মোস্তাক আহমাদ দীন

 

মোস্তাক আহমাদ দীন একজন কবি, প্রাবন্ধিক ও গবেষক। জন্ম  ১৯৭৪ সালে, সুনামগঞ্জ জেলায়। পড়াশোনা বাংলা সাহিত্যে স্নাতকোত্তর ও পিএইচডি। কর্মস্থান লিডিং ইউনিভার্সিটি, সিলেট। তাঁর কাব্যগ্রন্থ ৭টি। প্রথম প্রকাশিত কবিতাগ্রন্থ কথা ও হাড়ের বেদনা [২০০১]। প্রকাশিত প্রবন্ধগ্রন্থ ৫ টি। প্রথম প্রবন্ধগ্রন্থ কবিতাযাপন [২০১১]। অনুবাদগ্রন্থ তারিখে জালালি [১৮৬০ খ্রিষ্টাব্দে প্রকাশিত সিলেটের ইতিহাসের প্রাচীনতম গ্রন্থ, মূল: মবশ্বির আলি চৌধুরী, ২০০৩]।  সম্পাদিতগ্রন্থ ১১ টি। সম্পাদিত সাহিত্যপত্রিকা বিকাশ [১৯৯১-১৯৯৭] ও  মুনাজেরা [২০০৮ থেকে চলমান]। তিনি এইচএসবিসি-কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার ২০১২, চিহ্নপুরস্কার ২০১৬, লোক সাহিত্য পুরস্কার ২০১৬ ও কোরাস ২০১৯ পুরস্কার পান।

 

সাবস্ক্রাইব