প্রতিধ্বনি গল্প পুরস্কার ২০২৫-এর দীর্ঘ তালিকায় ‘আরব আলীর ডুবসাঁতার’
লেখক পরিচিতি || প্রাণকৃষ্ণ চৌধুরী
গল্পকার ও লেখক। জন্ম ১২ মে ১৯৮৬ সালে, সুনামগঞ্জ জেলার মধ্যনগরে। বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর। নিয়মিত লিখছেন গল্প, কবিতা, উপন্যাস ও প্রবন্ধ। এখনো পর্যন্ত তার কোনো গ্রন্থ প্রকাশিত হয়নি। কথাসাহিত্য তার প্রিয় বিষয়। বর্তমানে বসবাস করেন সিলেটে।
আরব আলীর ডুবসাঁতার || গল্পের সারাংশ
টাংঙ্গুয়ার হাওড়ের জলে-জঙ্গলে বেড়ে ওঠা এক চৌকষ মাছ ও পাখি শিকারীর জীবন সংগ্রামের গল্প ‘আরব আলীর ডুবসাঁতার’। তার যাপিত জীবনে মিশে আছে আদি লোকগাথা ও কিংবদন্তির সুর। এই গল্পে যাদু-বাস্তবতার নিপুণ ছোঁয়ায় ফুটে উঠেছে পরিযায়ী পাখি, পৌরাণিক কাছিম থেকে শুরু করে লোকজ সাপলুডু খেলার চক্রে সীমান্ত জীবনের অদম্য বাস্তবতা।
বিচারকের মন্তব্য
জীবনে আশ্চর্যের স্বাদ নিতে সবসময় গদ্য বা পদ্যের দিকে হাত না বাড়ালেও হয়। কেননা, কোনো কোনো মানুষের জীবনেই বাস্তবতার অঙ্গে অঙ্গে আশ্চর্যরাজি সানন্দে এসে ধরা দেয়। আরব আলীর ডুবসাঁতার-এর অনিন্দ্য সহজিয়া গদ্য পড়লে বোঝা যায়, জীবনের সকল যাদুময়তা কেবল মনগড়া কল্পনা নয়; বরং তা অনেক ক্ষেত্রে এক অনিবার্য বাস্তবতা। আমরা শুধু যথেষ্ট কাছ থেকে দেখি না, অথবা গভীরভাবে জানার চেষ্টা করি না।



আপনার মন্তব্য প্রদান করুন