গ্রন্থে সমকালে নারীর অবস্থান

অ+ অ-

নারী, তুমি কে!’—গ্রন্থে সমকালে নারীর অবস্থান, অনুসরণীয় তিন মহীয়সীর উপর শ্রদ্ধাজ্ঞাপনসহ নারীবাদের বিভিন্ন দিকের অবতারণা করেছেন গ্রন্থকার। বিষয়বস্তু লক্ষ্য করলে দেখা যায়, নারীর ঘুমন্ত চেতনাকে জাগ্রত করাই গ্রন্থটির মূল লক্ষ্য। গ্রন্থটি রচনা করেছেন লেখক ও কথাসাহিত্যিক আঞ্জুমান রোজী। এটি প্রকাশ করেছে ইত্যাদি গ্রন্থ প্রকাশ। শিল্পী ধ্রুব এষের আঁকা প্রচ্ছদের বইটির মূল্য রাখা হয়েছে ৪৫০ টাকা।

বইটিতে আছে নারীর নিজেকে চিহ্নায়ন সংকট। আছে আত্মপরিচয়ের বিকাশ ও সম্ভাবনার কথা। নারী যে একক সত্তা সেটি অনুধাবন ও প্রতিষ্ঠার মধ্য দিয়েই নারী তার নিজস্বতা ও স্বকীয়তা নিয়ে এগিয়ে যাবে। নিজেকে পূর্ণ স্বাধীন মানুষ হিসেবে গড়ে তুলতে হবে জন্ম থেকেই আত্মপ্রত্যয়ে বলিয়ান হয়ে। পরিবার থেকেই নারীকে তার ইচ্ছার মূল্য সম্বন্ধে সজাগ হওয়ার শিক্ষা দিতে হবে। শিক্ষিত, মেধাবী ও বিবেকবুদ্ধি সম্পন্ন সচেতন একজন মানুষ হিসেবে নারীকে গড়ে তোলার প্রয়াস চালাতে হবে। নারী দুর্বল নয়। নারীও পারে তার আত্মসম্মান নিয়ে মাথা উঁচু করে চলতে। তবেই নারী নিজেকে নিজে বোঝার মধ্য দিয়ে বেরিয়ে আসবে পুরুষতান্ত্রিকতার ঘেরাটোপ থেকে। 

নারী যদি নিজেকে মানুষ হিসেবে আবিস্কার না করতে পারে, তাহলে পুরুষতান্ত্রিক সমাজের অবসান কখনই হবে না। এই বিষয়ে নারীর নিজের উপরে তার দায়িত্বের ভার অনেক বেশি। পুরুষতান্ত্রিকতায় কুঠারাঘাত করতে হলে নারীকেই সবচেয়ে বেশি অগ্রণী ভূমিকা রাখতে হবে। যদি নারীর প্রখর সম্মানবোধ থাকে, তখন পুরুষও শালীনতার মধ্যে থেকে সম্মান প্রদর্শন করে নারীকে মূল্যায়ন করতে বাধ্য হবে। অতএব, নারীকে বুঝিয়ে দিতে হবে নারী আসলে কী এবং কেমন! বইতে নারী নিয়ে ঘরকন্না থেকে রাজপথ, নানা বিষয়-আশয় নিয়ে ভাববার অবকাশ আছে।