গাজী তানজিয়া

 

লেখক ও কথা সাহিত্যিক। গাজী তানজিয়ার জন্ম ১ ফেব্রুয়ারি ১৯৭৭ সাল, পিরোজপুর শহরে। পড়াশোনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে। প্রথম উপন্যাস জাতিস্মর। প্রকাশিত উপন্যাস পৃথিবীলোক, কালের নায়ক, বায়বীয় রঙ আন্ডারগ্রাউন্ড। প্রথম গল্পগ্রন্থ জগৎ বাড়ি। আর কিশোর গল্প সবুজ ঘাসে মুক্ত বেশে। প্রথম উপন্যাসের জন্য পান আনন্দ আলো সাহিত্য পুরস্কার ২০১০।

 

সাবস্ক্রাইব