মতো আর একটা দিনই শেষ হয় জীবনে তোমার অসমাপ্ত চুম্বন মশা এসে পূর্ণ করল কোর্স কেউ না কেউ করে মিস জগতে আছে যত কিস এন্ড ফিশ গজলে কাঁপা কাঁপা স্থির দিগন্তে অচিন নক্ষত্রদলের সঙ্গে চিনপরিচয় সম্পন্ন হলে হেমন্ত না ফুরাতে অসুখ ঘিরে ধরে আমাকে যেন শীত না আসতে আমি শীতঘুমের পাঁয়তারাসহ ঝরে যাচ্ছি তোমার দুচোখে