ইহুদি জাতির ইতিহাস ‘ইসরায়েলের পুত্রগণ’

ইউনিভার্সিটি প্রেস লিমিটেড প্রকাশ করেছে এম ইদ্রিস আলী প্রণীত ইহুদি জাতির ইতিহাস ‘ইসরায়েলের পুত্রগণ’। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত তথা বিশ্ব রাজনীতির প্রেক্ষাপটে মুসলিম বিশ্বে তথাকথিত সন্ত্রাস সংস্কৃতির উত্থান ও গতি-প্রকৃতি সম্যক অনুধাবন করতে এই রাজনীতির নেপথ্যের সর্বাধিক ক্ষমতা ও নিয়ামক শক্তির ধারক ইহুদি জনগোষ্ঠীর ধর্ম ইতিহাস সংস্কৃতি সম্পর্কে ধারণা থাকা প্রয়োজন। যা ‘ইজরাইলের পুত্রগণ’ বইটিতে রয়েছে। মূলত ইহুদি জনগোষ্ঠীর ইতিহাস, পাশ্চাত্য ও ইসলামের ইতিহাসে ইহুদিদের অবস্থানের গুরুত্ব এবং সাময়িক বিশ্বের বহু ক্ষেত্রে তাদের দৃশ্যমান অথবা অদৃশ্য নিয়ামকের ভূমিকা ‘ইহুদি’ শব্দটির চারিদিকে রহস্যের জাল সৃষ্টি করেছে। ইহুদিদের ঐশী গ্রন্থ তৌরিদ-এ ইহুদিদেরকে ‘ঈশ্বরের মনোনীত জাতি’, ‘অনুগ্রহ প্রাপ্ত জাতি’, ‘পবিত্র জাতি’, বিশ্বের ‘পুরোহিত জাতি’ ইত্যাদি বিশেষণে বিশেষায়িত করা হয়েছে। খ্রিস্টান-চার্চের অনুশাসন, ধর্মীয় রচনা ও সাহিত্যে এবং ইসলামী ঐতিহ্যে তাদেরকে ‘অভিশপ্ত’, ‘নির্দয় সুদখোর’, ‘বান্ধবহীন ঘৃণিত জাতি’ হিসেবে আখ্যায়িত করা হয়েছে। ইতিহাস জুড়ে অজস্র নির্যাতন, বিতাড়ন ও গণহত্যার শিকার হয়েও একটি জনগোষ্ঠী ও সংস্কৃতি হিসেবে তারা টিকে রয়েছে।
পাশ্চাত্য ও ইসলামের ইতিহাসে ইহুদিদের প্রায় নিরবিচ্ছিন্ন উপস্থিতি একটি ঐতিহাসিক সত্য। বিংশ শতাব্দী শুরু থেকে প্যালেস্টাইনি আরবদের সাথে ইহুদীদের সংঘাত এবং ১৯৪৮ সালে প্যালেস্টাইনে ইহুদিদের নিজস্ব বাসভূমি ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকেই প্যালেস্টাইনি ও আরবদের প্রতি তাদের মারমুখী আচরণের কারণে ইহুদিদের সম্পর্কে মুসলমানদের ধারণার কোনো ইতিবাচক পরিবর্তন ঘটেনি। সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকার পর ইসরায়েলের সন্তানগণ প্যালেস্টাইনে ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা করে বিশ্বকে তাদের রাজনৈতিক, সামরিক ও কূটনৈতিক দক্ষতা জানান দেয়। তারা আরব ও বিশ্ব মুসলিম মননে একটি ক্রম সম্প্রসারণশীল ক্ষতের সৃষ্টি করে, যা নিরময়ের কোন লক্ষণ এখনো দেখা যাচ্ছে না।
ইহুদি জাতির চার হাজার বছরের ইতিহাস ও উপখ্যান, বিচিত্র ধর্মীয় আচার-আচরণ সংঘাত ও বিদ্রোহ ইতিহাসের নিষ্ঠুরতম গণহত্যার ধ্বংসস্তূপ থেকে পুনরুত্থান এবং তাদের ইতিহাসের গুরুত্বপূর্ণ অর্জন ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠা—এসবই এই গ্রন্থের উপজীব্য। পাশাপাশি সমসাময়িক বিশ্বের জ্ঞান-বিজ্ঞান, শিল্প-সাহিত্য, অর্থনীতি, অর্থ ব্যবস্থা, রাজনীতি, প্রচার-মাধ্যম, বিনোদন ও সমর-শক্তিতে তাদের ঈর্ষণীয় অবস্থানের প্রেক্ষাপট বোধগম্য করে তুলে ধরা হয়েছে বইটিতে। বইটি সম্পর্কে দাবি করা হয়েছে, এটি ইহুদি জাতি নিয়ে বাংলা ভাষায় প্রকাশিত প্রথম পূর্ণাঙ্গ গ্রন্থ। বইটির প্রচ্ছদ করেছেন কাজী যুবাইর মাহমুদ। মূল্য রাখা হয়েছে ৮৬০ টাকা।
আপনার মন্তব্য প্রদান করুন