শতাব্দী সোমের চিত্র প্রদর্শনী ‘চলিতেছে সার্কাস’

|| শিল্পী পরিচিতি ||
শতাব্দী সোম একজন দৃশ্যশিল্পী। জন্ম ১৯৮০ সালের ৮ অক্টোবর, চট্টগ্রামে। ছবি আঁকার জগতের সাথে জড়িত আছেন ১৯৯৫ সাল থেকে। চিত্রকলা নিয়ে পড়াশোনা করেছেন চট্টগ্রাম সরকারি চারুকলা কলেজে। পরবর্তীকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগ থেকে স্নাতকোত্তর। দীর্ঘদিন ধরে শতাব্দী সোম পটচিত্র দ্বারা প্রভাবিত হয়ে নিজস্ব স্টাইলে চিত্র রচনা করে আসছেন। তিনি ইনস্টলেশন, সাইট স্পেসেফিক আর্ট, ফটো মেনুপুলেশনসহ নানান মাধ্যমেও কাজ করে থাকেন। তবে পটচিত্রের আদলেই কাজ করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন তিনি। শিল্পকর্মে তিনি মূলত নিজের শৈশবের সাথে কথোপকথন, বর্তমান সময়ের নানান ঘটনার সাথে নিজের মানসিক দ্বন্দ্ব, নিজের সাথে মৃত মায়ের আত্মিক সম্পর্ক প্রভৃতি তুলে ধরেন। শতাব্দী সোম এই পর্যন্ত দেশে-বিদেশে অনেক যৌথ প্রদর্শনীতে অংশগ্রহণ করেছেন। ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত চট্টগ্রামের সন্তরণ আর্ট অরগানাইজেশন-এর তিনি একজন প্রতিষ্ঠাতা সদস্য। ব্যক্তিগত জীবনে তিনি শিক্ষকতা পেশার সঙ্গে যুক্ত। বর্তমানে শতাব্দী সোম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগে পিএইচডি কোর্সে অধ্যয়নরত আছেন।
|| শিল্প ভাবনা ||
বর্তমান সময়ে দেশ নানা সমস্যায় জর্জরিত। রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, সামাজিক মাধ্যমের প্রভাবসহ নানাবিধ সমস্যা নিয়ে দেশের সকল স্তরের মানুষের জীবনযাত্রা চলমান। অর্থনৈতিক মন্দা যেমন একদিকে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষদেরকে জর্জরিত করছে, তেমনি সামাজিকতা তথা নৈতিকতা বিবর্জিত এই সমাজের নানা সঙ্গতি-অসঙ্গতিও আমাদের চিন্তা-মনোজগতে ভর করছে। কোনো শিল্পই বাস্তবতাকে অস্বীকার করতে পারে না। কারণ বাস্তবতা শিল্পকে ভবিষ্যতের পথ দেখায়। মানুষের প্রাপ্তি-অপ্রাপ্তি, অধিকার, সুখ-বেদনা, দুঃখ-হতাশা, হাসি-কান্না, সংবেদনশীলতা আমার শিল্পকে নতুন মাত্রা দেয়। ভাবায় আর পথ দেখায়। আর তাই পটচিত্রের আদলে কিছুটা স্যাটায়ারধর্মীতায় আমার শিল্পকর্মে উঠে এসেছে বর্তমান সমাজের নানা ধরনের সঙ্গতি ও অসঙ্গতি।
চিত্র প্রদর্শনী || চলিতেছে সার্কাস || শতাব্দী সোম
চলিতেছে সার্কাস || ১
চলিতেছে সার্কাস || ২
চলিতেছে সার্কাস || ৩
চলিতেছে সার্কাস || ৪
চলিতেছে সার্কাস || ৫
চলিতেছে সার্কাস || ৬
চলিতেছে সার্কাস || ৭
চলিতেছে সার্কাস || ৮
চলিতেছে সার্কাস || ৯
চলিতেছে সার্কাস || ১০
চলিতেছে সার্কাস || ১১
চলিতেছে সার্কাস || ১২
চলিতেছে সার্কাস || ১৩
চলিতেছে সার্কাস || ১৪
চলিতেছে সার্কাস || ১৫
চলিতেছে সার্কাস || ১৬
ছবি © শতাব্দী সোম
নোট: প্রতিধ্বনি আয়োজিত চলিতেছে সার্কাস শিরোনামের প্রদর্শনী চলবে ১ মে থেকে ৩১ মে ২০২৪ সাল নাগাদ।

দারুণ। নিন্মবিত্ত ও নিন্মমধ্যবিওের চলমাল জীবনের গল্প।সরলতার সাথে তুলে ধরার জন্য রইলো শুভকামনা ????
সজীব চন্দ্র ঘোষ (সূর্য)
মে ০২, ২০২৪ ০৯:৩৫

দারুণ। নিন্মবিত্ত ও নিন্মমধ্যবিওের চলমাল জীবনের গল্প।সরলতার সাথে তুলে ধরার জন্য রইলো শুভকামনা ????
সজীব চন্দ্র ঘোষ (সূর্য)
মে ০২, ২০২৪ ১০:১২

অসাধারণ হয়েছে। প্রতিটি ছবি খুবই সুন্দর এবং অর্থবহ। অনেক অনেক শুভ কামনা রইলো টিচার আপনার জন্য।
Tajriana Shamim Nihal
মে ১০, ২০২৪ ০৪:২৫

অনেক সুন্দর গেলেছে আপনার কাজগুলো।
Anjaye kumar
মে ১৬, ২০২৪ ০৭:৫৭

বেশ ভালো কাজ ছিল! একেকটা গল্প যেন!❤️❤️এমন কাজ আরও চাই।
Pritam Sen
মে ১৬, ২০২৪ ১১:৪৯

