নতুন গল্পমালা ‘ভোর ও বারুদের গল্প’

লেখক আশানুর রহমানের নতুন গল্পের বই ‘ভোর ও বারুদের গল্প’। সম্প্রতি বইটি প্রকাশ করেছে কথাপ্রকাশ প্রকাশনী। জীবনের নানা ঘটনার পটে আঁকা নয়টি গল্প নিয়েই এই গ্রন্থ। বইয়ের গল্পগুলো যেন এক একটি জীবন, যেখানে আশা আর হতাশার, যুদ্ধ আর স্বপ্নের, বেদনা আর ভালোবাসার স্পন্দন মিশে রয়েছে। তাই ভোর ও বারুদের গল্প শুধুই যেন গল্প নয়, আমাদের সমাজ, জীবন আর মননের এক জীবন্ত প্রতিচ্ছবি। প্রেম-ঘৃণা, আশা-নিরাশা, বিপ্লব-পরাজয়ের জটিল আবেশে, কখনও প্রতিরোধের আগুনে, আবার কখনও নিঃশব্দ বিষাদের সুরে গল্পগুলো পাঠককে ভাবাবে, প্রশ্ন করবে, গভীরভাবে নাড়া দেবে।
সমকালীন রাজনীতি, মানবিক মূল্যবোধ ও মানবিক সম্পর্ক বিচার তার গল্পের প্রধান প্রবণতা। বইয়ের প্রথম গল্প ‘অন্য এক ভোর’। গল্পে আছে স্বাপ্নিক মানুষের জীবনযুদ্ধের গল্প, যেখানে সময়ের সাথে বদলে যায় পরিচয়, কিন্তু থামে না পথচলা। দ্বিতীয় গল্প ‘ভেজা জোসনা’ এক মায়ের মৃত্যু আর এক কিশোরের নিঃশব্দ কান্নার মনস্তাত্ত্বিক যাত্রার বয়ান। তৃতীয় গল্প ‘পণ্যজীবী’। এতে ফুটে উঠেছে আধুনিক জীবনের চ্যালেঞ্জ আর সম্পর্কের জটিলতায় পথ খুঁজে ফেরার গল্প। প্রথাগত মূল্যবোধ আর আধুনিক প্রযুক্তির সংঘর্ষের বাস্তবচিত্র নিয়েই চতুর্থ গল্প ‘সাপ’।
বইয়ের পঞ্চম গল্প ‘শিকার’-এ রয়েছে গ্রামীণ জীবনের বৃষ্টিসিক্ত কাহিনিতে শ্রেণীসংগ্রাম, ভালোবাসা আর বাস্তবতার তীব্র আলেখ্য। ‘মকছেদ আলীর লাল ঘোড়া’ গল্পে উগ্র ও সংকীর্ণ ধর্মের খড়গের বলি বহুত্ববাদী মানুষ ও তাদের চিন্তা, আর সেই সব জীবনের ছায়ায় মিশে থাকা মানুষ নিয়ে এক অনন্য স্মৃতিচারণ। বইয়ের ‘এ লিফ অন দ্য উইন্ড’ গল্পে মিলবে যুদ্ধ, বিশ্বাসঘাতকতা, আর মানবিকতার বুকে লেখা এক ইতিহাস। এ গ্রন্থের শেষ গল্প ‘উনিশে জুলাই’। এটি শহীদদের স্মৃতি, বিপ্লবের স্বপ্ন আর স্বজন হারানোর ব্যথার হৃদয়বিদারক দলিল।
জীবনের অনিবার্য দ্বন্দ্ব, আত্মসংকট, আর বাস্তবতার দগ্ধ চিত্র আঁকা হয়েছে আশানুর রহমানের ‘ভোর ও বারুদের গল্প’ গ্রন্থে। এ বইয়ের প্রতিটি গল্পই যেন সময়ের অবিমিশ্র প্রতিচ্ছবি—ভোরের কোমল আলো আর দ্রোহ-অগ্নির জ্বলন্ত তেজ—এ দুইয়ের যুগপৎ ব্যঞ্জনায় এখানে রচিত হয়েছে যাপনের এক ভিন্নতর অভিজ্ঞান। আস্থা ও আস্থাহীনতা, প্রেম ও লাম্পট্য, সুশীলতার আড়ালে মানবজীবনের অশীল প্রণোদনাগুলোর দ্বন্দ্বমুখর সহাবস্থানকে লেখক তুলে এনেছেন সাবলীল ভাষায়। জীবনের সরল ও জটিল মুহূর্তের গহনে লুকিয়ে থাকা সত্যকে উন্মোচন করতে গিয়ে প্রতিটি চরিত্রের মনোজগতের দ্বিধা, সংঘাত আর আশার বুননে মানবীয় চৈতন্যের ফুল ফুটিয়েছেন তিনি। বইটির প্রচ্ছদ করেছেন শিল্পী মোস্তাফিজ কারিগর। মূল্য রাখা হয়েছে ৩০০ টাকা।
আপনার মন্তব্য প্রদান করুন