যাদু বিদ্যা ও অন্যান্য কবিতা

অ+ অ-

 

মানুষ

মানুষ আসলে চতুষ্পদ প্রাণী
যার দুটি পা উহ্য থাকে।

 

আপেক্ষিকতার উদাহরণ

প্রতিশ্রুতি ছিল আসার
অথচ আনন্দিত বিকালটাই কি না
ব্যর্থ প্রতীক্ষার ধাক্কায়
সন্ধ্যার গোলক ধাঁধায় ঢুকে গেল,
রেস্তোরাঁয় জ্বলে উঠল
হতাশার উজ্জ্বল ভোজভাজি।
‌‌তুমি আসছো না
এই একটা সত্য আমার মাথার মধ্যে
ইলেকট্রিক পাখা হয়ে ঘুরছে মহাকাল জুড়ে!
আর আমার তেইশ বছরের মধ্যে
একটা মমির বিকাল ঢুকে গিয়ে
সহস্রাব্দের ধাঁধায় ফেলে দিচ্ছে!
একলার বৃথা প্রতীক্ষা হয়ে উঠছে
আপেক্ষিকতার উদাহরণ!

বৃথা হলো মন।

 

মূর্খরা বলে

ঈশ্বরের পাহারা থেকে
পালিয়ে গিয়েছে কিছু লোক
কোনো একদিন।
চীনের প্রাচীরে বসে
ঈশ্বরের বোকামিতে
তারা খুব হাসে।
মূর্খরা বলে,
ঈশ্বর থাকেন আকাশে।

 

হলুদ একটা পাখি

জীবন আমার চমকে উঠল থেকে থেকে
ঝড়ের মধ্যে হলুদ একটা পাখি দেখে।

 

পূর্বপুরুষ

দূর কোন অজানা মালভূমিতে
মাটিচাপা
আমার পূর্বপুরুষের হাড়
সেই হাড়ে গজিয়ে শেকড়
কোনো গাছ হলো কি না
আমার তা জানা দরকার।

 

যাদু বিদ্যা

এই তো তোমার ভাবনা আমি
বুক থেকে বের করে
সারাদিন ধরে নাড়াচাড়া করছি।
বাসক পাতার মতো বুজে আসা
তোমার চোখের পাতায়
ঠোঁট ছোয়াচ্ছে আমার কল্পনা-প্রতিভা।
তোমার দূরে থাকার শূন্যতা থেকে
যে জলপ্রপাতের জন্ম হতে পারে
তার নাম নিয়ে ভাবছে।
ভেতরের প্রায় অচেনা এক পরিব্রাজক
আর যাদু বিদ্যা বিষয়ে আগ্রহ দেখাচ্ছে
আমার মরিয়া হৃদয়।
তুমি যে দেশে আছো, যাতে সে দেশ
বুকপকেটে নিয়ে ঘোরা যায়।