শতাব্দী সোমের চিত্র প্রদর্শনী ‘চলিতেছে সার্কাস’

অ+ অ-

 

|| শিল্পী পরিচিতি ||

শতাব্দী সোম একজন দৃশ্যশিল্পী। জন্ম ১৯৮০ সালের ৮ অক্টোবর, চট্টগ্রামে। ছবি আঁকার জগতের সাথে জড়িত আছেন ১৯৯৫ সাল থেকে। চিত্রকলা নিয়ে পড়াশোনা করেছেন চট্টগ্রাম সরকারি চারুকলা কলেজে। পরবর্তীকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগ থেকে স্নাতকোত্তর। দীর্ঘদিন ধরে শতাব্দী সোম পটচিত্র দ্বারা প্রভাবিত হয়ে নিজস্ব স্টাইলে চিত্র রচনা করে আসছেন। তিনি ইনস্টলেশন, সাইট স্পেসেফিক আর্ট, ফটো মেনুপুলেশনসহ নানান মাধ্যমেও কাজ করে থাকেন। তবে পটচিত্রের আদলেই কাজ করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন তিনি। শিল্পকর্মে তিনি মূলত নিজের শৈশবের সাথে কথোপকথন, বর্তমান সময়ের নানান ঘটনার সাথে নিজের মানসিক দ্বন্দ্ব, নিজের সাথে মৃত মায়ের আত্মিক সম্পর্ক প্রভৃতি তুলে ধরেন। শতাব্দী সোম এই পর্যন্ত দেশে-বিদেশে অনেক যৌথ প্রদর্শনীতে অংশগ্রহণ করেছেন। ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত চট্টগ্রামের সন্তরণ আর্ট অরগানাইজেশন-এর তিনি একজন প্রতিষ্ঠাতা সদস্য। ব্যক্তিগত জীবনে তিনি শিক্ষকতা পেশার সঙ্গে যুক্ত। বর্তমানে শতাব্দী সোম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগে পিএইচডি কোর্সে অধ্যয়নরত আছেন।

 

|| শিল্প ভাবনা ||

বর্তমান সময়ে দেশ নানা সমস্যায় জর্জরিত। রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, সামাজিক মাধ্যমের প্রভাবসহ নানাবিধ সমস্যা নিয়ে দেশের সকল স্তরের মানুষের জীবনযাত্রা চলমান। অর্থনৈতিক মন্দা যেমন একদিকে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষদেরকে জর্জরিত করছে, তেমনি সামাজিকতা তথা নৈতিকতা বিবর্জিত এই সমাজের নানা সঙ্গতি-অসঙ্গতিও আমাদের চিন্তা-মনোজগতে ভর করছে। কোনো শিল্পই বাস্তবতাকে অস্বীকার করতে পারে না। কারণ বাস্তবতা শিল্পকে ভবিষ্যতের পথ দেখায়। মানুষের প্রাপ্তি-অপ্রাপ্তি, অধিকার, সুখ-বেদনা, দুঃখ-হতাশা, হাসি-কান্না, সংবেদনশীলতা আমার শিল্পকে নতুন মাত্রা দেয়। ভাবায় আর পথ দেখায়। আর তাই পটচিত্রের আদলে কিছুটা স্যাটায়ারধর্মীতায় আমার শিল্পকর্মে উঠে এসেছে বর্তমান সমাজের নানা ধরনের সঙ্গতি ও অসঙ্গতি। 

 

চিত্র প্রদর্শনী || চলিতেছে সার্কাস || শতাব্দী সোম

 

চলিতেছে সার্কাস ||

 

চলিতেছে সার্কাস || 

 

চলিতেছে সার্কাস || ৩

 

চলিতেছে সার্কাস ||

 

চলিতেছে সার্কাস || 

 

চলিতেছে সার্কাস || 

 

চলিতেছে সার্কাস || 

 

চলিতেছে সার্কাস ||

 

চলিতেছে সার্কাস || 

 

চলিতেছে সার্কাস || ১০

 

চলিতেছে সার্কাস || ১১

 

চলিতেছে সার্কাস || ১২

 

চলিতেছে সার্কাস || ১৩

 

চলিতেছে সার্কাস || ১৪

 

চলিতেছে সার্কাস || ১৫

 

চলিতেছে সার্কাস || ১৬

ছবি © শতাব্দী সোম

নোট: প্রতিধ্বনি আয়োজিত চলিতেছে সার্কাস শিরোনামের প্রদর্শনী চলবে ১ মে থেকে ৩১ মে ২০২৪ সাল নাগাদ।