সমকালকে অতিক্রম করার চেষ্টা
চন্দ্রবিন্দু প্রকাশ করেছে লেখক ও চিত্রশিল্পী নির্ঝর নৈঃশব্দ্যের বচনমালা ছিন্নপাতার ছাপ। বইটি নানা সময়ের টুকরো টুকরো ছিন্ন চিন্তার সংকলন। এতে সংকলিত হয়েছে ৩৪২ টি বচনমালা। সমকালীন ঘটনা কিংবা অভিজ্ঞতা সঞ্জাত চিন্তার এই সংকলনের কথাগুচ্ছ কখনো কখনো সময়হীন প্রবচনের মতো হয়ে ওঠে। যেমন—‘কোনো দাগই মুছে যায় না, কেবল ঢাকা পড়ে থাকে অন্য দাগের নিচে। মানুষ জন্মায় মূলত এক জীবনে অগণিত দাগ গ্রহণ করার জন্যে।’ কিংবা ‘মানুষ হেলান দিয়ে দীর্ঘ সময় দাঁড়াতে পারে না, মানুষকে সব সময় দাঁড়াতে হয় নিজের পায়ে। কাউকে আকড়ে ধরাও হেলান দেয়ার মতোই, এতে আত্মবিশ্বাস নষ্ট হয়।’
নির্ঝরের বইটি সৃষ্টিশীল চিন্তার এক অভিক্ষেপ। যেখানে অস্থির সময়ে সময়কে ‘নাই’ করে দেওয়ার একটা প্রবণতা আছে। যেন কথামালা স্থির, সব সময়ের জন্য প্রযোজ্য। সমকালকে অতিক্রম করার চেষ্টা আছে। যেমন—‘মানুষের মুক্তি বলে কিছু নাই। মানুষের কেবল শেকল বদল হয়, এর বাইরে কিছুই হয় না।’ কিংবা ‘পথহারা পথিককে পথ দেখিয়েই যুগে যুগে সর্বনাশ হয়েছে। কেউ পথ না দেখালে সে নিজেই নতুন পথ আবিস্কার করতো। পথিককে যত পারা যায় বিভ্রান্ত করা উচিত। সে মাথা খাটিয়ে নিজের পথ নিজেই বানিয়ে নেবে। ফলে নতুন একটা পথ তৈরি হবে।’
সাহিত্যে এই ধরনের বচনমালা রীতি নতুন নয়। বাংলাভাষায়ও ‘নির্বাচিত উক্তি’ সংকলনের রীতি এন্তার। তবে নির্ঝর তার বচনমালায় পাঠের অভিজ্ঞতার সঙ্গে সমাজ বিদ্যমান চিন্তাকে উসকে দেওয়ার পথকে অবলম্বন করেছেন। কখনো তিনি অতীতের দার্শনিকদের কথায় প্রভাবিত হয়েছেন, আবার কখনো নিজের কথা সৃষ্টি করেছেন। নির্ঝরের চিন্তার অভিক্ষেপ সুন্দর, কারণ অল্পকথায় বড় চিন্তাকে বাগে আনা কম কথা নয়। ছিন্নপাতার ছাপ বইটির প্রচ্ছদ করেছেন নন্দিতা বৈষ্ণব। মূল্য রাখা হয়েছে ২৬০ টাকা।
আপনার মন্তব্য প্রদান করুন