সিরিয়ান কবি মারাম আল-মারসির কবিতা

অ+ অ-

 

মারাম আল-মাসরি

মারাম আল-মাসরির সিরিয়ান-ফ্রেঞ্চ লেখক ও কবি। জন্ম ১৯৬২ সালের ২ আগস্ট, সিরিয়ায়। আরব সাহিত্য জগতে তিনি নারীবাদী লেখক হিসেবে পরিচিত। ঠু ইরোটিক বইটি তাকে আলোচিত লেখকে পরিণত করে। আই অ্যালার্টেড ইউ হোয়াইট ডোভ; আই লুক অ্যাট ইউ; ফ্রিডম, সি কামস নেকেটসহ বেশ কয়েকটি উল্লেখযোগ্য বই আছে তার। তিনি আদোনিস প্রাইজসহ কয়েকটি পুরস্কার লাভ করেন। বর্তমানে তার বসবাস ফ্রান্সে।

মারাম আল-মাসরি © Magali Delporte

 

ক্ষুদ্র পাপ

 

|| ক ||

বাতাসকে বলো 
শান্ত হতে
কারণ বাতাস আমার পছন্দ নয়
হিংসুটে নারীর মতো সে
এলোমেলো করে দেয় আমার চুল
যখন তার সাথে দেখা করতে যাই
যে অপেক্ষা করে আছে আমার জন্য।
বৃষ্টিকে বলো
থেমে যেতে
কারণ বৃষ্টি পছন্দ নয় আমার
হিংসুটে স্বামীর মতো সে
ভিজিয়ে দেয় আমার বসন
আর আমার নতুন জুতো
যখন আমি তার জন্য অপেক্ষা করছি
আসাবে না যে।

 

|| খ ||

মনে রেখ
আমি আমার দরজা খোলা রাখি তোমার জন্য
তোমার নক ছাড়াই...
আমি ছিলাম বোকা
এবং ভেবেছিলাম তুমি চুরি করোনি 
কিছুই শুধু সিগারেট আর বই।

 

|| গ ||

আমি হাঁটছিলাম 
সোজা সরু পথে
তুমি যখন পথ আগলে দাঁড়ালে
ভারসাম্য হারিয়ে ফেলি আমি
কিন্তু আমি
পড়ে যাইনি।