কয়েকজন তরুণীর গল্প
ক || ইউ হ্যাভ এনি চেঞ্জ
আজ সন্ধ্যায় ডাউন-টাউনে ড্যান্স বারের সামনে
টিম হর্টনসের লাল কাগজের কাপ নিয়ে দাঁড়িয়ে থাকবো,
হাত পাতবো—‘ইউ হ্যাভ এনি চেঞ্জ’?
কেউ ভীষণ বিরক্ত হবে, কেউ বা ইগনোর করবে,
কেউ বলবে—সরি।
আবার কেউ পার্স খুলে দিবে দুইশ’ ডলার।
দুইশ’ ডলার বা দুই পেনি
না পেলেও আজ সন্ধ্যায় হাত পাতবো
মদের গন্ধে মৌ মৌ করা সন্ধ্যায়
দাঁড়িয়ে থাকবো ভিক্ষুকের মতো।
বার বন্ধ হলে মাতাল যুবক টলতে টলতে হাত ধরে বলবে:
‘আমি ঘর চিনি না,
আমাকে ঘরে নিয়ে ঘুম পাড়িয়ে দাও
আমি স্বপ্ন দেখবো।’
খ || ব্ল্যাক বিউটি
কালো মেয়েটি কালো লিপিস্ট্রিক পরে
কালোকে আরো বেশি কালোজ্জ্বল করে তুলেছে
কালো ড্রেস তাকে বানিয়েছে কালো গোলাপ।
আমি মোস্তাফা জব্বারের মতো ডাক বিভাগের দায়িত্ব পেলে
কালো সৌন্দর্য তুলে ধরে
প্রকাশ করতাম একটি কালো ডাকটিকিট।
আমি সিকদার আমিনুল হক হলে
‘নদীর জল ঘোলাও ভালো’-এর মতো কবিতা লিখতাম।
কালিদাস কর্মকার হলে তাকে আঁকতাম,
ডাকতাম ডাক নাম ধরে।
গ || সে কেন আঁকেনি
চারুকলায় আমি বিক্রি করতাম নগ্নতা,
পিঁয়াজের খোসা খুলে খুলে
বসে বসে থাকতাম, দাঁড়িয়ে থাকতাম, শুয়ে থাকতাম।
তাঁরা স্তন আঁকতেন, যোনি আঁকতেন,
পশ্চাৎ দেশ আঁকতেন।
ক্লাশের যে ছেলেটি আঁকাআঁকি না করে
ছবির বদলে কবিতা লিখেছিল,
আজ তাকে খুব মনে পড়ছে।
ঘ || খেয়াঘাট
ওই তো নতুন কবি রোকসানা আফরিন
ওই তো রেওয়াজ করতে বসেন সাবিনা ইয়াসমিন।
সেই রোকসানা আর
রাহাত খানের কাহিনী কবিতায় বলা সম্ভব না।
ব্রহ্মপুত্রের খেয়াঘাট কী তাদের চেনে?
আমি চিনি দু’জনকেই।
ক।। সভ্যতার আদি ব্যবসা। শুধু স্টাইল পাল্টে যায়। বিষণ্ণতায় মন ভরে যায়। খ।। অসাধারণ কবিতা। 'কালোজ্জ্বল' একটি চমৎকার শব্দের আবির্ভাব। কতখানি আপন হলে তবেই উচ্চারণ করতে পারি ডাক নাম। গ।।মডেলের অন্তর্লীন দুঃখ বেদনার চমৎকার প্রতিফলন। এবং চমকে উঠলাম তার কথা মনে করে যে "ছবির বদলে কবিতা এঁকেছে।" হ্যাঁ এঁকেছে।লেখেনি। ঘ।।আলো সেতো সুরের অন্য নাম। আলো, সুর দেখা যায় না। প্রতিফলিত হলে তবেই দেখতে পাই।সুর সেও অনুভবের। তাই কবির অকপট উচ্চারণ "…কবিতায় বলা সম্ভব না।" খেয়াঘাট না চিনলেও কবি কিন্তু চেনেন। এই কবিতা চতুষ্টয় আমার রাতের ঘুম কেড়ে নিলো।— যযাতি দেবল, পানাগড়, পশ্চিমবঙ্গ।
যযাতি দেবল
জুন ১২, ২০২৩ ২৩:১৬
ক।। সভ্যতার আদি ব্যবসা। শুধু স্টাইল পাল্টে যায়। বিষণ্ণতায় মন ভরে যায়। খ।। অসাধারণ কবিতা। 'কালোজ্জ্বল' একটি চমৎকার শব্দের আবির্ভাব। কতখানি আপন হলে তবেই উচ্চারণ করতে পারি ডাক নাম। গ।।মডেলের অন্তর্লীন দুঃখ বেদনার চমৎকার প্রতিফলন। এবং চমকে উঠলাম তার কথা মনে করে যে "ছবির বদলে কবিতা এঁকেছে।" হ্যাঁ এঁকেছে।লেখেনি। ঘ।।আলো সেতো সুরের অন্য নাম। আলো, সুর দেখা যায় না। প্রতিফলিত হলে তবেই দেখতে পাই।সুর সেও অনুভবের। তাই কবির অকপট উচ্চারণ "…কবিতায় বলা সম্ভব না।" খেয়াঘাট না চিনলেও কবি কিন্তু চেনেন। এই কবিতা চতুষ্টয় আমার রাতের ঘুম কেড়ে নিলো।— যযাতি দেবল, পানাগড়, পশ্চিমবঙ্গ।
