উপলক্ষ্যের লেখা, নিবন্ধ ও নানা প্রবন্ধ
ভাষা প্রকাশ এনেছে কবি হেনরী স্বপনের গদ্যের বই কবিতা, অবলোকন ও উন্মোচন। বইটি সাজানো হয়েছে প্রধানত উপলক্ষ্যের লেখা, নিবন্ধ ও নানা প্রবন্ধ দিয়ে। এতে রয়েছে শামসুর রাহমান, শহীদ কাদরী, সৈয়দ শামসুল হক, বিনয় মজুমদার, মোহাম্মদ রফিক, আসাদ চৌধুরী, আবুল হাসান, রুদ্র মুহম্মদ শহীদুল্লাহসহ সমকালীন কবি-সাহিত্যিকদের লেখার ওপর বিশ্লেষণ ও আলোচনা।
হেনরী স্বপন মূলত কবিতা লিখেন। কবিতা উপজীব্য হলেও নানা সময়ে তিনি বেশকিছু নিবন্ধ ও প্রবন্ধ লিখেছেন। কবিতার মতোই তার আলোচনা ও গদ্যগুলো কখনোই নিছক মতামত ও প্রচলিত গদ্য ধারণার মতো বাণিজ্যিক হয়ে ওঠেনি। তার লেখায় আছে দেশ ও কালের সম্পর্ক। আছে প্রচীন ও প্রাশ্চ্যাত্বের সংমিশ্রণ। গদ্যের ক্ষেত্রেও হেনরী স্বপনের ভাষা ও বিশ্লেষণী আলোচনা গভীর দৃষ্টিকোণ থেকে কাব্যিকতায় ভরা।
কবিতা, অবলোকন ও উন্মোচন গ্রন্থের অলোচনায় মায়াময় এক পথচলা আছে তার। আছে বাংলা কবিতা যাত্রার সমকালীন ভাবনার প্রতিফলন। এতে আছে সমসাময়িক কবিতার নিবিড় পাঠ ও আস্বাদনের অনির্বাচ্য প্রয়াস। তার গদ্যে আছে কবিতার সংবেদনশীল ভাষা, চিত্রকল্প উপস্থাপনের পদ্ধতি, রাজনীতির সঙ্গে কবিতার সম্পর্ক ও নানা প্রবণতার কবিতার ব্যাখ্যা-বয়ান। বইটির প্রচ্ছদ করেছেন আল নোমান। মূল্য রাখা হয়েছে ৩৫০ টাকা।
আপনার মন্তব্য প্রদান করুন