অসাধারন। ভালো লেগেছে।
ফারহানা আক্তার
এপ্রিল ৩০, ২০২৪ ২৩:৫৯

কাজে একটা নিজস্বতা ও আক্ষেপ আছে।আছে ব্যাঙ্গাত্বক ভাষা।
দেওয়ান
মে ০১, ২০২৪ ০০:৩১

দিদি খুব ভালো লেগেছে।
Amrita trisha sen
মে ০১, ২০২৪ ০০:৫০

সময়োপযোগী বিষয়,দারুণ!!!
রৌশন আক্তার
মে ০১, ২০২৪ ০০:১৯

পটচিত্র ধরনের প্রতিটা চিত্রকর্মে রঙ এর ঔজ্জ্বল্যতা দিয়ে ধুসর বাস্তবতা তুলে ধরেছে দারুনভাবে।
Sangita Kar
মে ০১, ২০২৪ ০০:৩৪

১৬টা চিত্রই সময়ের দারুণ প্রতিচ্ছবি! সহজ কিন্তু সংবেদী! শতাব্দীদি'কে ধন্যবাদ ????
Swarup Supantha
মে ০১, ২০২৪ ০১:৫৪

সুন্দর হয়েছে।
Hillol Dutta
মে ০১, ২০২৪ ০১:০৬

২০১৭ সালের ডিসেম্বরে চট্টগ্রাম চারুকলায় সন্তরনের প্রর্দশনী তে প্রথম শিল্পী শতাব্দী সোমের সঙ্গে পরিচয় হয়। তার পর থেকেই আমি ওনার শেয়ার করা কাজগুলো র সাথে পরিচিত। ওনার কাজে একটা স্বতন্ত্রতা আছে। আমি সবসময়ই ওনার কাজে মুগ্ধ হই। সার্কাসের কাজগুলো খুব ভালো হয়েছে এবং সকলকেই ভাবাবে ও আনন্দ দেবে বলে আমার বিশ্বাস। আগামী দিনে ওনার আরো নূতন ভাবনা নিয়ে আসবেন আশা করছি ও শুভেচ্ছা জানাচ্ছি।
প্রণব অখণ্ড, শিল্পী, কটক, ওড়িশা, ভারত
মে ০১, ২০২৪ ০২:৩৪

সমসাময়িক বাজার বাস্তবতা
ইরফান জুয়েল
মে ০১, ২০২৪ ০৩:৫৯

স্বকীয়তায় পরিপূর্ণ, এককথায় চমৎকার উপস্থাপনা।
বিপুল সরকার, সিনিয়র শিক্ষক (চারুকলা)
মে ০১, ২০২৪ ০৩:০৪

অনেক ভাল লাগল। সব কয়টা কাজই চমৎকার
Konkaboty sara
মে ০১, ২০২৪ ০৩:০৯

সময়োপযোগী এবং বাস্তবধর্মী। অনেক সুন্দর হয়েছে। আগামীর জন্য শুভেচ্ছা ও শুভকামনা রইলো
ফেরদৌস পারভীন
মে ০১, ২০২৪ ০৩:২৩

তোমার লেখা, ছবি, তুমি সবই সুন্দর নতুন করে বলার কিছু নাই। তোমার জন্য অনেক শুভকামনা রইল।
মিলন সেন, নিকেতন, গুলশান-১, ঢাকা।
মে ০১, ২০২৪ ০৪:১৭

প্রতিটি কর্মই আলাদা অর্থপূর্ণ।ভালো লেগেছে।
farida yesmin
মে ০১, ২০২৪ ০৫:২৯

শতাব্দী সোম'র কাজ সবসময়েরই ভাল লাগার, মুগ্ধতার জায়গা দখল করে রাখে। আঁকিয়ে হিসেবে নিঃসন্দেহে শিল্পীর নিজস্ব একটি স্টাইল আছে, প্রতিটি কাজেই সোঁদা মাটির গন্ধ মিশে থাকে। বিষয় আর রঙ নির্বাচনেও উনি একেবারেই আলাদা।
কাজী মোরশেদ
মে ০১, ২০২৪ ০৫:৩৫

ভালো লাগলো
saem
মে ০১, ২০২৪ ০৫:২৩

তোর সকল ধরনের কাজই আমার ভালো লাগে। এটিও এর ব্যতিক্রম নয়।
এডভোকেট শৈবাল দত্ত
মে ০১, ২০২৪ ০৫:৪৯

শতাব্দী'র কাজ খুবই ভাল, নিজস্বতা আছে। এই কাজেও তাঁর স্বাতন্ত্র্য লক্ষ্য করা যায়। তাঁর জন্য আমার শুভ কামনা।
Utpal dutta
মে ০১, ২০২৪ ০৬:২১

শতাব্দী, অভিনন্দন। দারুন হয়েছে।
চৌধুরী ফাহমী নাহিদা নাজনীন।
মে ০১, ২০২৪ ০৬:৪২

ভালো লাগলো দিদি।
Jublee
মে ০১, ২০২৪ ০৬:০৯
খুব সুন্দর হয়েছে ম্যাম। প্রত্যেকটা ছবি ভীষণ অর্থবহ ও বাস্তবিক। আমি ছোটবেলা থেকেই আপনার আঁকাআঁকির ভক্ত। আজ অনেকদিন পর আবার আপনার আঁকা দেখলাম।❤️
Humaira Chowdhury Eshfa
মে ০১, ২০২৪ ১২:০৫