কয়েকজন তরুণীর গল্প

অ+ অ-

 

ক || ইউ হ্যাভ এনি চেঞ্জ

আজ সন্ধ্যায় ডাউন-টাউনে ড্যান্স বারের সামনে
টিম হর্টনসের লাল কাগজের কাপ নিয়ে দাঁড়িয়ে থাকবো,
হাত পাতবো—‘ইউ হ্যাভ এনি চেঞ্জ’?

কেউ ভীষণ বিরক্ত হবে, কেউ বা ইগনোর করবে,
কেউ বলবে—সরি।
আবার কেউ পার্স খুলে দিবে দুইশ’ ডলার।

দুইশ’ ডলার বা দুই পেনি
না পেলেও আজ সন্ধ্যায় হাত পাতবো
মদের গন্ধে মৌ মৌ করা সন্ধ্যায়
দাঁড়িয়ে থাকবো ভিক্ষুকের মতো।

বার বন্ধ হলে মাতাল যুবক টলতে টলতে হাত ধরে বলবে:
‘আমি ঘর চিনি না,
আমাকে ঘরে নিয়ে ঘুম পাড়িয়ে দাও
আমি স্বপ্ন দেখবো।’

 

খ || ব্ল্যাক বিউটি

কালো মেয়েটি কালো লিপিস্ট্রিক পরে
কালোকে আরো বেশি কালোজ্জ্বল করে তুলেছে
কালো ড্রেস তাকে বানিয়েছে কালো গোলাপ।

আমি মোস্তাফা জব্বারের মতো ডাক বিভাগের দায়িত্ব পেলে
কালো সৌন্দর্য তুলে ধরে
প্রকাশ করতাম একটি কালো ডাকটিকিট।

আমি সিকদার আমিনুল হক হলে
‘নদীর জল ঘোলাও ভালো’-এর মতো কবিতা লিখতাম।

কালিদাস কর্মকার হলে তাকে আঁকতাম,
ডাকতাম ডাক নাম ধরে।

 

গ || সে কেন আঁকেনি

চারুকলায় আমি বিক্রি করতাম নগ্নতা,
পিঁয়াজের খোসা খুলে খুলে
বসে বসে থাকতাম, দাঁড়িয়ে থাকতাম, শুয়ে থাকতাম।

তাঁরা স্তন আঁকতেন, যোনি আঁকতেন,
পশ্চাৎ দেশ আঁকতেন।

ক্লাশের যে ছেলেটি আঁকাআঁকি না করে
ছবির বদলে কবিতা লিখেছিল,
আজ তাকে খুব মনে পড়ছে।

 

ঘ || খেয়াঘাট

ওই তো নতুন কবি রোকসানা আফরিন
ওই তো রেওয়াজ করতে বসেন সাবিনা ইয়াসমিন।

সেই রোকসানা আর
রাহাত খানের কাহিনী কবিতায় বলা সম্ভব না।

ব্রহ্মপুত্রের খেয়াঘাট কী তাদের চেনে?
আমি চিনি দু’জনকেই।