মোহাম্মদ রবিনের একক শিল্পকর্ম প্রদর্শনী ‘অবয়বে আকুলতা’

অ+ অ-

 

শিল্পীকথা || মোহাম্মদ রবিন

বাংলাদেশী চিত্রশিল্পী। জন্ম ঢাকা বিভাগের নরসিংদী জেলার বেলাবো থানায়। শৈশব থেকেই ছবি আঁকার ঝোক ছিল তার। পারিবারিকভাবে রবিন কারুশিল্পের ঐতিহ্যের উত্তরাধিকারী। বাবা শীতলপাটি, মাধুর, ঝুড়ি, চুপড়ি ইত্যাদি, আর মা-বোনরা নকশিকাঁথা বা সুচিশিল্পের কাজে যুক্ত ছিলেন। পারিবারিক প্রভাব তাকে শিল্পমুখী হয়ে উঠতে সহায়তা করেছে। পড়াশোনা নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউট থেকে চিত্রকলায় স্নাতক। পরে শিক্ষাবৃত্তি নিয়ে কলকাতার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে চিত্রকলায় স্নাতকোত্তর। তার প্রথম একক চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয় কলকাতার একাডেমি অফ ফাইন আর্টস গ্যালারিতে, ২০১৯ সালের শেষে। শেষ তৃতীয় একক চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয় ২০২৪ সালে, মফস্বল শহর ভৈরব উপজেলায়। তিনি এ পর্যন্ত ৪০-এর অধিক চিত্র প্রদর্শনী, আর্ট ক্যাম্প, আর্ট ওয়ার্কসপ, আর্ট রেসিডেন্সিতে অংশ গ্রহণ করেছেন। পেয়েছেন আন্তর্জাতিক পঞ্চম টোন মিনিয়েচার আর্ট বিয়েনাল ২০১৫-এর গ্র্যান্ড অ্যাওয়ার্ড। জাপান, ভারত ও বাংলাদেশে অনুষ্ঠিত কয়েকটি চিত্র প্রতিযোগিতায় পুরস্কার অর্জন করেন তিনি। বর্তমানে শিল্পের নানা মাধ্যমে কাজ করছেন তিনি।

 

শিল্পকথা || অবয়বে আকুলতা

জীবনের প্রাপ্তি-অপ্রাপ্তি হিসাব-নিকাশ না করে জীবন সংগ্রামে হার না মানা একজন অন্ধ বলরামের কথা বলছি। যার কথা শুনলে শিহরিত হই আমি! তাই আমার চিত্রকর্মের বিষয়বস্তু হয় একজন অন্ধ বলরামের মতো মানুষ। দীর্ঘ ৪৫ বছর ধরে ১০ টাকা জোড়া মটকা বিক্রি করে সংসারের গ্লানি টানছেন বৃদ্ধ এ অন্ধ লোকটি। তিন রাস্তার বাসস্টপেজ মোড়ে প্রায়ই দেখা যায় খাটো এই মানুষটিকে। প্রথমদিকে ভিক্ষা করতেন তিনি। পরে কোনো এক আত্মীয় তার পরিচয় দিতে দ্বিধা করায় ভিক্ষা ছেড়ে মটকা বিক্রির কাজ শুরু করেন। কঠোর জীবন সংগ্রামের পেশায় থেকে সন্তানদের মানুষ করেছেন তিনি। এরূপ আত্মসম্মানবোধ সম্পূর্ণ মানুষই আমার চিত্রকর্মের বিষয়বস্তু। আমি অগণিত কঠোর সংগ্রামী মানুষের নাকে-মুখে-চোখে-ঠোঁটে-কপালের ভাঁজে খুঁজে পাই জীবনের আকুলতার ছাপ। এরা যেন অন্ধ, বধির, জড় পদার্থ। নিরবে-নিভৃতে মুখ বুঝে মেনে নেন সমাজের রূঢ় বাস্তবতা। বিদ্যমান সমাজের এমন নানা চরিত্র তুলে ধরার চেষ্টা করেছি আমার ক্যানভাসে। কখনো সাদা বোর্ডে তৈলরঙে, কখনোবা ছোট্ট ছোট্ট সাদা কাগজে-জলরঙে। ক্ষমতা কাঠামোর নিয়ন আলোর বাইরে থাকা মানুষের মুখাবয়বে আমি জীবন আর শিল্পের গতিমুখ খুঁজে পাই।

প্রতিধ্বনি আয়োজন করেছে শিল্পী মোহাম্মদ রবিনের একক অনলাইন প্রদর্শনী। প্রদর্শনীর শিরোনাম ‘অবয়বে আকুলতা’।  এটি চলবে ১ জুলাই হতে ৩১ জুলাই ২০২৫ সাল নাগাদ।   

 

চিত্র প্রদর্শনী || অবয়বে আকুলতা || মোহাম্মদ রবিন

 

অবয়বে আকুলতা ||

 

অবয়বে আকুলতা ||

 

অবয়বে আকুলতা ||

 

অবয়বে আকুলতা ||

 

অবয়বে আকুলতা ||

 

অবয়বে আকুলতা ||

 

অবয়বে আকুলতা ||

 

অবয়বে আকুলতা ||

 

অবয়বে আকুলতা ||

 

অবয়বে আকুলতা || ১০

 

অবয়বে আকুলতা || ১১

 

অবয়বে আকুলতা || ১২

 

অবয়বে আকুলতা || ১৩

 

অবয়বে আকুলতা || ১৪

 

অবয়বে আকুলতা || ১৫

ছবি কপিরাইট © মোহাম্মদ রবিন