লুবনা চর্যার একক শিল্পকর্ম প্রদর্শনী—‘অপর বাস্তব’

শিল্পীকথা || লুবনা চর্যা
লুবনা চর্যা একজন চিত্রশল্পিী ও কবি। জন্ম ৩ ডিসেম্বর ১৯৮৩ সালে। বেড়ে উঠেছেন খুলনাতে। প্রাতিষ্ঠানিক পড়াশোনা জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর। পাঠ চুকিয়ে ঢাকায় আসেন তিনি। এরপর কিছুকাল কাজ করেছেন বিজ্ঞাপনী সংস্থায় কপি রাইটার হিসাবে। বর্তমানে ফ্রিল্যান্স আর্টিস্ট হিসাবে কাজ করছেন। লেখা ও আঁকা এই দুই মাধ্যমেই নিজের অনুভূতি প্রকাশ করেন তিনি। তিনটি একক প্রদর্শনী হয়েছে তার। প্রথম একক প্রদর্শনীর শিরোনাম ইনসাইডার, এটি অনুষ্ঠিত হয়েছিল হোম স্টুডিওতে, ২০১৩ সালে। বেশ কয়েকটি যৌথ প্রদর্শনীতে অংশগ্রহণ করেছেন লুবনা। শেষ দুটো প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছিল আলিয়ঁস ফ্রঁসেজ, ঢাকায়। প্রদর্শনী দুটোর শিরোনাম ফায়ারফ্লাই [২০১৫] ও বিম্ব [২০১৬]। চলতি বাংলায় চর্যাপদের অনুবাদ করেছিলেন এক সময়। তার প্রকাশিত কাব্যগ্রন্থ ছয়—জিওগ্রাফি ইন অ্যা জ্যু..., শয়তানের অভিনব কারখানা, পপকর্ন, চিন্তাশীল মেশিন, হেমন্ত’কে বলা এলোমেলা কথা এবং রঙগুলোর পুনর্জন্ম হোক। তিনি নিয়মিত লিখছেন বিভিন্ন লিটলম্যাগে।
শিল্পকথা || অপর বাস্তব
ড্রইং ও পেইন্টিং—দুটো মাধ্যমই আমার পছন্দের। তবে তুলনামূলকভাবে ড্রইং বেশি করা হয়। যেহেতু আমি কবিতাও লিখি—তাই এখন কবিতা, ড্রইং ও পেইন্টিং, এদের কাউকে আর আমার অভিন্ন লাগে না। আমার ভাবনার বহিঃপ্রকাশের প্রয়োজনে কখনো ড্রইং করি, কখনো কবিতা লিখি বা পেইন্টিং চাপাই। আর কনসেপচ্যুয়াল কাজ আমাকে মুগ্ধ করে। অবশ্যই একটা সুন্দর অ্যাবস্ট্রাক্ট বা সুপার রিয়েলিস্টিক ফিগার আমার চোখকে তৃপ্তি দেয়। কিন্তু আমার মন তৃপ্ত হয় যখন দারুণ একটা কনসেপ্টকে বাস্তবায়িত হতে দেখি কোনো শিল্পীর কাজে। শিল্পী কিভাবে তার অনুভূতি প্রকাশ করলো, তার বাস্তবায়ন প্রক্রিয়া হয় আমার মনোযোগের বিষয়। কিন্তু আমার পছন্দ বাস্তবধর্মী ফর্মে বাস্তবতাকে ছাড়িয়ে অন্য ঠিকানায় পৌঁছে যাওয়া। এখনো আমি যা করতে চাই, তেমন কাজ করে উঠিনি। সেই জার্নিটার মধ্যে আমি আছি। এই যাত্রা আমাকে আনন্দ দেয়, আমার জীবনকে আরো উৎসাহিত ও উচ্ছ্বসিত করে তোলে। খুব সাধারণ ও মিনিমাল উপস্থাপনের মধ্যে কল্পনার একটা চমক বা ধাক্কা দেয়ার চেষ্টা করি আমি। সবসময় সব কাজ যে সেটা দিতে পারে, তা না। তবে প্রত্যেকটা কাজেই আমি তা চাই। মানুষের কল্পনার দরজায় টোকা মারা আমার কাজ, আর সেটা আমার চারপাশের বাস্তবতাকে ঘিরেই আবর্তিত হয়।
প্রতিধ্বনি আয়োজন করেছে শিল্পী লুবনা চর্যার একক অনলাইন চিত্রকর্ম প্রদর্শনী। প্রদর্শনীর শিরোনাম ‘অপর বাস্তব’। নানা মাধ্যমে আঁকা এ প্রদর্শনীটি চলবে ১ সেপ্টেম্বর হতে ৩০ সেপ্টেম্বর ২০২৫ নাগাদ।
শিল্পকর্ম প্রদর্শনী || অপর বাস্তব || লুবনা চর্যা
শিরোনাম || টোপ
শিরোনাম || শিল্পীর আলো
শিরোনাম || আমাদের দেহ হচ্ছে আমাদের ঘর
শিরোনাম || ভঙ্গুর
শিরোনাম || আজকে আমি একাকিত্ব অনুভব করছি
শিরোনাম || হৃদয়েরও খাদ্য চাই
শিরোনাম || বাঘের অরণ্যে মা এক বোকা হরিণ
শিরোনাম || সংবাদপত্র পড়ার পর আমার অবস্থা
শিরোনাম || শিল্পের জগৎ থেকে বিদায়
শিরোনাম || জলেই আরোগ্য
শিরোনাম || তুমিই আমার বাড়ি
শিরোনাম || গার্মেন্টস শ্রমিক
শিরোনাম || একই আবর্তন
শিরোনাম || কবির মগজ
শিরোনাম || পুরুষতন্ত্রের হাতে বাধা পুতুল
শিরোনাম || টেনশন
শিরোনাম || শপথের শক্তি
শিরোনাম || পুনরুজ্জীবন

