অভাজনের ভজন ও অন্যান্য ছড়া
অভাজনের ভজন
অভাজনের ভজন রে ভাই
অভাজনের ভজন
গলা ছেড়ে গাইতে পারি
বুঝতে পারে কজন?
ভাঙ্গা হাঁড়ির হেঁড়ে গলা
গলায় যত ছলাকলা
হাঁড়ির মধ্যে ডিম পেড়েছে
মুরগি ডজন ডজন
অভাজনের ভজন রে ভাই
অভাজনের ভজন।
হাঁড়ির তলায় গোবর বালি
আধেক ভরা আধেক খালি
কেউ রাখে না হাঁড়ির খবর
আম বা অমাত্যজন
অভাজনের ভজন রে ভাই
অভাজনের ভজন।
ঠনঠনাঠন মাটির হাঁডি
সেই হাঁড়িতেই সাগর পাড়ি
কেউ আসে না ঢেউপাড়াতে
বন্ধু সখা স্বজন
অভাজনের ভজন রে ভাই
অভাজনের ভজন।
ডিপ্রেশন
আমি নাকি বিষাদগ্রস্ত
আমি নাকি বিষাদগ্রস্ত
ডায়াগনোসিস বলছে হেঁকে
অসুখ মস্ত অসুখ মস্ত!
ঠিকমতো নেই খাওয়াদাওয়া
পোশাকআশাক আলুথালু
উত্তরে বয় দখিন হাওয়া
রাশিবিহীন হাতের তালু।
রাজনীতিকে ব্যঙ্গ করি
ধর্মকথা নেই না কানে
তাসে তাসে প্রাসাদ গড়ি
বাক্য বলি হয়না মানে।
হাতের উপর মাথা রেখে
কী যেন কী ভাবতে থাকি
সূর্যরেখা যাচ্ছে বেঁকে
বাস্তবতা আস্ত ফাঁকি।
একটা জীবন কতই দাম আর
যান্ত্রিকতায় ভীষণ ভীতি
যে দেশকালে জন্ম আমার
বুঝি না তার রীতিনীতি।
চিকিৎসকের প্রেসক্রিপশন
ডিপ্রেশনের অষুধ খাবে
সেরোটোনিন রঙিন স্বপন
নাও ঘুমিয়ে আরাম পাবে।
আমার কিছু ভাল্লাগে না
ভাল্লাগে না জীবনযাপন
আকাশ ছোঁয়ার সাধ জাগে না
বিষণ্ণতাই আমার আপন।
আমি নাকি বিষাদগ্রস্ত
আমি নাকি বিষাদগ্রস্ত
ডায়াগনোসিস বলছে হেঁকে
অসুখ মস্ত অসুখ মস্ত!
অনৈতিহাসিক
ভোর হয়েছে, ফুল ফুটেছে, ফুল কুড়াতে যেয়ে
ফুলের ওপর মুষরে পড়ে একটি অবোধ মেয়ে
বাড়ির লোকে উঠায় তাকে, জল ঢালে তার মাথায়
এসব কি আর থাকবে লেখা ইতিহাসের পাতায়?
একটি শালিক শিস দিলো যে পাতার আড়াল থেকে
একটি ডুমুর টুপুস করে পড়লো নিচে পেকে
তিনটি মাছি করছে খেলা হলদে ব্যাঙের ছাতায়
এসব কি আর থাকবে লেখা ইতিহাসের পাতায়?
লাটিমে খুব ঝিম ধরেছে, স্বপ্ন ঘোলা চোখে
মেঘ ভেসে যায়, মেঘের ওপর টুকটুকে লাল ও কে?
পাথরচিত্র হিজিবিজি ব্যর্থ কবির খাতায়
এসব কি আর থাকবে লেখা ইতিহাসের পাতায়?
মাটির পাঁজর শোকজরজর লাঙল চালায় চাষি
ঘাম কপালে অভাবী রোদ শোলোক বারোমাসি
শস্যদানা পিষ্ট হয়ে গোঙায় বসে যাঁতায়
এসব কি আর থাকবে লেখা ইতিহাসের পাতায়?
উৎস
সহৃদয় সরকার উৎসে কাটে কর
উৎসাহে শোনে সবে উৎস খবর
পাহাড় শিখরে মেঘ শীতল দরদ
উৎসমূলে ফিরে যায় বহমান নদ
এই যে স্বরূপ তার কোথা উত্থান
কোথা ভেসে চলে যায় কোথাকার গান
ঘুরে ঘুরে পাখি খোঁজে আপনার নীড়
গোধুলি কি খুঁজে পায় প্রভাত নিবিড়?
উৎসের তরে করে প্রাণ আনচান
উৎস কি এতটাই মহামূল্যবান?
ইথার উৎসহীন নাই মা ও বাপ
জন্ম নিয়ে নাই তার কোন পরিতাপ
অদ্বৈতবিন্দু যদি সৃষ্টির মূল
আত্মপরিচয় তবে ধূলিময় ভুল
উৎসে, উৎসে যাবো, আদি বাড়িঘর
আমার উৎস জানি মায়ের উদর।
অসাধারণ লেখনী। শুভ কামনা রইলো, বিনয় স্যার।
মুন
সেপ্টেম্বর ০১, ২০২৩ ১১:২২
প্রতিধ্বনিকে অসংখ্য ধন্যবাদ!
Dr. Binoy Barman
আগস্ট ৩১, ২০২৩ ১৪:০৪