সুশীল সাহা

 

প্রাবন্ধিক ও কথাসাহিত্যিক।  জন্ম ১৯৪৭ সালে খুলনায়।  বর্তমানে ভারতের নাগরিক। পেশায় ছিলেন গ্রন্থাগারিক। কলকাতার নবাহ, বিজ্ঞাপন পর্ব, অনুষ্টুপ পত্রিকার নেপথ্যকর্মী ছিলেন দীর্ঘকাল। আমন্ত্রিত সম্পাদক হিসেবে কাজ করেছেন নীললোহিত, এবং অন্যকথা, বাঘের বাচ্চা ও নাট্যপত্র প্রাচ্যর হয়ে। রিভিউ প্রিভিউ পত্রিকার নির্বাহী সম্পাদক ছিলেন পাঁচ বছর। বর্তমানে তবু একলব্য এবং দিয়া পত্রিকার কার্যনির্বাহী সম্পাদক। প্রকাশ করেছেন দুটি কবিতার বই। এছাড়াও তিনি লিখেছেন দুটি প্রবন্ধগ্রন্থ বাংলাদেশ, গানের সুরের আসনখানি। সাক্ষাৎকারগ্রন্থ কথার ঘরবাড়ি।  সম্পাদিত গ্রন্থসংখ্যা ৩০। একটি গৃহের কথা শীর্ষক একটি প্রামাণ্যচিত্র নির্মাণ করেছেন। 

 

সাবস্ক্রাইব