শিল্পী সালমা জাকিয়া বৃষ্টির চিত্রকর্ম প্রদর্শনী স্মৃতির জগৎ
সালমা জাকিয়া বৃষ্টি একজন স্বাধীন চিত্রশিল্পী ও লেখক। জন্ম ১৪ জুন ১৯৭৩ সালে, বাংলাদেশের কুমিল্লা জেলায়। পড়াশোনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট থেকে ছাপচিত্রে স্নাতক। তিনি থাইল্যান্ড, ভারত ও বাংলাদেশে বেশকিছু কর্মশালায় অংশ নেন। তার তিনটি একক শিল্পকর্ম প্রদর্শনী অনুষ্ঠিত হয়। প্রথম একক চিত্র প্রদর্শনী হয় ২০১৭ সালে, বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে। প্রদর্শনীর শিরোনাম ছিল ভয়েস ফ্রম দ্য ফাস্ট। অন্য দুটো একক চিত্রকর্ম প্রদর্শনী অনুষ্ঠিত হয় ঢাকার অলিয়ঁস ফ্রঁসেসের গ্যালারিতে। প্রদর্শনীর শিরোনাম—এ ওয়ে টু ব্রেক বেয়ন্ড [২০১৯] ও তনুমধ্যা [যৌথ: ২০২২]। কানাডা, থাইল্যান্ড, ভারত ও বাংলাদেশে তিনি ২৫টির অধিক যৌথ প্রদর্শনীতে অংশগ্রহণ করেছেন। ২০১৮ সালে বাংলাদেশে অনুষ্ঠিত ১৮তম এশিয়ান বিয়েন্যালে তিনি গ্রান্ড অ্যাওয়ার্ড লাভ করেন।
প্রদর্শনী সম্পর্কে শিল্পী
জগতের এই বিস্তীর্ণ পথচলার মাঝে প্রতিটি ক্ষুদ্র ক্ষুদ্র সময় অনেক মূল্যবান। টুকরো টুকরো মুহূর্ত বিভিন্ন স্থান, কাল ও পাত্রের সাথে জড়িয়ে আছে। অপ্রাপ্তি বা অপূর্ণতা আমাদের পার্থিব জীবনের একটি অবিচ্ছেদ অংশ, যা থেকে হতাশার জন্ম। একই সাথে নতুন নতুন স্বপ্নের মাধ্যমে জন্ম হয় প্রত্যাশার। সময়ের সাথে স্বপ্নগুলোরও পরিবর্তন হয়। কিছুটা হারিয়ে যায় আবার নতুন করে যোগও হয়। অনেক স্মৃতি ভুলতে চাইলে ভোলা যায় না, তেমনি কিছু কিছু স্মৃতি মনে রাখার ইচ্ছে হলেও ধূসর হয়ে যায়। এই ধূসর স্মৃতির টুকরোগুলো নিজের আকাঙ্ক্ষার সঙ্গে মিলে কাল্পনিক কোনো এক ক্ষণ, নগরী বা কোনো নৈসর্গিক রূপে ধরা দেয়। এই বিমুর্ত রূপ আমার মনের নিজস্ব সৃষ্টি, যা কখনো কখনো ব্যাখ্যা করার ভাষা খুঁজে পাই না, শুধু অনুভব করতে পারি। ক্যানভাসে অ্যাক্রেলিক রঙের মাধ্যমে নিজের জগতের এই চিত্রগুলোরই রূপ দিতে চেষ্টা করেছি।
প্রতিধ্বনি আয়োজন করেছে শিল্পী সালমা জাকিয়া বৃষ্টির একক অনলাইন চিত্রকর্ম প্রদর্শনী। প্রদর্শনীর শিরোনাম স্মৃতির জগৎ। ছবিগুলো অ্যাক্রেলিকে আঁকা। এটি চলবে ৮ জুলাই থেকে ৭ আগস্ট ২০২৩ সাল নাগাদ।
প্রদর্শনী || স্মৃতির জগৎ || সালমা জাকিয়া বৃষ্টি
খুব সুন্দর। ভালো লাগলো।। ধন্যবাদ বৃষ্টিকে। শুভেচ্ছা ও শুভকামনা।।।
শামীম আহমেদ।
জুলাই ১২, ২০২৩ ১৫:২৭
অসাধারণ ????????????
আন্জুম হোসেইন
জুলাই ১৩, ২০২৩ ১৪:১০
Wonderful abstracts . Pleasure to the viewers .
Shama Shaiom
জুলাই ০৮, ২০২৩ ১১:১১