যযাতি দেবল
জুন ১২, ২০২৩ ২৩:৪৯
ক।। সভ্যতার আদি ব্যবসা। শুধু স্টাইল পাল্টে যায়। বিষণ্ণতায় মন ভরে যায়। খ।। অসাধারণ কবিতা। 'কালোজ্জ্বল' একটি চমৎকার শব্দের আবির্ভাব। কতখানি আপন হলে তবেই উচ্চারণ করতে পারি ডাক নাম। গ।।মডেলের অন্তর্লীন দুঃখ বেদনার চমৎকার প্রতিফলন। এবং চমকে উঠলাম তার কথা মনে করে যে "ছবির বদলে কবিতা এঁকেছে।" হ্যাঁ এঁকেছে।লেখেনি। ঘ।।আলো সেতো সুরের অন্য নাম। আলো, সুর দেখা যায় না। প্রতিফলিত হলে তবেই দেখতে পাই।সুর সেও অনুভবের। তাই কবির অকপট উচ্চারণ "…কবিতায় বলা সম্ভব না।" খেয়াঘাট না চিনলেও কবি কিন্তু চেনেন। এই কবিতা চতুষ্টয় আমার রাতের ঘুম কেড়ে নিলো।— যযাতি দেবল, পানাগড়, পশ্চিমবঙ্গ।
যযাতি দেবল
জুন ১২, ২০২৩ ২৩:৫০
যযাতি দেবল ভাই, ধন্যবাদ। আমার কবিতা পড়ে কারো চোখ ভিজে যায়, কেউ সকাল বেলার চায়ের সাথে বাড়তি উষ্ণতা পান, আবার কেউ বা নৌকায় শুয়ে কবিতাকে গানে সুর দেন। উল্লেখিত কবিতা ক’টি পড়ে কবি ফারুখ ফয়সল লিখেছেন: ‘মননে টঙ্কার তুলে কিছু প্রশ্ন বুকে ধাক্কা মারছে! না, এই ভালোলাগার রেশ হারিয়ে যাওয়ার আগে কবিতাগুলি আরেকবার বরং পড়ে নেই!’ কেউ মন্তব্য করেন: “তাঁর কবিতা হচ্ছে সর্বগ্রাসী এবং সর্বব্যাপী। তিনি এত বিচিত্র বিষয় নিয়ে কবিতা লিখেছেন যে বিচিত্র বিষয়ের কবিতা নিয়ে যে কেউ পিএইচডি করতে পারবে। আমি পারতপক্ষে তাঁর কোন কবিতা মিস করি না। তাঁর কবিতা মিস হয়ে গেলে মনে হয় দিনের কোন একটা কাজ অপূর্ণ থেকে গেল।” (-আবু মকসুদ) আর আপনি বললেন- ‘এই কবিতা চতুষ্টয় আমার রাতের ঘুম কেড়ে নিলো।’ আমি আপনাদের প্রতিক্রিয়ায় ভালোবাসায় আপ্লুত। ???? কৃতার্থ।
সাইফুল্লাহ মাহমুদ দুলাল
জুন ১৩, ২০২৩ ০১:৫৯
ইউ-----চেঞ্জ। দারুণ রোমান্টিক। আমাকে ঘরে নিয়ে ঘুম পাড়িয়ে দাও---আমি স্বপ্ন --- ব্ল্যাক বিউটি-- সময়ের সাহসী কবিতা। প্রিয় শ্রদ্ধাভাজন আমিনুল হকের মতো আপনি সারা দেশ ও মানুষে স্বপ্নে অভিযান চালিয়ে খুঁজে পেলেন জাতের কালোমেয়ে সুন্দরীকে যে নদ-নদীর ঘোলাজলে করেছে অসংখ্য অবগাহন। কখনো দায়িত্ব বা হুকুম পেলে প্রকাশ করব মোস্তাফা জব্বারের চেয়ে ঢের বেশি তাঁদের কালো ছবি। সে কেন আঁকেনি-- এখানে আমি আনন্দে বিস্ময়াভিভূত --- কেন আগে আঁকোনি ছবি,অসংখ্য প্রেম কাম আর আমাদের প্রকৃতি যার ভিতর কলকল করে প্রেম আর কবিতা--- খেয়াঘাট!!! ঘাটে বসে পা ডুবিয়ে বা জল ছুঁয়ে নিজেকে পুত ও পবিত্র করেছে কত শত জানা অজানা সন্ন্যাসী,প্রমিক যুগল, কবি- শিল্পী, লেখক,ডাকসাইটে কলামিস্ট,কথাকার, রাজনীতিক শ্রদ্ধাস্পদ শিখিয়েছেন যত হৃদয় নিংড়ানো কাব্য- শিল্পকলা।তাঁদের স্মরণ করি। কবিতার জন্য আপনাকে হৃদয় ছোঁয়া শ্রদ্ধা ভালোবাসা জানবেন প্রিয় কবি ও কথাশিল্পী।
সন্তোষ রায়
জুন ১৩, ২০২৩ ১৩:৩৮
কবিতাগুলি পড়া শেষ হলো! আধুনিকতা ও সাহস আমার মনে প্রতিধ্বনি তুলছে। মননে টঙ্কার তুলে কিছু প্রশ্ন বুকে ধাক্কা মারছে! না, এই ভালোলাগার রেশ হারিয়ে যাওয়ার আগে কবিতাগুলি আরেকবার বরং পড়ে নেই!
ফারুক ফয়সল
জুন ১২, ২০২৩ ২৩:২০