নির্বাচিত কার্টুনিস্টদের চিত্র প্রদর্শনী ‘গণ-অভ্যুত্থানের ভাষা’

অ+ অ-

 

নির্বাচিত কার্টুনিস্টদের চিত্র প্রদর্শনী গণ-অভ্যুত্থানের ভাষা

অভূতপূর্ব এক গণ-অভ্যুত্থানের ভেতর দিয়ে বাংলাদেশের কর্তৃত্ববাদী সরকারের পতন হয়েছে ৫ আগস্ট ২০২৪। আন্দোলনের সূত্রপাত সরকারি চাকরির কোটাভিত্তিক নিয়োগ সংস্কারের দাবিতে। প্রথমে ছাত্রদের মধ্যে এই আন্দোলন সীমাবদ্ধ ছিল। ফ্যাসিস্ট সরকারের অবর্ণনীয় দমন-পীড়ন-গুম-হত্যাযজ্ঞসহ নানা ঘাত-প্রতিঘাতের ভেতর দিয়ে ছাত্র-জনতার গণআন্দোলনে পরিগণিত হয়। শেষ নাগাদ আন্দোলনটি স্বৈরাচারী সরকারের পদত্যাগের একদফায় রূপ নেয়। সরকারও পদত্যাগ করতে বাধ্য হয়। অভ্যুত্থানের গতি-প্রকৃতি হিসেবে নিলে শুধু বাংলাদেশ নয়, দুনিয়ার অপরাপর ছাত্র আন্দোললের বিবেচনায় জুলাই অভ্যুত্থানের পরিসর অনেক ব্যাপক। অভ্যুত্থানকে কেন্দ্র করে অসংখ্য কবিতা, গল্প, নাটক, গান ও প্রবন্ধ রচিত হয়েছে। ঠিক তেমনি আঁকা হয়েছে হাজার হাজার সৃষ্টিশীল শিল্পকর্ম। ছোট্ট পরিসরে বিশদ আলোচনার জায়গা এটি নয়। আমরা প্রতিধ্বনিতে শুধু আন্দোলনকালীন আঁকা নির্বাচিত কার্টুনিস্টদের কিছু চিত্রকর্ম হাজির করেছি। শিরোনাম দিয়েছি গণ-অভ্যুত্থানের ভাষা।  

প্রতিধ্বনিতে উপস্থাপিত শিল্পকর্ম পরখ করলে টের পাওয়া যায় কী বিপুল রক্তস্নাত ছিল জুলাইয়ের গণ-অভ্যুত্থান। স্বৈরাচারী সরকারের রাষ্ট্রীয় দমন-পীড়নের নৃশংসতার দৃশ্য। একই সঙ্গে শিল্পকর্মে মিলবে জাতি-সম্প্রদায়ের সম্প্রীতির আহ্বানের অনন্য নজির। কিভাবে অকুতোভয় ছাত্র-জনতা জীবন বাজি রেখে দাঁড়িয়েছিল ঘাতক আর বুলেটের সামনে। রুখে দিয়েছিল স্বৈরাচারের সব অভেদ্য চক্রব্যুহ। একথা সত্য, যে কোনো গণ-অভ্যুত্থানের ভাষা জনগণের স্বতঃস্ফূর্ত ইচ্ছার প্রতিফলন। শিল্পীর ক্যানভাসে সেটা শুধু দ্রোহের ভাষা নয়, উদ্বেলিত প্রাণের স্পন্দন ও মুক্তির আকাঙ্ক্ষাও প্রোথিত থাকে। গণতান্ত্রিক ন্যায্যতার প্রশ্নেশিল্পের ইতিহাসে সৃষ্টি করে নেয় সময়ের নতুন ভাষা। মানুষ যেমন ইতিহাস নির্মাণ করেন, তেমনি শিল্পীও তার সময়ের ভাষার স্রষ্টা। আর শিল্পীর তুলিতে ইতিহাসে সেটাই হয়ে ওঠে গণমানুষের‍ ভাষা।

প্রতিধ্বনি আয়োজিত নির্বাচিত কার্টুনিস্টদের গণ-অভ্যুত্থানের ভাষা শিরোনামের অনলাইন চিত্র প্রদর্শনীটি চলবে ১অক্টোবর থেকে ৩০অক্টোবর ২০২৪ নাগাদ। প্রতিধ্বনির চিত্র প্রদর্শনীটি গণ-অভ্যুত্থানে সারাদেশের শহীদদের স্মৃতির প্রতি উৎসর্গ করছি।  

 

নির্বাচিত কার্টুনিস্টদের চিত্র প্রদর্শনী || গণ-অভ্যুত্থানের ভাষা

 

গণ-অভ্যুত্থানের ভাষা ||  শিল্পকর্ম © আহসান হাবীব 

 

 

গণ-অভ্যুত্থানের ভাষা ||  শিল্পকর্ম © অয়ন

 

 

গণ-অভ্যুত্থানের ভাষা ||  শিল্পকর্ম © ফারজাদ দিহান

 

 

গণ-অভ্যুত্থানের ভাষা ||  শিল্পকর্ম © আজরিন ইসলাম

 

 

গণ-অভ্যুত্থানের ভাষা ||  শিল্পকর্ম © সারার রেজা

 

 

গণ-অভ্যুত্থানের ভাষা ||  শিল্পকর্ম © রায়িদ হোসেন

 

 

গণ-অভ্যুত্থানের ভাষা ||  শিল্পকর্ম © জাহিন আববার

 

 

গণ-অভ্যুত্থানের ভাষা ||  শিল্পকর্ম © অপু

 

 

গণ-অভ্যুত্থানের ভাষা ||  শিল্পকর্ম © অধরা

 

 

গণ-অভ্যুত্থানের ভাষা ||  শিল্পকর্ম © জিন্নাতুল জান্নাত

 

 

গণ-অভ্যুত্থানের ভাষা || শিল্পকর্ম © হাসান মাহমুদ সানি

 

 

গণ-অভ্যুত্থানের ভাষা || শিল্পকর্ম © আপন রশিদ

 

 

গণ-অভ্যুত্থানের ভাষা || শিল্পকর্ম © অরুণ

 

 

গণ-অভ্যুত্থানের ভাষা || শিল্পকর্ম © করিম আরাফাত

 

 

গণ-অভ্যুত্থানের ভাষা || শিল্পকর্ম © আকিফা হক প্রিমা

 

 

গণ-অভ্যুত্থানের ভাষা || শিল্পকর্ম © আরহাম হাবীব

 

 

গণ-অভ্যুত্থানের ভাষা || শিল্পকর্ম © তানজিম হক

 

 

গণ-অভ্যুত্থানের ভাষা || শিল্পকর্ম © নাফিসা আহমেদ

 

 

গণ-অভ্যুত্থানের ভাষা || শিল্পকর্ম © মেহেদী হক