অসাধারণ... আমাদের মনের কোণে মাঝে মাঝে এভাবেই টোকা মারতে হবে। অনেক অনেক শুভকামনা ও অনেক অনেক ভালো থেকো।
ভাস্কর
সেপ্টেম্বর ০১, ২০২৫ ১৬:২৬

অসাধারণ... আমাদের মনের কোণে মাঝে মাঝে এভাবেই টোকা মারতে হবে। অনেক অনেক শুভকামনা ও অনেক অনেক ভালো থেকো।
ভাস্কর
সেপ্টেম্বর ০১, ২০২৫ ১৬:২৮

লুবনা দিদি ভাই আপনার শিল্পকর্মের কনসেপ্ট অনবদ্য। যখন থেকে পরিচয় হয়েছে তখন থেকেই আপনার শিল্পকর্ম আমাকে আকর্ষণ করেছে। আমি একজন শিল্পী হিসেবে চাই আপনার শিল্পকর্ম আরো দীর্ঘ পথ অতিক্রম করুক। জয় হোক শিল্পীও শিল্পের ????????????
Chaity Biswas
সেপ্টেম্বর ০১, ২০২৫ ২৩:৪৯

এক কথায় দারুণ। ভালো থাকিস। বৃন্ত
বৃন্ত
সেপ্টেম্বর ০৫, ২০২৫ ১১:৫৭
আমার সম্পাদিত কাগজ অত:পর এ লুবনা চর্যার দুটি কবিতা ছাপা হয়েছিলো। লুবনার চিত্রকর্মে যা বলতে চায় তা স্পষ্ট সুন্দর। শুভকামনা শিল্পির জন্য সাধুবাদ টিপু ভাই
Shakhawat Bakul
সেপ্টেম্বর ০১, ২০২৫ ০৯:১৭