গাছের মন নিয়ে ছোটদের কল্পকাহিনি
ভারতীয় উপমহাদেশের বিজ্ঞান চর্চার জনক বলা হয় স্যার জগদীশ চন্দ্র বসুকে। উদ্ভিদ চলাফেরা করতে পারে না, তবে তাদেরও যে জীবন আছে সে কথা আমরা জেনেছি তাঁর কল্যাণে। কিন্তু গাছেরও যে মন আছে সে কথা আমরা কজনে জানি! তেমনই এক আগ্রহ জাগানিয়া বিষয় সামনে এনেছে সালাহ উদ্দিন শুভ্রের ছোটদের সায়েন্স ফিকশন গাছেরও মন আছে।
নতুন এক অভিযানে স্কুল ছাত্র আবু জানতে পারে অন্যান্য প্রাণীর মতো গাছেরও মন আছে। গাছ মানুষের মতো সামাজিক প্রাণী। অনেক গাছ একসঙ্গে মিলে গড়ে তোলে সবুজ জঙ্গল। সাহায্য করে এক অন্যকে। আর বৃক্ষ-লতায় ঘেরা জঙ্গল বা বন মানে অসংখ্য প্রাণী ও পাখির আশ্রয়স্থল। মানুষ সেখানে যায় ঘুরতে বা গবেষণা করতে।
আবুও গিয়েছিল বাংলাদেশের তেমন এক জঙ্গলে। সঙ্গে ছিল তার মামি বিথী। আরও ছিলেন সুপা আপা ও অজিত দা। তারা কেউ জানতো না, খ্যাপাটে এক বিজ্ঞানী সেই বনে আসন গেড়ে আছেন আগে থেকে। এরপরই শুরু হয় আবুর গাছের মন আবিষ্কার। সে-ও বুঝতে পারে শুধু মানুষ নয়, গাছের প্রাণের সঙ্গে মনও আছে। তারাও চিন্তা-ভাবনা করতে জানে। আবুর এমনই এক রোমাঞ্চকর অভিযানের গল্প নিয়ে কথাসাহিত্যিক সালাহ উদ্দিন শুভ্র নিয়ে এলেন তাঁর নতুন সায়েন্স ফিকশন গাছেরও মন আছে।
একেবারে বাংলাদেশের প্রেক্ষাপটে এখনকার কিশোরদের গড়ে ওঠা মানসিকতা বিচার করে সালাহ উদ্দিন শুভ্র আগে লিখেছিলেন গাছেরও মন আছে। কাহিনি, চরিত্র আর সাহিত্যের সব গুণই আছে তাঁর প্রথম সায়েন্স ফিকশনটিতে। ছোটদের জন্য লেখা দ্বিতীয় সায়েন্স ফিকশন গাছেরও মন আছে তারই ধারাবাহিকতা। বাংলাদেশি সায়েন্স ফিকশন নিয়ে তাঁর এ প্রয়াস নিঃসন্দেহে পাঠকদের জন্য নতুন অভিজ্ঞতা হয়ে দেখা দেবে। আবুর মতো নতুন প্রজন্মের মনেও তৈরি হবে গাছের ও জঙ্গলের প্রতি ভালোবাসা। ২০২৩ বইমেলায় গাছেরও মন আছে প্রকাশ করেছে প্রকাশনী সংস্থা বৈভব। বইটির প্রচ্ছদ ও অলঙ্করণ করেছেন শিল্পী ধ্রুব এষ। বইটির মূল্য ৩৫০ টাকা।
আপনার মন্তব্য প্রদান করুন