নূরুননবী শান্ত

 

গল্পকার, লোকসংস্কৃতি গবেষক ও অনুবাদক। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর। মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের সদস্য। প্রকাশিত গল্পগ্রন্থ: গ্রামে প্রচলিত গল্প, রাস্তা, মেঘের ওপারে আকাশ, প্রিয় দুঃস্বপ্ন, মড়ার মাথা। নিবন্ধ সংকলন: প্রান্তকথা। অনুবাদ গ্রন্থ: আমি তোমাদের ডাক্তার ভাই [মূল: Call me Doctor Bhai, কেইট দে]; গঙ্গা যখন পদ্মা [মূল: When Ganga becomes Padda, কাজী খালিদ আশরাফ]; ফোকলোর বিশ্লেষণ [মূল: Interpreting Folklore, অ্যালেন ডান্ডেস]; Translation of Moloya: 50 Songs of Monomohan Duttoবর্তমানে তিনি বেসরকারি উন্নয়ন সংস্থা দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে) এর যুগ্ম পরিচালক (তহবিল সংগ্রহ)।

 

সাবস্ক্রাইব