টিভি উপস্থাপনার কলা ও কৌশল

অ+ অ-

কথা প্রকাশ এনেছে লেখক সাবিনা স্যাবির বই ‘টিভি উপস্থাপনা: প্রযুক্তি, কলা ও কৌশল’। বইটিতে আছে টেলিভিশন উপস্থাপনার কলাকৌশল, তাত্ত্বিক বিষয়-আশয়, প্রযুক্তিগত ধারণা, ব্যবহারিক জ্ঞানের নানাদিক। বইয়ের প্রারম্ভে আছে ‘সংবাদ কী’ ও সাংবাদিকতা কী?  বলা হয়েছে, ‘সংবাদ হলো চলমান ঘটনার তথ্য।’ আর ‘সাংবাদিকতা হলো তথ্য ও সংবাদ সংগ্রহ করে যাচাই-বাছাইয়ের পর তা জনসাধারণের জন্য প্রস্তুত ও পরিবেশন করা।’ সহজ ভাষায় সকলের জন্য বোধগম্য করে বইটি লিখেছেন সাবিনা স্যাবি। বইটিতে আছে সাংবাদিকতার নানা তথ্য-উপাত্ত, প্রকৌশলগত দিক, সংবাদ পরিবেশন ও উপস্থাপনের প্রকরণ দিক।    

বাংলাদেশের ইলেক্ট্রনিক সম্প্রচার মাধ্যম দ্রুত সম্প্রারণশীল। বেসরকারি খাতে অনেক টিভি চ্যানেল সক্রিয় থাকলেও এখানে অনেক দক্ষ ও প্রশিক্ষিত জনবলের তৈরির যথাযথ প্রক্রিয়া এখনো অনুপস্থিত। কয়েকটি বিশ্ববিদ্যালয়ে সবেমাত্র টেলিভিশনে উপস্থাপনা নিয়ে কিছু কোর্স চালু হয়েছে ঠিক, কিন্তু শিক্ষার্থীদের উপস্থাপনার প্রযুক্তি ও কলাকৌশল সম্পর্কে তাত্ত্বিক ও প্রায়োগিক ধারণা দেওয়ার জন্য বইপত্র বাংলায় একদম অপ্রতুল। সে ক্ষেত্রে সাবিনা স্যাবির বইটি কিছুটা হলেও সেই অভাব পূরণ করবে।     

বিশেষ করে, আমাদের দেশে টিভি মাধ্যমের সাংবাদিকতা এখন বিকাশমান। কিন্তু এই সাংবাদিকতার পরিকাঠামোগত দিক অনেক দুর্বল। এতে প্রয়োজন একদিকে প্রাতিষ্ঠানিক শিক্ষা, ঠিক তেমনি দরকার প্রযুক্তি ও প্রকৌশলগত জ্ঞান। সেই অভাবগত দিকটি মাথায় রেখে সাবিনা বইটি লিখেছেন। যারা এই মাধ্যমে কাজ করেন কিংবা ভবিষ্যতে করবেন, বইটি তাদের বিশেষ কাজে লাগবে। বইটির প্রচ্ছদ করেছেন শিল্পী সব্যসাচী হাজরা। মূল্য রাখা হয়েছে ২০০ টাকা।