উদ্বেড়ালেরা আজ রাজা ও অন্যান্য কবিতা
মোহের তিমিরে
পারিনি মানব হতে রয়ে গেছি মানুষেরে ঘিরে
ঘোর কোলাহলে ফিরে-ফিরে মোহের তিমিরে
সভায়, সরব মাহফিলে
একটু আদর করে কেউ ডেকে নিলে
প্লাস্টিকের লাল চেয়ারের খোপে বসি চুপি চুপি
মাথায় তাজের মতো পরে চিতিপড়া টুপি
শুনি বক্তিতা, বিরাট মাওলানার ওয়াজ
শুধুই নালিশ, কেবলই তা লোকগণের তোয়াজ
ছুটে যাই মধ্যরাতে দেহাতি গানের জলসায়
লালনের হাছনের ভাণ্ডারীর সুর এ রুষ্ট দিলের আগুন নেবায়
নেশা-নেশা লাগে
আমার ভেতরে এক আদিপ্রেমিকের সত্তা জাগে
শেষ রাতে মোলায়েম হাওয়া আর পাখিদের কলতানে
আল্লাহ আসেন কলবের গুলশানে
বধূটিও বুঝে গেছে
সংসারের সুতো বাঁধা পেঁচে
আমার আরতি দোলে কোন্ সে মোকামে
মূল্যস্ফীতি, টানাপোড়েনের ঘামে
মানুষেরে ঘিরে
তুচ্ছ জীবনে উদ্বৃত্ত মূল্য লাভের ফিকিরে ...
কবি হেবা কামাল
আমি দেখেছি রাতারগুলের গভীর স্বচ্ছজল
পাথরের শরীর যেখানে থরেথরে কাঁপে
বহুদূর পাহাড়ের শিখর পেরিয়ে এঁকেবেঁকে এসে
থামে সে এখানে ধাপে-ধাপে
নিথর পাথরগুলো কাঁপছেই টলটল স্বচ্ছতায়
ইহুদি যেমন কাঁপে হামাসের হামলায়
ওই স্বচ্ছতায় ফোটে জলপদ্মসম হেবা কামালের মুখ
নিজেকে দিলেন লিখে সেমেটিক
জাতির প্যালেস্টাইনি বুক
ওই রক্তে ধসে যায় হিব্রুর মিনার
দেখা যাচ্ছে আলো সূর্যের সিনার ...
শামা নৃত্য
বাতাসের সম্ভ্রান্ত অধিবেশনে ধোঁয়ার সফেদ কুণ্ডলীর মতো
মাওলানা রুমির ধ্রুপদি নৃত্য আমি দেখি অন্তর্চক্ষে
তাঁর হৃদয়ালুর হুতিতে আহূতি দিয়েছে মন
কাশী-বৃন্দাবনের সকল শরাফত ছাড়ায়ে উঠেছি
মানুষের উচ্চ প্রাণের ব্রহ্মাণ্ডে
আমাকে দেখতে পাও জলাভূমির ঘাসের গালিচায় সেজদায়
আমাকে দেখতে পাও গরিবের করতলে
শুয়ে থাকা সোনালি মুদ্রায়
শরাবখানায় প্লুত নাস্তিকের অধরোষ্ঠে
আদিবাসী সন্তানের মাটির পাঁজরে ঘাম হয়ে শস্যের ফলনে
আমাকে দেখতে পাও কাবায় মন্দিরে বৌদ্ধবিহারজুড়ে
গান গাই একা বিশ্বজোড়া আদমের ...
ইতিহাসের ফণা
সব কিছু বদলে ফেলতে পারি
রঙদার শার্ট জাঙিয়া শীতের পশমি চাদর
ঢেউ তোলা তটিনীর খরস্রোতে ব্যারিকেড দিতে পারি
তাতে ভবনের শীর্ষে পিতৃপুরুষের জাঁকালো টোটেম এঁটে
আয়েশে পারি তো পাড়ি দিতে
প্রতিপক্ষের ভ্রূকুটিকুটিল চাহনি
পারি তো নিকাহনামা বদলাতে, নতুন নটীর হাত ধরে
জীবন জ্বালাতে নয়া উনুনের আঁচে
শাসনতন্ত্রেও পারি গরিষ্ঠে নতুন সংশোধনী যুক্ত করে
দেখাতে শক্তির দম্ভ, শোডাউন
অ্যাভিনিউ আর জনসমাবেশে
শুধু স্মৃতির দস্যুতা আমাকে পরাস্ত করে কিছু
কেবলই কেমন যেন
নত
নত করে
উপনিবেশের দাঁতভাঙা সেই এক
ইতিহাসের দাপুটে ফণার ছোবলে ...
উদ্বেড়ালেরা আজ রাজা
একটার পর একটা রোমশ উদ্বেড়াল
ঝাঁপিয়ে পড়ছে
চৌকস ভঙ্গিতে
জলতলে
টইটম্বুর পুকুরে টলে ওঠে শুধু
কয়েকটা ঝরা পেয়ারা ও আমপাতা
ঝোপের আঁধারে লতার বিকচ শেকড়ে, সবুজ অঙ্গে
তড়পানো মৎস্যের রক্তের ছটা
থির রোদে কাঁপছে আকাশ
জাতিসংঘের মহান অধিবেশনের মতো
গেরস্তের ভাতঘুমে
মাছের বধ্যভূমিতে উদ্বেড়ালেরা
আজ রাজা ...
আপনার মন্তব্য প্রদান করুন