যুদ্ধ বিরোধী কার্টুন প্রদর্শনী ‘রক্তের দাগ’
যুদ্ধ নয়, আমরা শান্তি চাই
আগুনে জ্বলছে আমাদের পৃথিবী। যুদ্ধের সহিংসতা আর পারমাণবিক অস্ত্রের বিপদ পৃথিবীকে বিষময় করে তুলছে। মানবতা আজ ধ্বংসের মুখোমুখি দাঁড়িয়ে। করোনা উত্তর পৃথিবী যুদ্ধের দামামায় উত্তাল। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন গোটা দুনিয়াকে মহাসংকটের মুখোমুখি দাঁড় করিয়েছে। সেই যুদ্ধ এখনো চলছে। পুনরায় এরই মধ্যে, ফিলিস্তিন-ইজরাইল নতুন করে যুদ্ধ। দীর্ঘদিন ধরে ফিলিস্তিনের জনগণ মুক্তি সংগ্রাম করছে। আমরা ফিলিস্তিনের সাধারণ জনগণের ন্যায্য লড়াইয়ের প্রতি সংহতি জানাই। সর্বোপরি, যুদ্ধে শুধু প্রাণের সংহার হয় না, সংগঠিত হয় মানব সভ্যতার এক ধ্বংসযজ্ঞ। হয় সব ধরনের সম্পদ ধ্বংসের চরম বিপর্যয়কর পরিস্থিতি। অগণিত মানুষ শিকার হন দারিদ্র্য, রোগ, ক্ষুধা এবং গৃহহীনতার কবলে। যুদ্ধ নয়, আমরা শান্তি চাই। যুদ্ধের নামে পৃথিবীতে মানবিক বিপর্যয় সংগঠিত হোক তা আমরা চাই না। মানুষ তার স্বাধীনতার সাধ নিয়ে বাঁচুক। রক্তপাতহীন মানবিক প্রানের পৃথিবীই আমাদের কাম্য।
প্রতিধ্বনি আয়োজন করেছে নির্বাচিত কার্টুন-চিত্রশিল্পীদের যুদ্ধ বিরোধী কার্টুন প্রদর্শনী। প্রদর্শনীর শিরোনাম রক্তের দাগ। সমকালীন ১৭ জন কার্টুনিস্টের অংশগ্রহণের এ প্রদর্শনীটি চলবে ১০ ডিসেম্বর ২০২৩ থেকে ১৫ জানুয়ারি ২০২৪ সাল নাগাদ।
যুদ্ধ বিরোধী কার্টুন প্রদর্শনী || রক্তের দাগ
কার্টুন © আবু হাসান
কার্টুন © আয়রাফ মেহেদি
কার্টুন © আসিফ গনি
কার্টুন © বিপ্লব চক্রবর্তী
কার্টুন © অনিকা নওরাত
কার্টুন © ফাহাদ রহমান
কার্টুন © মেহেদী হক
কার্টুন © মাহাতাব রশিদ
কার্টুন © নাঈমা জান্নাত
কার্টুন © নাভিদ হোসাইন
কার্টুন © পৃথা
কার্টুন © রাকিবুল ইসলাম
কার্টুন © সালমান
কার্টুন © সাকিল মাহমুদ
কার্টুন © তাহমিদুল ইসলাম
কার্টুন © তুবা তানজুম
দারুণ দারুণ সব জীবনবাদী ক্রিটিকধর্মী কার্টুন। আহা খাজা!! প্যালেস্টাইন মুক্ত হোক। উপনিবেশিক হত্যাকান্ড বন্ধ হোক। সম্মানিত সকল শিল্পীদেরকে শ্রদ্ধা ও ভালোবাসা।
Jahir Hasan
ডিসেম্বর ১০, ২০২৩ ১৫:১৮