নন্দলাল প্রেমিক ও অন্যান্য কবিতা

অ+ অ-

 

কতটা অন্ধকার হলে আলো হারায়

প্রাণহারা সবুজ দেশ। জবাবহীন শহরে বাস—
কেউ কাউকে প্রশ্ন করে না, হতাশ রাজ্যে ক্ষমা পায় না কবি।
সাইরেন বাজলে নড়ে না, ভাবিয়ে তুলে না কৃতদাসের আঘাত।
পোষমানা কুকুরের মতো ঘণ্টার পর ঘণ্টা স্থবির অঙ্গার—পরিত্যক্ত জাতিসংঘ।

নাম হৃদয়—পাথরের গরিমায় বাতাসে আড়াল করে হাসি!
নরক ঘুমে হারায় নরম বিকেল। বাশির সুর—ছুটির ঘণ্টা—
পাখির ডাকে দেয় না শরীর সাড়া—জাগে না গোলাপ শিহরণ,
এভাবে অনুভূতি অনুভোতা হতে হতে সন্ধ্যার কোলে ঢলে পড়ে দুপুর।

সাদা মেঘ—করোটিতে রোদ—নদী খাচ্ছে সরকার—
কতটা অন্ধকার হলে আলো হারায়—কতটা নিষ্ঠুর হলে রাষ্ট্র হয় ইসরাইল!

 

এই তৃষ্ণা জলের জন্য নয়

পৃথিবীর ধুলো মেখে—
তেলের উপর বাঁচার পায়চারি করছি...
পিচ্ছিল জীবনের মাকাম ঘেঁষে বিস্তীর্ণ পথে চলছি।

জুবুথুবু মুখ দেখে—বুঝেছি দীর্ঘ পিপাসায় তুমি—
অমোঘ সত্য মন জানে—এই তৃষ্ণা জলের জন্য নয়!
কামনার সারল্যে গন্ধবণিক—চোখাচোখি হইনি কখনো...

এপারে আমি ওপারে বেদিল—
এক পা আসো তো দুপা পিছাও
বিব্রত ময়ুর, উপমায় পুরুষ সুন্দর।

অবনত পথের প্রস্তাব—
আমার সামনে রেখো না আয়না
এই ঘনঘোর ফ্যাসিবাদে আমাকে ভয় পাই। 
আজকাল নিজেকে দেখে প্রায় থমকে যাই...

নির্বাক নিথর স্বপ্নের ভাষা—
অনন্ত বেদনার অনুবাদ করে মাস্টার!
পাহাড়ে লুকাই অভিমান—ছায়া মানুষে ভয় আমার!

অগ্নিলা—দেবে তোমার আকুলতা? উদ্‌যাপন হবে তপ্ত দুপুর।

 

নন্দলাল প্রেমিক

তুমি আমায় ভালোবাসো।
প্রচার করো লোকমুখে—ভালো চাও;
প্রাত্যহিক গোপনে দাঁড়িয়ে কামনা করো কল্যাণ।

খসড়া মায়াবিস্তার! ছুটির দিনেও থাকো অধরা, তবু—
আমি পাগল মনে হাসি, বন্ধুদের সঙ্গে গল্প করি।
দিন যায়—থাকে না কথা! আমার হুশ ফিরে আসে।

জলের মতো ঘুরো না—দেবতার কান ঘেঁষে থাকো
মন মাতিয়ে সামনে এলে, খামখেয়ালে নিরস চলো—
বিপদে সমুদ্র দূর, সরল দোলকে আলপনা আঁকো প্রান্তে
আমি টের পাই, অনুভব করি—কর্পোরেট প্রিয় কী জিনিষ...

তুমি এক নন্দলাল প্রেমিক—ভালোবাসো, কাছে আসো না!

 

কোথাও রাখতে পারি না জমা

বন্য শহরে ঢুকে পড়েছে কথার কথারা
উপোষ কথার গায়ে রোদ, মাথাভর্তি ধূলো—
দিকভ্রান্ত নগরীর মোড়, জলে অভেজা ফেলানি চোখ—
স্নায়ুর উল্লাসে দাউদাউ মরিচিকা প্রতিবেশী—

বিরহে ভাসছে বিরান হাওয়া—
ঝরাপাতার হৃদয়, ভারাক্রান্ত হচ্ছে মন।
পূর্ব পুরুষের পক্ষপাত হতাশা,
লোভাতুর ভাঙ্গালি—আমায় করেছে উত্তরাধিকার।

দাবদাহে স্থবির অনাবিল সিন্দাবাদ
প্রশংসার খবরে কবিরাও পদাক্রান্ত—
লকডাউন, শুক্রবার—বন্ধ ব্যাংক জাদুঘর
কোথাও রাখতে পারি না জমা আমায়!