জান্নাতুন নূরের প্রথম একক শিল্পকর্ম প্রদর্শনী ‘বোধ’

অ+ অ-

 

শিল্পীকথা || জান্নাতুন নূর

জান্নাতুন নূর একজন চিত্রশিল্পী, যিনি তার কাজের মাধ্যমে ব্যক্তিগত অভিজ্ঞতা এবং অনুভূতিগুলিকে প্রকাশ করেন। তার চিত্রকর্মে বাস্তব অনুভূতি এবং বিমূর্ততার মেলবন্ধন ঘটানোর চেষ্টা থাকে। তিনি মূলত ড্রইং এবং পেইন্টিং মাধ্যমে কাজ করেন। তার কাজে তেলরঙ, জলরঙ ও কালি-কলমের ব্যবহার দেখা যায়। বর্তমানে তিনি কাপড়ে লাইন ড্রইং, এপ্লিক এবং হাতের কাজের মাধ্যমে নতুন দৃষ্টিভঙ্গিতে কাজ করছেন। নূর ২০০০ সালে চট্টগ্রামে জন্মগ্রহণ করেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইন্সটিটিউটের চিত্রকলা বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করেছেন। বর্তমানে সেখানে মাস্টার্সে অধ্যয়নরত আছেন। স্নাতক এবং স্নাতকোত্তর দুটি শিক্ষাবর্ষে শিল্পী মুর্তজা বশীর স্মৃতিবৃত্তি ২০২৩ ও ২০২৪ পুরস্কার পেয়েছেন তিনি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একাধিক বার্ষিক প্রদর্শনীতে এবং ২০২৩ সালে শিল্পী মুর্তজা বশীর স্মৃতিবৃত্তি ডানা শিরোনামের প্রদর্শনীতে অংশগ্রহণ করেছেন নূর। প্রতিধ্বনিতে আয়োজিত শিল্পী নূরের এটি প্রথম এবং একক অনলাইন প্রদর্শনী।

 

শিল্পকথা || বোধ

বোধ সিরিজে আমি জীবনানন্দ দাশের কবিতা বোধ-এর সাথে নিজেকে সমন্বিত করার চেষ্টা  করেছি। জীবনের কিছু মুহূর্তে, যখন বাইরের পৃথিবী স্বাভাবিকভাবে চলতে থাকে, তখন আমাদের ভেতরে এক শূন্যতা এবং অস্থিরতা গ্রাস করে। ঠিক যেমন কবিতায় সব কাজ তুচ্ছ হয়পণ্ড মনে হয়, সব চিন্তাপ্রার্থনার সকল সময় শূন্য মনে হয়, আমাদের অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও অনুভূতিহীনতা এক শূন্যতায় পরিণত হয়, যা বাইরের পৃথিবীকে প্রভাবিত করতে পারে না। জীবন কোন এক স্থিতিতে থেমে থাকে না, বরং তা চলমান এবং পরিবর্তনশীল ঠিক তেমনি এই সকল শূন্যতা অন্তর্নিহিত ক্ষতের মতো আমাদের ভেতরেই জেঁকে বসে যা প্রতিক্ষণে নিজেকে বয়ে নিতে হয়। এসকল সময়ে কখনো নিজের মুখোমুখি করে, নিজেকে নিজেই প্রশ্ন ছুঁড়ে কখনো বা নিজেকে নিজের কাছে টেনে নিয়ে মোকাবেলা করে যেতে হয়। আমার কাছে মনে হয় এটি কেবলমাত্র শূন্যতার অনুভূতি নয়, বরং আত্মবীক্ষণের পথও বটে।

প্রতিধ্বনি আয়োজিত জান্নাতুন নূরের বোধ শিরোনামের অনলাইন চিত্র প্রদর্শনীটি চলবে ৫ মার্চ থেকে ৩১ মার্চ ২০২৫ নাগাদ।

 

ই-প্রদর্শনী || বোধ || জান্নাতুন নূর

 

বোধ || ১ 

 

বোধ ||

 

বোধ ||

 

বোধ || 

 

বোধ ||

 

বোধ ||

 

বোধ ||

 

বোধ ||

 

বোধ ||

 

বোধ || ১০

 

বোধ || ১১

 

বোধ || ১২

 

বোধ || ১৩

 

বোধ || ১৪

 

বোধ || ১৫

 

বোধ || ১৬

 

বোধ || ১৭

 

বোধ || ১৮

নোট: বোধ শিরোনামের শিল্পকর্মের মাধ্যম কাপড়ে লাইন ড্রইং ও সেলাই || কপিরাইট © জান্নাতুন নূর