আলোকচিত্র প্রদর্শনী || আমার দেশ আমার গল্প || তানি জেসমিন

অ+ অ-

 

শিল্পীকথা || তানি জেসমিন

আলোকচিত্রী ও উদ্যোক্তা। জন্ম ১৯৭১ সালের মাঝামাঝিতে। বেড়ে উঠা ও পড়াশোনা ঢাকাতেই। মানবিক বিষয়ে লেখাপড়া করেছেন রাজধানীর বিএএফ শাহীন কলেজ থেকে। পড়াশোনা শেষে কাজ করেছেন বহুজাতিক বাণিজ্যিক প্রতিষ্ঠানে। ২০১৭ সালে বাংলাদেশী তাঁতবস্ত্রে এবং পাটজাত ও সমমানের দেশি তৈরি-পন্যের উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। বাকল নামে একটি ব্যক্তিগত প্রতিষ্ঠান গড়ে তোলেন। ছোটোবেলা থেকেই শিল্প, সংস্কৃতি ও সৃজনশীল কাজের সঙ্গে নিজেকে গড়ে তোলেন। আলোকচিত্র নিয়ে চঞ্চল মাহমুদ ফটোগ্রাফি ইনিস্টিউট থেকে ডিপ্লোমা সম্পন্ন করেছেন তিনি। অংশগ্রহণ করেছেন আলোকচিত্র বিষয়ক নানান কর্মশালায়। শিল্পের জায়গা থেকে তার আগ্রহের বিষয় বাংলাদেশের জনসংস্কৃতিবিশেষ করে, নারীর বিষয়-আশয়, শ্রমজীবী মানুষ, শিশুশ্রম এবং বিভিন্ন জাতিগোষ্ঠীর জীবন-সংগ্রাম। লেখালেখির পাশিাপাশি নির্মাণ করেছেন কিছু তথ্যচিত্র। ২০২৪ সালে সংঘটিত জুলাই গণঅভ্যুত্থানের ওপর বিশেষ কাজ করেছেন তিনি। প্রকাশ করেছেন গণ-অভ্যুত্থান নিয়ে আলোচিত অরুণ প্রাতের তরুণ দল শিরোনামের অ্যালবাম। ২৪-এর গণ-অভ্যুত্থানের এটিই প্রথম আলোকচিত্রের সংকলন। তিনি একক প্রদর্শনীসহ বেশ কয়েকটি যৌথ প্রদর্শনীতে অংশগ্রহণ করেছেন। অরুণ প্রাতের তরুণ দল’ (২০২৪) শিরোনামে প্রথম একক প্রদর্শনী হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে। এরপর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ বিশ্ববিদ্যালয়েও তার একক আলোকচিত্র প্রদর্শিত হয়। উল্লেখযোগ্য, জাতীয় শিল্পকলা একাডেমিসহ বিভিন্ন প্রতিষ্ঠানে তার কাজ সংরক্ষিত হয়েছে। দেশে-বিদেশে তার বেশকিছু আলোকচিত্র প্রশংসিত হয়েছে।

শিল্পকথা || আমার দেশ আমার গল্প

আলোকচিত্রের একটি প্রবাদতুল্য উক্তি হলোচোখ হলো আত্মার জানালা আর জীবন একটা ক্যামেরার মতো। সত্যি, ক্যামেরা তো জীবনকেই ধারণ করে। বহমান সময়, মানব-স্মৃতি, জীবনের অভিজ্ঞতা, বাস্তব ঘটনা ও প্রকৃতির বস্তুগত রূপকেই তুলে আনা আলোকচিত্রের অন্যতম কাজ। প্রতিধ্বনিতে প্রদর্শিত আলোকচিত্রী তানি জেসমিনের ছবির অন্তর্গত ভাষাও তাই। আমার দেশ আমার গল্প শিরোনামে শিল্পী তানির আলোকচিত্রের বিষয়-আশয়  প্রকৃতি, সময়, সমাজ, মানুষ, মাটি ও স্বদেশ প্রেমের এক আখ্যান। আলোকচিত্রে তিনি শুধু দৃশ্যের মুহূর্তকে ধারণ করেন না, প্রকৃতি আর জীবনের সঙ্গে জনসংস্কৃতির বাস্তব রূপকে তুলে আনেন। তার দৃশ্যকলায় প্রকৃতির সজীব রূপ, মানবের সংবেদনশীল মুখ, জীবনের উম্মেলিত আনন্দ, বস্তুর উজ্জ্বল অবয়ব ও প্রাণ-বৈচিত্র্যের সহজ-চিত্র প্রতিফলিত হয়। বস্তুত তিনি আলো-ছায়ার রূপকে বাংলার মুখ ও সৌন্দর্যকে দৃশ্যকলায় ধারণ করেছেন। তার একেকটি ছবির ভেতর জনসংস্কৃতির একেকটি গল্পগাথা আছে। যা প্রকৃতি ও লোকালয়ের মতো বাস্তব জগতের স্মৃতিকে বর্তমান করে তোলে। তার ছবি বাস্তব ঘটনা ও জীবন মুহূর্তের কথা বলে। চলমান সময়ের সঙ্গে জীবনের স্থিরতাকে বদলে দেয়। তাই তার আলোকচিত্রের দৃশ্যকল্প দেশ ও দশের গল্পগাথা।       

প্রতিধ্বনি আয়োজন করেছে তানি জেসমিনের একক অনলাইন আলোকচিত্র প্রদর্শনী। প্রদর্শনীর শিরোনাম আমার দেশ আমার গল্প। প্রদর্শনীটি চলবে ১৬ ডিসেম্বর ২০২৫ থেকে ১৫ জনিুয়ারি ২০২৬ সাল নাগাদ।

 

আলোকচিত্র প্রদর্শনী || আমার দেশ আমার গল্প || তানি জেসমিন

 

আমার দেশ আমার গল্প || সন্ধান

 

আমার দেশ আমার গল্প || গোধূলির গরিমা

 

আমার দেশ আমার গল্প || শ্রাবস্তীর কারুকাজ ১

 

আমার দেশ আমার গল্প || শ্রাবস্তীর কারুকাজ ২

 

আমার দেশ আমার গল্প || শ্রাবস্তীর কারুকাজ ৩

 

 আমার দেশ আমার গল্প || গহন আনন্দ

 

আমার দেশ আমার গল্প || মনবলাকা

 

আমার দেশ আমার গল্প || সখ্যভাব

 

আমার দেশ আমার গল্প || আত্মবিশ্বাস

 

আমার দেশ আমার গল্প || স্বপ্নজাল

 

আমার দেশ আমার গল্প || উদ্ভাসিত

 

 আমার দেশ আমার গল্প || বিভাবরী

 

আমার দেশ আমার গল্প || রাঙা শৈশব

 

আমার দেশ আমার গল্প || ঐশ্বর্যিত সৈকত

 

আমার দেশ আমার গল্প || চর শৈলী

 

আমার দেশ আমার গল্প || রবি মৌসুম

 

আমার দেশ আমার গল্প || ধানী 

 

আমার দেশ আমার গল্প || টোপর

প্রদর্শনী © প্রতিধ্বনি || ছবি © তানি জেসমিন