ছোট ছোট প্রবন্ধে বৃহৎ চিন্তা

অ+ অ-

 

সংহতি প্রকাশ করেছে গল্পকার ও গবেষক সামিও শীশের সর্বজনের শিক্ষা: অ এ শিখি অধিকার। শিক্ষা বিষয়ক বিভিন্ন গবেষণামূলক লেখা নিয়ে বইটি সাজানো। নয়টি পৃথক পৃথক চিন্তামূলক প্রবন্ধ বইটিতে সংকলিত হয়েছে। প্রচলিত শিক্ষার বিপরীতে সামিও কিছু প্রস্তাবনা হাজির করেছেন। পেশাগত জায়গা থেকে নয়, তিনি শিক্ষাকে যুক্ত করতে চেয়েছেন অধিকার স্বরূপ। প্রচলিত শিক্ষায় বাংলা প্রথম বর্ণে শেখানো হয়, অ-তে অজগর/ অজগর ওই আসছে তেড়ে! সেখানে সামিও বলছেন, অ-তে শিখি অধিকার। তাঁর দৃষ্টিতে শিক্ষা সুযোগ নয়, সার্বজনীন ও প্রাথমিক অধিকার। তিনি ভয়-দুর্ভাবনার জায়গা থেকে মুক্ত হয়ে শিক্ষাকে দেখাতে চান আশা আর সম্ভাবনার স্থানে।  

বইটির ছোট ছোট প্রবন্ধে বৃহৎ চিন্তা ধরে আছে। শিক্ষাকে সাংস্কৃতিক পুঁজি বিবেচনা করলে দেখা যাবে, দেশের অধিকাংশ শিশু অধিকার বঞ্চিত। অসীম সম্ভাবনাময় এই শিক্ষার্থীরা পড়াশোনায় নানা বিপত্তি ও বিচ্যুতি নিয়েই বড় হচ্ছে। এখানে তারা মানবিক বিপরীত শিক্ষা নেয়, তারা ঝরে পড়ে, ঝরে না পড়লেও অদক্ষ হয়ে বেড়ে ওঠে। গোটা ব্যবস্থাটায় যেমন আধুনিক শিখন প্রক্রিয়া নেই, নেই শেখার আনন্দ, তেমনি উল্টোদিকে রয়েছে ভয় ও অনাগ্রহ। আর কাঠামোগত ভঙ্গুরতার পাশাপাশি দেশজুড়ে রয়েছে দক্ষ শিক্ষকের অনুপস্থিতি। এগুলো শিক্ষা ব্যবস্থাপনার নিদারুণ সংকটের চিত্র।

সর্বজনের শিক্ষা: অ এ শিখি অধিকার বইতে গ্রন্থকার সামিও শীশ শিক্ষাব্যবস্থার বেশকিছু গভীর সংকট ও উত্তরণ নিয়ে তাৎপর্যপূর্ণ বিশ্লেষণ হাজির করেছেন। বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার পাশাপাশি তিনি প্রায় দুদশকের বেশি সময় ধরে শিক্ষাতত্ত্ব নিয়ে কাজ করছেন। গ্রন্থে তিনি সর্বজনের শিক্ষার পক্ষে তাঁর স্পষ্ট অবস্থান ব্যক্ত করেছেন। বাংলাদেশের শিক্ষার ভাবনা-দুর্ভাবনা প্রসঙ্গে যাঁরা অনুসন্ধান করেন, তাঁদের জন্য গ্রন্থটি অত্যন্ত প্রাসঙ্গিক ও সহায়ক হবে। বইটির প্রচ্ছদ করেছেন শিল্পী মং মং শে। মূল্য রাখা হয়েছে ৩০০ টাকা।