মেহেদী হকের কার্টুন প্রদর্শনী ‘তৃতীয় নয়ন’

অ+ অ-

 

মেহেদী হকের জন্ম ১৯৮৪ সালে, ঢাকায়। পড়াশোনা করেছেন নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনার্স, বুয়েটে একই বিষয়ে মাস্টার্স। দেশে-বিদেশে মেহেদী ১৬ টি প্রদর্শনীতে অংশগ্রহন করেছেন। তবে তার কার্টুনিস্ট ক্যারিয়ার শুরু ১৯৯৮ সালে মাসিক উন্মাদ ম্যাগাজিনে। এরপর ২০০৩ সালে যোগ দেন ডেইলি নিউ এইজ পত্রিকায় কার্টুনিস্ট হিসেবে। ২০১৩ সালে শুরু করেন ঢাকা কমিক্স নামে বাংলাদেশী কমিকসের প্রকাশনা। যার কাজের স্বীকৃত স্বরূপ তিনি নারায়ণ দেবনাথ কমিকস পুরস্কার ২০১৬ অর্জন করেন। অর্জন করেছেন টিআইবি দুর্নীতি বিরোধী কার্টুন বিজয়ী পুরস্কার, জিআইজেড রাইট টু হেলথ কার্টুন পুরস্কার, ইরান ইয়াং আর্টিস্ট কমেন্ডেশন অ্যাওয়ার্ডসহ আরো বেশ কিছু পুরস্কার। সম্প্রতি ওয়ার্ল্ড প্রেস ফটো কার্টুন অ্যালবামে স্থান পেয়েছে তার রাজনৈতিক কার্টুন। বর্তমানে তিনি ডেইলি নিউ এইজ পত্রিকার সিনিয়র কার্টুনিস্ট ও উন্মাদ ম্যাগাজিনের নির্বাহী সম্পাদক হিসেবে কাজ করছেন।

প্রতিধ্বনি বাংলাদেশের জনপ্রিয় চিত্রশিল্পী মেহেদী হকের একক অনলাইন কার্টুন প্রদর্শনীর আয়োজন করেছে। তার আঁকা বাছাইকৃত কার্টুনের এ প্রদর্শনীর শিরোনাম তৃতীয় নয়ন। এটি চলবে ১৬ এপ্রিল থেকে ১৪ মে ২০২৩ সাল নাগাদ।

 

মেহেদী হকের একক অনলাইন কার্টুন প্রদর্শনী তৃতীয় নয়ন