স্মৃতিকথার বই ‘আমাদের গল্প’
জাগতিক প্রকাশন এনেছে ‘আমাদের গল্প’ নামের এক স্মৃতিমূলক বই। বইটি লিখেছেন হুমাযুন কবির, ওবায়দুল কবির, পারভীন ইসলাম, দেলোয়ার হোসেন, শামীম আরা, শিরীন আফরোজ ও তানভী রহমান বিয়াস। লেখকরা নিজেদের যাপিত জীবনের কথা বলছেন। এখানে নিজেদের জাহির করছেন না তারা কেউ। দিচ্ছেন না নিজের সাফল্য বা ব্যর্থতার বয়ান। শুধু তাদের কিছু ব্যক্তিগত অনুভূতির, উপলব্ধির কথা বলছেন। তাদের সেই বলার ভঙ্গি মৃদু ও মাধুর্যময়। তাদের যাপনের মধ্যে গৌরব আছে। কিন্তু তা বলার ভঙ্গিতে অসম্ভব বিনয়ী তারা। কোথাও ঔদ্ধত্য নেই বাগাড়ম্বর নেই। সাবলীল তাদের গদ্যের ভাষা।
এই সময়ে এসে পরিবারগুলো যেন এক একটা বিচ্ছিন্ন দ্বীপের মতো। স্বার্থ আর শর্তের বাইরে গিয়ে যে জীবনকে সম্পৃক্ত করা যায় এমন ধারণা যখন ক্রমশ ভাবনার বাইরে চলে যাচ্ছে, তখন এই পরিবারের সদস্যদের যৌথতা, সম্পৃক্ততা অনুসরণ করার মতো। দুই প্রজন্মের ৬ জন এবং একজন তাদের বন্ধু করোনাকালে লকডাউনের সময়ে দেশে ও বিদেশে অবস্থানকালে লিখেছেন তাদের জীবনের কিছু টুকরো স্মৃতি ও অভিজ্ঞতার কথা।
ব্যক্তিজীবনের আনন্দ-বেদনার সেই সব অভিজ্ঞতা ছাড়িয়ে একেকটা পরিবারের স্বপ্ন, আশা-হতাশার বয়ানের সাথে সমাজের বৃহৎ পরিসরের আকাঙ্ক্ষা ও বাস্তবতার আছে গভীর যোগাযোগ। বাবা-মা ভাই বোন তথা জন্মসূত্রে গাঁথা সম্পর্ককে কেন্দ্র করে একটি পরিবারের যে গল্পগুলো জমে ওঠে, তার সাথে যে কেউ একীভূত হয়ে যেতে বাধ্য। কারণ অবধারিতভাবে সেখানে যেমন উঠে আসে শৈশবের স্বপ্ন আর আনন্দময় দিন। তেমনি থাকে বার্ধক্যের ভার আর স্বজন হারানোর হাহাকার। থাকে জীবনযুদ্ধ, প্রেম, পূর্ণতা, অপূর্ণতার নানাবিধ জটিলতা।
বইটিতে সাতজন নিকটজন বিবিধ প্রেক্ষিত থেকে জীবনকে দেখা ও বর্ণনা করার যে প্রয়াস পেয়েছেন, এখানে তাদের ব্যক্তি জীবনকে ছাড়িয়ে উঠে এসেছে বাংলাদেশ, তার সমাজ ও মুক্তিযুদ্ধসহ নানান রকম অভিজ্ঞতার কথা। বইটির প্রচ্ছদ করেছেন আবু হাসান। মূল্য রাখা হয়েছে ৫০০ টাকা।
আমাদের মনের কথা আবারো যেন প্রতিধ্বনিত হলো পত্রিকার পাতায় । রিভিউয়ারকে অশেষ ধন্যবাদ - হুমায়ুন কবির
হমায়ুন কবির
ফেব্রুয়ারি ২৮, ২০২৩ ০৫:২৪