শিল্পী পূর্ণিমা আক্তারের চিত্র প্রদর্শনী ‘বাস্তবতার মিথ’

অ+ অ-

 

|| শিল্পীকথা ||

পূর্ণিমা আক্তার বাংলাদেশের একজন দৃশ্যশিল্পী। জন্ম ১৭ জানুয়ারি ১৯৯৭ সালে নারায়ণগঞ্জ জেলায়। বেড়ে ওঠাও একই শহরে। ছবি আঁকার তাগিদ স্কুল পর্যায় থেকেই। মূলত বাংলা বা বিজ্ঞান বইয়ের ছোট ছোট ইলাস্ট্রেশনগুলো উদ্দীপ্ত করত। সেখান থেকে নিজেন মতো করে ছবি আঁকার হাতেখড়ি। কলেজপর্ব শেষ হওয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে চারুকলা অনুষদের প্রাচ্যকলা বিভাগে ২০১৮ সালে স্নাতক ও ২০২০ সালে স্নাতকোত্তর সম্পন্ন করেন। প্রাচ্যকলা বিভাগে পড়ার সুবাদে বিভিন্ন ঐতিহ্যবাহী শিল্পধারার সাথে পরিচিত হন তিনি। যেমন মুঘল মিনিয়েচার পেইন্টিং, নব্য বঙ্গীয় শিল্পধারা, পাল পুঁথিচিত্র, বাংলার পটচিত্র ইত্যাদি। পরবর্তীকালে নিজস্ব একটি শৈলী তৈরির চেষ্টা করেন। যা মিথ এবং প্রতীকের সংমিশ্রণে চলমান পরিস্থিতিকে চিত্রকলা প্রকাশের রূপ। সে পরিস্থিতি হতে পারে সামাজিক অথবা ব্যক্তিগত। তিনি দেশে এবং আন্তর্জাতিক পর্যায়ে প্রায় ১৫টি প্রদর্শনীতে অংশগ্রহণ করেন। কাজের স্বীকৃতি স্বরূপ ২০২৩ সালে যৌথভাবে Samdani Art Award অর্জনের অংশ হিসেবে ২০২৪ সালে ঘানায় Savannah Centre for contemporary ArtRed Clay স্টুডিওতে রেসিডেন্সির সুযোগ পান। ২০২২ সালে Realizing Divine Harmony প্রদর্শনীতে Abinta Excellence Award অর্জন করেন। বর্তমানে স্বাধীনভাবে শিল্পচর্চা করছেন তিনি।

 

|| বাস্তবতার মিথ ||

আমাদের চারপাশে অনেক ঘটনা একসাথে ঘটতে থাকে। আমরা একইসঙ্গে ভেতর ও বাহিরের গল্পের সাথে সংগ্রাম করে প্রতিনিয়ত জীবন অতিবাহিত করি। ইতিহাসের ছাপ ও বর্তমানকে সাথে নিয়ে আমরা সামনের দিকে হাঁটি। ইতিহাস ঘোলাটে হতে হতে মিথ হয়ে যায়, আর বর্তমান প্রস্তুত হতে থাকে ভবিষ্যতের জন্য। তারপর আবার ফিরে যাই পুরোনো শেকড়ের খোঁজে নতুনকে বুঝতে। গিয়ে দেখি নতুন হল পুরনোরই পুণরাবৃত্তি অন্য কোনোভাবে। তাই আমার কাজে বারবার মিথ ও মিথের ভাষা চলে আসে। আর আসে একই পটভূমিতে বা চিত্রে থাকে অনেক গল্প। এ যাত্রায় এক পর্যায়ে প্রকৃতির কাছে গিয়ে ফুল, পাতা ও লতা অবলোকন করে মনে হলো এবার কিছু নতুন ভাষা সৃষ্টির প্রয়োজন। তাই প্রকৃতি ও মিথের সাহায্যে নতুন গল্পের সংযোজনে তৈরি করি প্রতীক, যারা জেগে ওঠে চিত্রভাষা হয়ে। এই প্রদর্শনীতে প্রতিটি ক্যানভাস রঙ নিয়ে বলছে আমার উপলব্ধি, ক্লান্তি, জিজ্ঞাসা ও প্রতিবাদের কথা। সেই উপলব্ধি উৎপন্ন হয় চারপাশে ঘটে যাওয়া ঘটনা থেকে, প্রকৃতি থেকে ও নিজের অবস্থান দেখে। প্রশ্ন জাগে আজ নতুন কোথাও গেলে প্রকৃতির কোন দিকটা বেশি মনে পড়ে? এত সংকটময় পরিস্থিতিতে আমার অবস্থান কি? আজ গৌতম বুদ্ধ থাকলে কি এই সংকটগুলো নিয়েও ভাবতেন?

প্রতিধ্বনি আয়োজন করেছে শিল্পী পূর্ণিমা আক্তারের একক অনলাইন প্রদর্শনী। প্রদর্শনীর শিরোনাম ‘বাস্তবতার মিথ’। এটি চলবে ১৬ আগস্ট থেকে ১৫ সেপ্টেম্বর নাগাদ।   

 

চিত্রকলা প্রদর্শনী || বাস্তবতার মিথ || পূর্ণিমা আক্তার

 

বাস্তবতার মিথ ||

 

বাস্তবতার মিথ || ২

 

বাস্তবতার মিথ || ৩

 

বাস্তবতার মিথ || ৪

 

বাস্তবতার মিথ || ৫

 

বাস্তবতার মিথ || ৬

 

বাস্তবতার মিথ || ৭

 

বাস্তবতার মিথ || ৮

 

বাস্তবতার মিথ || ৯

 

বাস্তবতার মিথ || ১০

 

বাস্তবতার মিথ || ১১

 

বাস্তবতার মিথ || ১২

 

বাস্তবতার মিথ || ১৩

 

বাস্তবতার মিথ || ১৪

 

বাস্তবতার মিথ || ১৫

 

 

ছবির কপিরাইট © পূর্ণিমা আক্তার