হামীম কামরুল হক কথাসাহিত্যিক ও প্রাবন্ধিক। জন্ম ১৯৭৩ সালের ২২ জানুয়ারি, করাচি শহরে। পড়াশোনা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে স্নাতকোত্তর। নব্বই দশকরে মাঝামাঝি থেকে লেখালেখি করছেন। তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা ১৫টি। উপন্যাস রাত্রি এখনো যৌবনে, গোপনীয়তার মালিকানা [২০১০], রক্ত অশ্রু ঘাম [২০১৬], আবছা আলোয় দেখা কয়েকটি মুখ [২০১৭], মঙ্গলবারের জন্য অপেক্ষা [২০১৮], চারু তাপসের আবেগ ও অর্জন [২০১৮], দীর্ঘশ্বাসের সমান [২০১৯]। দুটো নভেলার সংকলন: গোলাপের সিঁড়ি [২০১২]। গল্পগ্রন্থ শূন্যপরান ও অন্যান্য গল্প [২০১৩], অক্ষরপুরুষ ও অন্যান্য গল্প [২০১৭], আচ্ছন্নতার বাগান [২০১৮]। প্রবন্ধগ্রন্থ ছোটগল্প লেখকের প্রস্তুতি ও অন্যান্য বিবেচনা [২০১৭]। গবেষণাগ্রন্থ মৃত্যুক্ষুধা: গতি প্রকৃতি ও পাঠবিবেচনা [২০০০], জাদুবাস্তববাদ [২০১৬]। সম্পাদনা লেখার শিল্প, লেখকের সংকল্প [মুহম্মদ সাইফুল ইসলামের সহযোগে, ২০১৭]। ২০০৭ সালে রাত্রি এখনো যৌবনে উপন্যাসের জন্য পান ‘কাগজ তরুণ কথাসাহিত্য পুরস্কার’। বর্তমানে শিক্ষকতা করছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে।