জহির হাসানের অনলাইন শিল্পকর্ম প্রদর্শনী ‘নৈরাজ্য ও নির্মাণ’

অ+ অ-

 

শিল্পীকথা || জহির হাসান

কবি ও চিত্রশিল্পী। জন্ম ২১ নভেম্বর ১৯৬৯ সালে, যশোর জেলার পাইকদিয়া গ্রামে। শৈশব ও কৈশোর কেটেছে যশোর ও ঝিনাইদহে। পড়াশোনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে রসায়ন শাস্ত্রে। লেখালেখির শুরু ৬ষ্ঠ শ্রেণি থেকে। প্রথম কবিতা প্রকাশ ১৯৮৪ সালে যশোর থেকে প্রকাশিত দৈনিক স্ফূলিঙ্গ পত্রিকায়। তার আগ্রহ ধর্ম, ভাষা, দর্শন ও চিত্রকলায়। প্রকাশিত কবিতার বইপাখিগুলো মারো নিজ হৃদয়ের টানে [২০০৩], গোস্তের দোকানে [২০০৭], ওশে ভেজা পেঁচা [২০১০], পাতাবাহারের বৃষ্টিদিন [২০১২], খড়কুটো পাশে [২০১৪], আয়না বিষয়ে মুখবন্ধ [২০১৬], আম্মার হাঁসগুলি [২০১৭], বউ কয় দেখি দেখি [২০১৮], বকুলগাছের নিচে তুমি হাসছিলা [২০১৯], আম্মার আরও হাঁস [২০২০], আমি ও জহির [২০২১], রইদের ডাইরি [২০২৩]। গদ্যগ্রন্থজলপাই গাছের রব [২০২১], বিম্ব যেটুকু দেখায় [২০২২]। অনুবাদএমে সেজেরের সাক্ষাৎকার ও আধিপত্যবাদ বিরোধী রচনাসংগ্রহ [২০১১] এবং মোসআব আবু তোহার নির্বাচিত কবিতা ও সাক্ষাৎকার [২০২৫]। সাক্ষাৎকার পুস্তিকাকথাবার্তা [কবি উৎপলকুমার বসুর সাক্ষাৎকার [২০০৬]। বর্তমানে তিনি ঢাকায় বসবাস করেন।

 

শিল্পকথা || নৈরাজ্য ও নির্মাণ

নিরাকারকে আকারের ভেতর ধরাই শিল্পীর সাধনা। শিল্পের দায় মানুষ, সমাজ, রাষ্ট্র নিরপেক্ষ নয়। শিল্পী সমাজের ভেতরের বিরাজমান অস্থিরতাকে তার কাজে তুলে ধরেন শুধু নিরীক্ষকের দৃষ্টিতে নয়। দায়বদ্ধ সংবেদনশীল শিল্পী তার স্বপ্ন, আকাঙ্ক্ষা ও মানসকে জড়িত করে নিজের শিল্পকর্মের সাথে। আর এভাবে শিল্প ইতিহাসের সাথে জড়িত হয়ে পড়ে। হয়তো সে কারণে অনেক সময় শিল্পের ইতিহাসের ভিতর একটা যুগের বাসনাকে খুঁজতে যাই আমরা। নৈরাজ্য ও নির্মাণ শিরোনামের আমার এ পূর্বের কাজগুলোর মধ্যে নৈরাজ্য, ভয়, অস্থিরতা হাজির আছে। সচেতন দর্শকমাত্রই টের পাবেন নৈরাজ্যের অস্থিরতার পাশাপাশি নির্মাণের শান্ত পথের ইশারাও আছে। নৈরাজ্যের উপস্থিতি আমাদের ভেতর এর বিপরীত নির্মাণের জন্য চিন্তা ও স্বপ্নকে গরহাজির রাখে নাই। জাতীয় বাস্তবতায় বাংলাদেশ যেন বারবার এ জনগোষ্ঠীর স্বপ্ন-আকাঙ্ক্ষাকে হাতছাড়া করছে। যেন কোনো নৈরাজ্যের দৈত্য বারবার জিতে যাচ্ছে। নিজের ভেতরের দৈত্যটা গিয়ে হাত মেলাচ্ছে যেন বাইরের দৈত্যটার সাথে। নির্মাণ যেন চিরস্বপ্নই থেকে যাচ্ছে। নৈরাজ্য যেন নির্মাণকে উৎখাত না করতে পারে সেই আকাঙ্ক্ষা জারির পরিপ্রেক্ষিত থেকে শিল্পকর্মগুলো দেখার সুযোগ আছে।

প্রতিধ্বনি আয়োজন করেছে জহির হাসানের একক অনলাইন শিল্পকর্ম প্রদর্শনী। প্রদর্শনীর শিরোনাম নৈরাজ্য ও নির্মাণ। প্রদর্শনীটি চলবে ২৫ জুলাই থেকে ২৫ আগস্ট ২০২৫ নাগাদ।  

 

প্রদর্শনী || নৈরাজ্য ও নির্মাণ || জহির হাসান

 

নৈরাজ্য ও নির্মাণ ||

 

নৈরাজ্য ও নির্মাণ || ২

 

নৈরাজ্য ও নির্মাণ || ৩

 

নৈরাজ্য ও নির্মাণ || ৪

 

নৈরাজ্য ও নির্মাণ || ৫

 

নৈরাজ্য ও নির্মাণ || ৬

 

নৈরাজ্য ও নির্মাণ || ৭

 

নৈরাজ্য ও নির্মাণ || ৮

 

নৈরাজ্য ও নির্মাণ || ৯

 

নৈরাজ্য ও নির্মাণ || ১০

 

নৈরাজ্য ও নির্মাণ || ১১

 

নৈরাজ্য ও নির্মাণ || ১২

 

নৈরাজ্য ও নির্মাণ || ১৩

ছবি © জহির হাসান