চিত্র প্রদর্শনী || শিরোনামহীন || মোশারফ খোকন

অ+ অ-

 

|| মোশারফ খোকন ||

কবি ও চিত্রশিল্পী। জন্ম ১১ মে ১৯৬৮ সালে, ঢাকায়। পড়াশোনা স্নাতক। প্রকাশিত কবিতার বইচামড়া পোড়া গন্ধের রান্নাঘর (২০১৯) এবং এত যে বাগান উপচানো রক্ত (২০২০)। পেশায় ব্যবসায়ী।

 

|| শিরোনামহীন ||

কেন আঁকি? সত্য বচন, জানি না।

শিল্প ভেবে আঁকাআঁকি করি না। প্রতিদিন ভেতরে অনেক কালো জমে। রঙ আর রেখায় তার খানিকটা খুঁড়ে বের করার চেষ্টা করি। এবং এই প্রক্রিয়ায় ভেতরটা খানিক হাল্কা হয়।

মানুষের মুখ আমাকে ভীষণভাবে টানে, মনে হয় সারা মহাবিশ্ব বিম্বিত হয় মানুষের মুখে, চোখে। আর আমি ক্রমাগত মানুষের মুখ এঁকে চলি। তার চিন্তা, প্রেম, যাতনা, ক্রুরতা সমেত তাকে ধরার চেষ্টা করি।পারি না।

অধরাই থেকে যায়।

আমার কাজে অনেক খুঁত, আর সেই খুঁতগুলিকে আমি ভালোবাসি। কারণ ওই খুঁত ওই অক্ষমতা আমি নিজের ভেতর খুঁজে পাই। সম্ভবত ওইটুকুই শিল্প, বাকিসব জাগলারি।

নিয়ম করে আঁকতে বসি না। যখন পারিপার্শ্বিক চাপ নিতে অনেক কষ্ট হয় তখন খালি একটা সারফেসের সামনে রঙ তুলি নিয়ে বসে পড়ি। খেলা করতে থাকি, রঙের, রেখার ভেতর নিজেকে সমর্পণ করলে চিত্ত ধীরে শান্ত হতে থাকে। কিছু সময়ের জন্য আনন্দিত বোধ করি।

আর যা আঁকলাম তার দিকে তাকিয়ে থাকি, নিজের কাজের সাথে একটা সম্পর্ক তৈরি করার চেষ্টা করি, একটা সম্পর্ক তৈরি হয়েছে মনে হলে কাজটা সরিয়ে রাখি। এক সময় ভুলে যাই।

এইতো, এই রকম আরকি!

প্রতিধ্বনি আয়োজন করেছে মোশারফ খোকনের প্রথম অনলাইন প্রদর্শনী। প্রদর্শনীর শিরোনাম শিরোনামহীন। এটি চলবে ১০ অক্টোবর থেকে ১০ নভেম্বর ২০২৫ সাল নাগাদ।

 

 

চিত্র প্রদর্শনী || শিরোনামহীন || মোশারফ খোকন

 

 

শিরোনামহীন || 

 

 

শিরোনামহীন || 

 

 

শিরোনামহীন || 

 

 

শিরোনামহীন || 

 

 

শিরোনামহীন || 

 

 

শিরোনামহীন || 

 

 

শিরোনামহীন || 

 


শিরোনামহীন || 

 

 

শিরোনামহীন || 

 

 

শিরোনামহীন || ১০

 

 

শিরোনামহীন || ১১

 

 

শিরোনামহীন || ১২

 

 

শিরোনামহীন || ১৩

 

 

শিরোনামহীন ||

 

 

শিরোনামহীন || ১৫

 

 

শিরোনামহীন || ১৬

 

 

শিরোনামহীন || ১৭

কপিরাইট © মোশারফ খোকন